সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ১৬ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। আরজি কর কাণ্ডে রাষ্ট্রপতি, রূপা গঙ্গোপাধ্যায়ের মায়ের প্রয়াণ, হাসপাতালে ভর্তি না নেওয়ায় মৃত্যু, শুল্ক কমানোর সম্ভাবনা, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে শুরু করা যাক।
১০) গরু চুরি করতে গিয়ে ধরা পড়ল দুই যুবক
শিলিগুড়ির কমলাবাগান এলাকায় গরু চুরি করতে গিয়ে দুই যুবক হাতেনাতে ধরা পড়েছে। হ্যাঁ, তাদের নাম এমডি শাহজাহান এবং এমডি ইমরান। শুক্রবার রাত্রিবেলা গরু নিয়ে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেই তাদেরকে স্থানীয়রা আটক করে। পালাতে চাইলে তাদেরকে গণধোলাই দেওয়া হয়। পরে ঘোষপুকুর ফাঁড়ি এলাকায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুজনকে গ্রেফতার করেছে। শনিবার তাঁদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) পুজোর আগে উত্তরবঙ্গে ফের রেল বিভ্রাট
উত্তরবঙ্গে পুজোর আগেই বড়সড় রেল বিভ্রাট। হ্যাঁ, নিউ জলপাইগুড়ি স্টেশনের শেড এবং বৈদ্যুতিক সংযোগের সংস্কারমূলক কাজ হওয়ার কারণে ২০ আগস্ট পর্যন্ত বহু ট্রেন বাতিল করা হয়েছে, এমনকি ঘুর পথে চালানো হচ্ছে। বাতিলের তালিকায় আলিপুরদুয়ার-নিউ জলপাইগুড়ি টুরিস্ট এক্সপ্রেস, হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার, মালদা টাউন ও বঙ্গাইগাও এক্সপ্রেস সহ একাধিক লোকাল ট্রেন রয়েছে। এদিকে শতাব্দী এক্সপ্রেস কিশান্গঞ্জ পর্যন্ত সীমিত করে দেওয়া হয়েছে। আর দার্জিলিংয়ে একাধিক টয়ট্রেন বাতিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) অভয়ার মা-বাবার পাশে থাকার আশ্বাস রাষ্ট্রপতির
আরজি কর কাণ্ডে এক বছর ঘুরেছে। তবে এখনো মেলানি সুবিচার। আর সে কারণেই অভয়ার বাবা-মা লড়াই চালিয়ে যাচ্ছেন। বহুবার প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করার চেষ্টা ব্যর্থ হলে এবার আশার আলো জুগিয়েছেন রাষ্ট্প্রতি দ্রৌপদী মুর্মু। হ্যাঁ, ১৩ আগস্ট তাদের চিঠির উত্তরে রাষ্ট্রপতি জানিয়েছে, খুব শীঘ্রই তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং সমাধানের চেষ্টা করা হবে। আর এতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন নির্যাতিতার পরিবার। উল্লেখ্য, সম্প্রতি নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে অভয়ার মা গুরুতর আহত হয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) পথ কুকুরদের নিয়ে বিরাট উদ্যোগ কলকাতা পৌরসভার
দিল্লিতে পথ কুকুরদের সরানো নিয়ে বিতর্কের মধ্যে এবার কলকাতা পৌরসভা ভিন্ন রাস্তায় হাঁটল। হ্যাঁ, শহরের ৪৮৭টি রাস্তায় নির্দিষ্ট সময়ে এবার পথ কুকুরদের খাবারের ব্যবস্থা করা হবে। লক্ষ্য একটাই, কুকুরদের খাদ্য সংকট দূর করা আর মানুষ ও প্রাণীর সংঘাত কমানো। সকাল সাতটার আগে এবং সন্ধ্যা সাতটার পর কুকুরদের খাবার দেওয়া হবে। তারপরে ওই স্থান পরিষ্কার রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কুকুরদের স্থানান্তর এড়াতে নজরদারি চালানো হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) দীর্ঘদিন পরিষেবা বন্ধ হতে পারে ব্লু লাইন মেট্রোর
কলকাতা মেট্রোর সবথেকে পুরনো ব্লু লাইনে এবার সংস্কারমূলক কাজের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ডাকা হয়েছে টেন্ডার, যেখানে সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত লাইনে জল নিঃসরণ রোধ, বক্স পরিবর্তন এবং ট্র্যাকের ফাঁকা অংশ মেরামত করা হবে। আর এই সংস্কারের ফলে যাত্রীদের মধ্যে আশঙ্কা তৈরি হচ্ছে যে, কাজ চলাকালীন হয়তো দীর্ঘদিন মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। তবে কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, গোটা প্রক্রিয়া শেষ হতে এক বছর কিংবা তার বেশিও সময় লাগতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) প্রয়াত অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের মা
অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের মা যুথিকা গঙ্গোপাধ্যায় আজ ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত হয়েছেন। স্বাধীনতা দিবসের রাতে রূপা ফেসবুকে তাঁর মায়ের মৃত্যুর খবর জানিয়েছিল। বাংলাদেশ থেকে এসে হতদরিদ্রদের মধ্যে একাই রূপাকে মানুষ করেছিলেন তিনি। কাপড় কিনে সেলাই করে সংসার চালাতেন। মাত্র ২০০ টাকা আয় করতেন দিনে। কঠিন লড়াইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হয়েছে তার দিনগুলি। বহুবার হাসপাতালে ভর্তি হলেও অবশেষে শেষ রক্ষা হয়নি। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন রূপা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) অপারেশন সিঁদুরে ১৫০ অধিক সেনা নিহত, দায় স্বীকার পাকিস্তানের
ভারতের অপারেশন সিঁদুরে পাকিস্তানকে এবার বড়সড় ক্ষতি স্বীকার করতে বাধ্য করল ইসলামাবাদ। পাকিস্তান প্রেসিডেন্ট নৌ এবং বিমান বাহিনীর সদস্যদের সম্মানিত করার সময় ১৩৮ জন সেনাকে মরণোত্তর সম্মান দিয়েছেন, যা সরাসরি মৃত্যুর প্রমাণ হিসেবেই তুলে ধরছে। এমনকি মোট ১৫০ জন সেনার নিহত হওয়ার কথাও স্বীকার করেছে পাকিস্তান। উল্লেখ্য, ৭ মে ভারতীয় সেনার অভিযানে পাক অধিকৃত কাশ্মীর এবং পাঞ্জাবের জঙ্গি সহ সেনাদের ঘাঁটি ধ্বংস হয়েছিল। আর এতেই নিহত হয়েছে বহু জঙ্গি ও সেনা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) হাসপাতালে ভর্তি না নেওয়ায় ডেঙ্গুতে মৃত্যু ৩৫ বছরের যুবকের
কলকাতায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল ৩৫ বছর বয়সের অরিজিৎ দাসের। পরিবার অভিযোগ করছে যে, তাকে ভর্তি নিতে অস্বীকার করেছিল একাধিক হাসপাতাল। ঘন্টার পর ঘন্টা অক্সিজেন দিয়ে রাখার পর দালাল চক্রের মাধ্যমে নাকি ৫০ হাজার টাকা দাবি করা হয়। শম্ভুনাথ পন্ডিত এবং বেহালার দুটি হাসপাতালে ভর্তির সুযোগ মেলেনি বলে খবর। শেষে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যালে ভর্তি করানোর প্রক্রিয়া চলাকালীন সময়ে তাঁর মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধ স্বরূপ মুখোপাধ্যায়েরও সম্প্রতি মৃত্যু হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) ভারতের উপর শুল্ক কমাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ভারতের উপর চাপানো অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছেন। হ্যাঁ, ট্রাম্প আগেই দাবি করেছিলেন যে, ভারতের উপর শুল্ক আরোপ করে রাশিয়াকেই তিনি চাপে ফেলতে চাইছেন। কারণ এতে রাশিয়ার অন্যতম বড় ক্রেতা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু বৈঠকের তিনি জানিয়েছেন যে, আপাতত রাশিয়া থেকে তেল কেনে, এরকম দেশগুলোর উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে না। যদিও শুল্ক পুরোপুরি তোলা হবে কিনা, তা এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) সেলফি তুলতে গিয়ে কয়লাখনিতে পড়ে মৃত্যু দুই যুবকের
পূর্ব বর্ধমানের আসানসোলের ভানোরা কয়লাখনিতে স্বাধীনতা দিবসে সেলফি তুলতে গিয়েই পরিত্যক্ত খনির জলে ডুবে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরেই জলভরা এই খনিতে কয়লা উত্তোলন বন্ধ থাকার কারণে স্থানীয়দের কাছে এটি সেলফি স্পট হয়ে উঠেছিল। আর শুক্রবার সেখানে ঘুরতে গিয়ে দুই ছাত্র জলে পড়ে গিয়ে মৃত্যু হয়। স্থানীয়রা দড়ি ব্যবহার করে তাঁদের মৃতদেহ উদ্ধার করেছে বলে খবর। কাউন্সিলর সহ বাসিন্দারা অভিযোগ করছে যে, খনিতে বারবার দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কোনোরকম নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন