Top 10: ওবিসি মামলা, অপারেশন মহাদেব, পূজার আগে কল্যাণী এক্সপ্রেসওয়ে! আজকের সেরা ১০ খবর

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ থেকে শুরু করে রাজ্য রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন বা অর্থনীতি, আজকের দিনে কোথায় কী ঘটেছে? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা ১০ খবর, যা না পড়লে মিস করবেন অনেক কিছু। ওবিসি মামলা থেকে শুরু করে ভারতীয় আর্মির অপারেশন মহাদেব, কল্যাণী এক্সপ্রেসওয়ে কিংবা আমেরিকার সঙ্গে ভারতের চুক্তি, সবই হয়েছে আজ। চলুন একে একে দেখে নেওয়া যাক, আজকের সেরা ১০ খবর।

১০) মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড গড়লেন যোগী আদিত্যনাথ

যোগী আদিত্যনাথ ভেঙে দিল ৭২ বছরের রেকর্ড। হ্যাঁ, উত্তরপ্রদেশের একটানা দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড গড়লেন তিনি। ২০১৭ সালে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি টানা আট বছর চার মাস দশ দিন দায়িত্বে রয়েছেন, যা গোবিন্দ বল্লভ পন্তের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে। মাত্র ২৬ বছর বয়সে রাজনীতিতে পা রেখেছিলেন তিনি। আর টানা পাঁচবার গোরক্ষপুর থেকে লোকসভা সংসদ হয়েছেন। নরেন্দ্র মোদির পর তিনিও গেরুয়া শিবিরে এবার রেকর্ড গড়লেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) ওবিসি মামলায় সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি পেল রাজ্য সরকার

ওবিসি তালিকা সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে এবার বিরাট স্বস্তি পেল পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা হাইকোর্টের ১৭ জুনের স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে রাজ্যের করা মামলায় প্রধান বিচারপতি বি আর গাভাই প্রশ্ন করেন যে, কীভাবে হাইকোর্ট এক্সিকিউটিভ সিদ্ধান্তে স্থগিত দিতে পারে। এরপর শীর্ষ আদালত অন্তবর্তী স্থগিতাদেশ জারি করে হাইকোর্টের রায় কার্যকর হওয়া বন্ধ করে দেয়। আইনজীবী কবিল সিব্বল যুক্তি দেন যে, হাইকোর্টের রায়ে নিয়োগ ও প্রমোশন থমকে গিয়েছে। তবে সুপ্রিম কোর্ট জানায়, সংরক্ষণের জন্য আলাদা আইন প্রয়োজন হয় না। নির্বাহী নির্দেশ যথেষ্ট। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) ভারতীয় আর্মি চালাল অপারেশন মহাদেব, নিকেশ ৩ জঙ্গি

ভারতীয় আর্মির বিরাট সাফল্য। কাশ্মীরে দাচিগাম জঙ্গলে ভারতীয় সেনা এবং পুলিশ যৌথভাবে চালালো আজ অপারেশন মহাদেব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুরু হওয়া এই অভিযানে তিনজন জঙ্গিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর। অনুমান করা হচ্ছে, তারা পাকিস্তানের লস্কর-ই-তৈবার সদস্য। ড্রোনের সাহায্যে একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়েছে এবং অস্ত্র উদ্ধারের সম্ভাবনা দেখা যাচ্ছে। সোমবার সকাল ১১টা নাগাদ অভিযান শুরু হয়। গোয়েন্দা বিভাগ জানিয়েছে, সম্প্রতি প্রায় ১৫০ জন জঙ্গি সীমান্ত পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করেছিল। আর সেজন্যই আর্মির এই অভিযান। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) দুর্গাপূজার আগেই উদ্বোধন হবে কল্যাণী এক্সপ্রেসওয়ে

চলতি বছরের দূর্গা পূজা শুরুর আগেই চালু হতে চলেছে বহু প্রতীক্ষিত কল্যাণী এক্সপ্রেসওয়ে, যা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপন করবে। ১.৩ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডরটি জিরো পয়েন্ট এলাকাতেই নির্মিত হবে। যার ফলে কলকাতা থেকে কল্যাণী পৌঁছতে এখন সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। ২৫০০ কোটি টাকার এই প্রকল্পটি রাজ্যের সবথেকে বড় পরিকাঠামোগত উন্নয়ন হিসেবেই ধরা হচ্ছে। ৪ থেকে ৬ লেনের এই স্পিড করিডরটি বারাসাত, হাওড়া, নদীয়া, হুগলি থেকে শুরু করে বিভিন্ন জেলার সঙ্গে উত্তরবঙ্গমুখী যাতায়াতে বিরাট সুবিধা দেবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) ১ আগস্ট শুরু হচ্ছে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা

