সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৪ অক্টোবর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। কলকাতায় দু’জনকে ধর্ষণ, রাজ্যের ওবিসি মামলা, PNB-তে ৬৪ লক্ষ টাকা স্ক্যাম, সব কিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) টানা ১২ দিন বন্ধ থাকবে ব্যান্ডেল-কাটোয়া লাইনের একাধিক ট্রেন
টানা ১২ দিন ধরে কাজ চালায় ব্যান্ডেল কাটোয়া লাইনে একাধিক ট্রেন বাতিল ও সময় পরিবর্তন করা হল। সম্প্রতি পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে, ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য হাওড়া ডিভিশনের ব্যান্ডেল-কাটোয়া শাখায় ধাত্রীগ্রাম স্টেশন লিমিট এবং সমুদ্রগড় স্টেশনের মধ্যে আপ লাইনে প্রতিদিন ৪ ঘন্টা ট্রাফিক ব্লক থাকবে। এজন্য ১৬ অক্টোবর বৃহস্পতিবার থেকে ২২ অক্টোবর শনিবার পর্যন্ত ৪ ঘন্টার জন্য কিছু ট্রেন বাতিল রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) আরজি কর কাণ্ডের অভিযোগ জানানো আখতার আলীর ইস্তফা
গত বছর আরজি কর কান্ডে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য ভিজিল্যান্স কমিশনকে লিখিত অভিযোগ জানিয়েছিলেন হাসপাতালে তৎকালীন ডেপুটি সুপার আখতার আলী। তবে হঠাৎ করে চাকরি থেকে ইস্তফা দিলেন তিনি। সোমবার ব্যক্তিগত কারণেই তিনি পদত্যাগ করলেন। জানা যায়, ২০২৩ সালে আর আরজি করের আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে রাজ্য ভিজিল্যান্স কমিশনকে চিঠি লিখতেই তাঁকে বদলি করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এমনকি আবারও বদলি হয়ে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ হাসপাতালে ডেপুটি সুপার হিসাবে কর্মরত ছিলেন। তবে সেখান থেকেই ইস্তফা দিলেন তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) হামাসে অপহৃত হওয়া নেপালি যুবকের মৃতদেহ ফিরল দু’বছর পর
হামাসের হাতে অপহৃত হয়েছিলেন নেপালের ছাত্র বিপিন জোশি। আর দীর্ঘ দু’বছর পর তাঁর মৃতদেহ ফেরত পাঠানো হলো ইজরায়েলে। জানা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় তাঁকে অপহরণ করা হয়েছিল। এমনকি সেখানে মোট ১৭ জনের মধ্যে দশজনকে খুন করা হয়। আর বিপিন জোশি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে গ্রেনেড ছুড়ে মারেন। তবে জঙ্গিরা তাঁকে তুলে নিয়ে যায়। আর বিপিনের বোন এবং মা তাঁর মুক্তির জন্য চেষ্টা চালিয়েছিল। তবে অবশেষে দু’বছর পর নেপালের এই নাগরিকের মৃতদেহ ফিরে আসলো। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৬৪ লক্ষ টাকার প্রতারণা
এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৬৪ লক্ষ টাকার প্রতারণার ঘটনা সামনে এল। হ্যাঁ, গ্রাহকদের অ্যাকাউন্ট থেকেই উধাও হয়ে গেল লক্ষাধিক টাকা। অভিযোগ উঠল ম্যানেজার ও স্থায়ী কর্মীর বিরুদ্ধে। জানা যাচ্ছে, সোমবার ফারাক্কায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখা খুলতেই গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অস্থায়ী কর্মী প্রবীর দত্ত দীর্ঘদিন ধরেই নাকি গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তছরুপ করছেন। এমনকি ব্যাঙ্কের আরও একজন স্থায়ী কর্মী সাথে রয়েছেন। আর আজ সকাল থেকেই বিক্ষেভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ফারাক্কা থানায় খবর দেওয়া হয়। এ বিষয়ে বর্তমানে তদন্ত চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) কলকাতায় পরপর দুই নাবালিকাকে ধর্ষণ
দুর্গাপুরের পর ফের কলকাতা। পরপর দুই নির্যাতিতাকে ধর্ষণ করার অভিযোগ উঠল। জানা যাচ্ছে, গত ২৮ সেপ্টেম্বর রবিবার পুজোর সময় গার্ডেনরিচে ধর্ষণের শিকার হয়েছিলেন এক নাবালিকা। এমনকি একবার নয়, একাধিক জায়গায় একাধিকবার নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে। আর পরিবার অভিযোগ করছে, বারবার ধর্ষণের কারণে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এদিকে গত রবিবার অর্থাৎ ১২ অক্টোবর গভীর রাতে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে গার্ডেনরিচের দক্ষিণ বন্দর এলাকায় আরও এক ধর্ষণ ঘটেছে। ১১ অক্টোবর নয় বছর বয়সী এক নাবালিকার উপরেই যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এক সোনার দোকানের ম্যানেজারের বিরুদ্ধে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) দুর্গাপুর কান্ডের মূল অভিযুক্তকে ধরিয়ে দিয়েছিল তার নিজের বোন
গত ১০ অক্টোবর শুক্রবার উড়িষ্যার বাসিন্দা দুর্গাপুরের মেডিকেল কলেজের ছাত্রী ক্যাম্পাসের বাইরে গণধর্ষিত হয়েছিল। ইতিমধ্যেই পুলিশ পাঁচজনকে এরেস্ট করেছে। তবে মূল অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় তার নিজের বোন। জানা যায়, মূল অভিযুক্ত তার বোনের সঙ্গে রাতের বেলা দেখা করে পালাতে চেয়েছিল। তবে তার বোন নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়েই পুলিশের কাছে দাদাকে ধরিয়ে দিল। পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর ধর্ষণ কান্ডে পঞ্চম অভিযুক্ত শফিককে গতকাল অর্থাৎ সোমবার রাতেই গ্রেফতার করা হয়েছে। বোন রোজিনার সাথে দেখা করে পালাতে চেয়েছিল অভিযুক্ত শফিক। তবে তার বোন চায়নি যে তার দাদা মুক্তি পাক। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) দেশে এবার থাকবে তিনটি সরকারি ব্যাঙ্ক
দেশে এবার মাত্র তিনটি সরকারি ব্যাঙ্ক থাকবে। বিরাট সিদ্ধান্তের পথে হাঁটছে কেন্দ্র সরকার। জানা যাচ্ছে, এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং কানাড়া ব্যাঙ্ক, এই তিনটি ব্যাঙ্ক ছাড়া সব ব্যাঙ্ক একত্রিত হবে। উল্লেখ্য, ২০১৭ সালে ২৭টি ব্যাঙ্ককে যুক্ত করে ১২ টিতে করেছিল কেন্দ্র। এবার দ্বিতীয় ধাপের সংযুক্তিকরণে সেই ১২টি ব্যাঙ্ককে ৩ টিতে করা হবে। অর্থাৎ, নয়টি ব্যাঙ্কের অস্তিত্ব থাকবে না। সূত্রের খবর, স্টেট ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হচ্ছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্ক। পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং ইন্ডিয়া ওভারসিজ ব্যাঙ্ক। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) নাগরিক আচরণের রিপোর্টে শীর্ষে বাংলা, প্রথম পাঁচে চমক
নাগরিকদের আচরণের রিপোর্টে চমক দিল বাংলা। হ্যাঁ, সম্প্রতি ইন্ডিয়া টুডে একটি ভারতের রাজ্যভিত্তিক নাগরিক আচরণের রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে শীর্ষ পাঁচের রাজ্যগুলির মধ্যে তিনটি বিজেপি শাসিত নয়। জানা যাচ্ছে, শীর্ষ পাঁচে রয়েছে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, দিল্লি এবং কেরালা। আর তলানিতে রয়েছে জন্মু ও কাশ্মীর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, ত্রিপুরা, মিজোরাম, সিকিম, গোয়া ইত্যাদি। মূলত নাগরিকদের আচরণ বলতে গেলে আবর্জনা ফেলা, পাবলিক ট্রান্সপোর্টে টিকিট ছাড়া ভ্রমণ, ইত্যাদির উপর ভিত্তি করেই এই রিপোর্ট তৈরি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) মিরিকে বন্যা পরিস্থিতি নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
মিরিকে গিয়ে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছেন মমতা। সেখান থেকেই শনিবার জানিয়ে দিলেন যে, মৃতদের পরিবারেকে আর্থিক সহায়তা থেকে শুরু করে চাকরি এমনকি আগামী সাত দিনের মধ্যেই অস্থায়ী সেতু নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি যারা ডকুমেন্ট হারিয়েছে, তাদের ক্যাম্পের মাধ্যমে ডকুমেন্ট তৈরি করে দেওয়া হবে। আর মিরিকে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গেও কথা বলেছেন তিনি। তাদের পাশে থাকার পরামর্শ দিয়েছেন। এমনকি পশুপতি ফাটকের কাছে লামাহাটার মতো একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলার আশ্বাস দিয়েছেন মমতা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ওবিসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টের ধাক্কা খেল রাজ্য
ফের সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা গেল রাজ্য। আগামী ৫ নভেম্বর পশ্চিমবঙ্গের ওবিসি সংক্রান্ত মামলা শুনানি হওয়ার কথা। চলতি সপ্তাহে মামলার শুনানির আবেদন জানাতে সুপ্রিম কোর্টের বিচারপতি বিয়ার গাভাইয়ের কাছে অনুরোধ করেছিলেন কপিল সিব্বল। তবে তাঁর অনুরোধ খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। কারণ, আদালতের তরফ থেকে জানানো হয়েছে, ৫ তারিখই মামলার শুনানি হবে। প্রসঙ্গত, ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিল রাজ্য। আর সেই মামলারই শুনানি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন