Top 10: আহত তিলোত্তমার মা, ভারতীয় সেনার মৃত্যু, বাংলাদেশী যৌনকর্মী গ্রেপ্তার! আজকের সেরা ১০ খবর

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ১০ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। নবান্ন অভিযানে তিলোত্তমার মায়ের উপর আক্রমণ, দেশের দীর্ঘতম বন্দে ভারত এক্সপ্রেস রুট, অপারেশন আখালে মৃত্যু ভারতীয় সেনার, দুর্গাপুর থেকে গ্রেফতার বাংলাদেশী যৌনকর্মী, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে দেখে নেওয়া যাক।

১০) নবান্ন অভিযানে জাতীয় পতাকা মাড়াল পুলিশ

তিলোত্তমা কান্ডের বর্ষপূর্তিতে নির্যাতিতা অভয়ার মা-বাবার ডাকে নবান্ন অভিযানে পুলিশের ব্যারিকেডে ধস্তাধস্তির সময় তাঁর মা গুরুতর আহত হয়েছে। হ্যাঁ, তাঁর কপাল ফুলে গিয়েছে এবং শাঁখাও ভেঙে গিয়েছে। অভিযোগ উঠছে যে, পুলিশ জলও পর্যন্ত দেয়নি। বিজেপি নেতা অমিত মালব্য ভিডিও শেয়ার করে দাবি করেছেন, হাওড়ায় পুলিশ জাতীয় পতাকা পা দিয়ে মাড়িয়েছে এবং দেশ প্রেমিকদের আক্রমণ করেছে। এই মিছিলের আয়োজন করা হয়েছিল ধর্মতলা থেকে নবান্ন পর্যন্ত। তবে পার্ক স্ট্রিটের কাছে যাওয়ায় বাধা পড়ে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

৯) ভোটার তালিকায় আসলো এক ব্যক্তির দুই স্ত্রীর নাম

ব্যারাকপুরের বিলকান্দা পঞ্চায়েতে ভোটার তালিকায় কার্তিক সাহার দুই স্ত্রীর নাম যমুনা ও সুমনা থাকায় শোরগোল পড়ে গেল। হ্যাঁ, কার্তিক দাবি করছে যে, সুমনার কোনো অস্তিত্ব নেই। তার একটা মাত্র স্ত্রী। যমুনা জানিয়েছে, বহুবার প্রশাসনকে বলেও ২০ বছর ধরে এই নামটি মোছেনি। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনের গাফিলতির ফলেই মৃত ব্যক্তির স্থানে নতুন নাম যুক্ত হয়ে ভোটার কার্ড তৈরি হয়েছে। বিজেপির কটাক্ষ, এতদিন ভুতুড়ে ভোটে তৃণমূল জিতেছে, আর নাটক করে এসেছে। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

৮) ২৬-এর ভোটের আগেই ৭০০০ পদে নিয়োগ করবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর

পশ্চিমবঙ্গ সরকার ভোটের আগে স্বাস্থ্য খাতে ৭০০০ শূন্যপদে নিয়োগ করবে বলে জানিয়েছে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে ১২৮৭ পদ, নার্স পদে ৫০৮০টি পদ, অধ্যাপক পদে ৬২১ জন নিয়োগ করা হবে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে। গ্রামীণ মেডিকেল কলেজের শিক্ষক সংকট মেটাতে এবং গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে আরো জোরদার করতে এই নিয়োগ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে ওবিসি নিয়ে কিছু চ্যালেঞ্জ থাকলেও সরকার আশা করছে, এই নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবেই হবে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

৭) আগামীকাল প্রধানমন্ত্রী উদ্বোধন করবে দীর্ঘতম বন্দে ভারত এক্সপ্রেস

আগামী ১০ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যাঙ্গালোর থেকে তিন-তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করবেন। আর এই রুটগুলি হল— অমৃতসর–কাটরা, বেলগাঁও–বেঙ্গালুরু এবং আজানি–পুনে। সবথেকে বড় ব্যাপার, আজানি–পুনে ট্রেনটি দেশের সবথেকে দীর্ঘতম বন্দে ভারত রুট, যার দৈর্ঘ্য হবে ৮৮১ কিলোমিটার। আর সপ্তাহে ছয় দিন চলবে এই ট্রেনটি। পুনে থেকে সকাল ৯:২৫ মিনিটে ছাড়বে, আর আজানির থেকে সকাল ৯ঃ৫০ মিনিটে ছাড়বে। সোমবার আজানি-পুনে ও মঙ্গলবার পুনে-আজানি পরিষেবা বন্ধ থাকবে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

৬) জাল নথি কারবারে গ্রেফতার হল সিপিএম নেতা স্বপন সাধু

উত্তর ২৪ পরগনার বাগদায় জাল নথি কারবারে জড়িত থাকার অভিযোগে এবার সিপিএম নেতা স্বপন সাধুকে গ্রেফতার করেছে পুলিশ। হ্যাঁ, তার বাড়ি থেকে বহু আধার কার্ড, ভোটার কার্ড, জন্ম-মৃত্যু সংশোধন, স্কুল সার্টিফিকেট সহ আরো বেশ কিছু দপ্তরের স্ট্যাম্প উদ্ধার হয়েছে। আগে তিনি স্থানীয় স্কুলের ক্লার্ক ছিলেন এবং তার বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে। তদন্তে নেমে জানা গেছে যে, তিনি বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নকল নথি সরবরাহ করতেন। ঘটনাটি নিয়ে পুলিশ ইতিমধ্যেই তথ্য খতিয়ে দেখছে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

৫) অপারেশন আখালে মৃত্যু হল দুই ভারতীয় সেনার

কাশ্মীরের কুলগ্রামে লস্কর-ই-তৈবা জঙ্গিদের বিরুদ্ধে চলা অপারেশন আখালে ভারতের দুই সেনা ল্যান্স নায়েক প্রীতপাল সিং ও সিপাহি হরমিন্দর সিং নিহত হয়েছেন। পাশাপাশি আরো ৪ জন সেনা গুরুতর আহত হয়েছে। ১ আগস্ট শুরু হওয়া এই অভিযান নবম তম দিনে প্রবেশ করেছে। আর এখনও সেই অভিযান চলছে। সংঘর্ষে এখনো পর্যন্ত তিনজন জঙ্গি নিহত হয়েছে বলে খবর। ভারতীয় সেনা, জন্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ যৌথভাবে এই অভিযান চালাচ্ছে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

৪) সিঙ্গুর কাণ্ডে টাটাকে ৭৬৬ টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য হল রাজ্য

সিঙ্গুর মামলায় সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কে বহাল রেখে জানিয়ে দিল যে, টাটা মোটরসকে ৭৬৫.৭৭ কোটি টাকা এবং ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ১১% হারে সুদ দিতে হবে রাজ্য সরকারকে। হ্যাঁ, সালিশি আদালতের সভাপতির পক্ষপাতিত্বের অভিযোগ হাইকোর্ট খারিজ করে দিয়েছিল, যা রাজ্য চ্যালেঞ্জ করলেও সুপ্রিম কোর্ট তা নাকচ করে দেয়। আর এই ক্ষতিপূরণ সংক্রান্ত মামলার শুনানি হবে আগামী ১২ আগস্ট কলকাতা হাইকোর্টে। উল্লেখ্য, ২০০৬ সালে ঘোষিত ন্যানো কারখানা প্রকল্প বিরোধিতার কারণেই এই সিঙ্গুর প্রকল্প বাস্তবায়িত হয়নি। সে কারণেই এই ক্ষতিপূরণ। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন 

৩) দুর্গাপুর নিষিদ্ধপল্লী থেকে গ্রেপ্তার দুই বাংলাদেশী যৌনকর্মী

দুর্গাপুরের ৩৪ নম্বর ওয়ার্ডের কাদারোড নিষিদ্ধপল্লী থেকে দুই বাংলাদেশী যৌনকর্মী এবং একজন দালালকে পুলিশ গ্রেপ্তার করেছে। দুর্বার সমিতির ভোট বৈঠকে তাদের আধার কার্ডের অসঙ্গতি ধরা পড়েছিল বলে অভিযোগ। পরে তারা নিজেদের বাংলাদেশি বলে স্বীকার করেন। ভুয়ো আধার বানিয়ে কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তারা যৌনকর্মে যুক্ত ছিল। দালাল নদীয়ার তিশা শেখ ও হুগলির কোয়েল মিস্ত্রির এদের তথ্য জোগাড় করে দেয়। বর্তমানে এই চক্রে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

২) তারকেশ্বরে জল ঢালতে গেলে দিতে হবে ১০০ টাকা

শ্রাবণ মাসে তারকেশ্বর শিবের মাথায় জল ঢালতে গিয়ে দূর-দুরন্ত থেকে ভক্তরা আসে। তবে তারাই এবার অভিযোগ করছে যে, মন্দির কর্তৃপক্ষ ভিআইপি লাইনের নাম করে অতিরিক্ত ১০০ টাকা করে নিচ্ছে। ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে না পেরে ভক্তরা ক্ষোভ প্রকাশ করছে। কারণ আগে এ বিষয়ে কিছু জানানোই হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, অনেকে এই টাকা দেওয়ার সামর্থ্য রাখছে না। আর আগে এমন অভিজ্ঞতাও হয়নি। ভক্তরা অভিযোগ করছে, পুজোর নামে মন্দিরে অনৈতিক ব্যবসা চলছে। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

১) নবান্ন অভিযানে আহত হল তিলোত্তমার মা

কলকাতায় নবান্ন অভিযানে যোগ দিতে গিয়ে পার্কস্ট্রিট মোড়ে পুলিশের লাঠি-ঘাতে আরজি কর হাসপাতালের নির্যাতিতার মা ভয়াবহ আহত হয়েছে। তার কপাল ফুলে গিয়েছে এবং শাঁখাও ভেঙে গিয়েছে। ধর্মতলা থেকে শুরু হওয়া বিজেপির নেতৃত্বাধীন এই মিছিলে ব্যারিকেডে বারবার আটকে দেওয়া হয়। রেসকোর্স এলাকায় পথ অবরোধ করা হয়। আর জল না পাওয়ায় নির্যাতিতার মা’র অসুস্থতা বেড়ে যায়। ফলে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশের বিরুদ্ধে অযৌক্তিক অভিযোগও করেছেন। বিস্তারিত পড়তে – এখানে ক্লিক করুন

Leave a Comment