আগামী ১ আগস্ট, ২০২৫ থেকে চালু হচ্ছে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা (PM-VRBY)। আর এই প্রকল্পের মূল লক্ষ্য হল আগামী দুই বছরে ৩.৫ কোটির বেশি কর্মসংস্থান তৈরি করা, যার মধ্যে ১.৯২ কোটি মানুষ প্রথমবার চাকরিতে যোগ দেবে। সরকার প্রথমবার চাকরিপ্রার্থীদের ১৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেবে, আর নিয়োগকর্তরাও পাবে ইনসেন্টিভ। ইপিএফও কর্মীরা এই সুবিধা পাবে এবং তাদের বেতন ১ লক্ষ টাকার মধ্যে হতে হবে। আর এই প্রকল্পটি DBT মোডেই পরিচালিত হবে বলে জানা যাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফেরাচ্ছে মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে কর্মরত ২২ লক্ষ পরিযায়ী শ্রমিককে এবার রাজ্যে ফিরিয়ে আনার নির্দেশ দিল। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর হেনস্তার ঘটনা ঘটছে। আর সেজন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বোলপুরের এক প্রশাসনিক বৈঠকে তিনি জানিয়েছেন, বাংলায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে, আর শ্রমিকদের জন্য রেশন কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড, জব কার্ড সবকিছু দেওয়া হবে। রাজ্যসভার সংসদ সামিরুল ইসলামকে তালিকা তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) রাজ্য সড়কে গবাদি পশুর চলাচল রোধে বিরাট পদক্ষেপ পুলিশের

রাজ্যের রাস্তাগুলিতে গবাদি পশুর অবৈধ চলাচল রোধে এবার বিরাট পদক্ষেপ নিচ্ছে পুলিশ। পুরুলিয়া বরাকর রাজ্য সড়কে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। থানার পুলিশ গবাদি পশুর মালিকদের সতর্ক করতে এবার মাইকিং করেছে। জানানো হয়েছে যে, পশুদের রাস্তায় ছাড়া হলে প্রথমে সতর্ক করা হবে। আর এরপরেও যদি নিয়ম না মানা হয়, তাহলে মোটা অংকের টাকা জরিমানা করা হবে। রঘুনাথপুর পৌরসভাও আইনিভাবে পদক্ষেপ নিয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন পশুদের চিকিৎসার ব্যবস্থা নিয়েছে, আর সচেতনতার জন্য মাইকিং চালাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) দিল্লিতে পরিযায়ী শ্রমিকের স্ত্রী ও শিশুকে মারধর পুলিশের

দিল্লিতে এক বাঙালি পরিযায়ী শ্রমিকের স্ত্রী এবং শিশু পুত্রকে পুলিশ মারধর করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়ে এই ঘটনার ভিডিও পোস্ট করেছে, আর বিজেপির বিরুদ্ধে ভাষা সন্ত্রাস চালানোর অভিযোগ করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, শিশুটির কপালে আঘাত করা হচ্ছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি। ঘটনাটি মালদার চাঁচলের এক পরিবারের বলেই জানা যাচ্ছে। চাঁচল থানার পুলিশ এ নিয়ে তদন্তে নেমেছে। যদিও এখনো পর্যন্ত লিখিত অভিযোগ জমা পড়েনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে সতর্ক হল ভারত

জাপান, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক জটিলতা দেখে এবার সতর্ক হল ভারত। জাপান ৫৫০ মিলিয়ন ডলারের একটি চুক্তিতে লাভের ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলেছে। ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের সঙ্গেও চুক্তি কার্যকর হয়নি। তাই তারা উচ্চ শুল্ক নিয়ে উদ্বেগে পড়েছে। এ কারণে ভারতের বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে, আমেরিকার সঙ্গে কোনোরকম দ্বিপাক্ষিক চুক্তি করতে হলে সব কিছু ভেবে চিন্তেই করতে হবে। আগস্ট মাসে আমেরিকার প্রতিনিধি দল ভারতে আসবে। আর সেখানে প্রতিটি শর্ত খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) পদ্মার ইলিশ না পাওয়াতে নর্মদা ও মায়ানমারের উপর ভরসা বাংলার

পদ্মার ইলিশ না আসাতে এবছর বাঙালিরা ইলিশের সাধ মেটাচ্ছে গুজরাটের নর্মদা এবং মায়ানমারের ইলিশ দিয়ে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণেই পদ্মা থেকে এদেশে ইলিশ আসা বন্ধ হয়েছে। ফলে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে এখন ভিন রাজ্যের ইলিশ বিক্রি হচ্ছে। মাছ ব্যবসায়ীরা জানাচ্ছে যে, নর্মদার ইলিশের ওজন বেশি, আকারেও পদ্মার মতো। দাম কেজিতে ১২০০ টাকা হলেও চাহিদা কোনো অংশ কমেনি। গঙ্গা এবং রূপনারায়ণের ইলিশ ছোট হওয়ায় সেগুলির স্বাদ কম। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment