Top 10: কলকাতার প্লাস্টিক কারখানায় আগুন, পূর্ব রেলে নতুন লোকাল, পুলিশের ASI-কে মারধর! আজকের সেরা ১০ খবর

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ২৩ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। কলকাতার প্লাস্টিক কারখানায় আগুন, পূর্ব রেলের নতুন লোকাল ট্রেন, ট্রাফিক পুলিশের ASI-কে মারধর, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে দেখে নেওয়া যাক।

১০) আরজি কর কাণ্ডে জড়িত তৃণমূল বিধায়কের বাড়িতে CBI হানা

আরজি কর কান্ডের তদন্ত নিয়ে এবার তৎপর হয়েছে সিবিআই। সেই সূত্র ধরে আজ দুপুরে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি হানা দিল দুই আধিকারিক। জানা যাচ্ছে, মহিলা ধর্ষণ কান্ডের পর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে তখন সুদীপ্ত রায়কে সরিয়ে দেওয়া হয়েছিল। কারণ প্রশাসনিক অনিয়ম এবং বিভিন্ন দুর্নীতির সাথে নাকি তার নাম জড়িত ছিল। এমনকি গতবছরের সেপ্টেম্বর মাসেও তার বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছিল। সেই সময় শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিল যে, সে নাকি আরজি কর মেডিকেল কলেজের যন্ত্রপাতি নিজের নার্সিং হোমে নিয়ে গিয়েছিল। যদিও সেসব অস্বীকার করেছিলেন তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) আনন্দপুরের প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছারখার

পুড়ে ছারখার হয়ে গেল কলকাতার আনন্দপুরের গুলশান কলোনির প্লাস্টিক কারখানা। জানা গিয়েছে এক দুপুরের দিকে হঠাৎ করেই কারখানার ভিতরের কোনো দাহ্য বস্তু থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। খুব দ্রুত আগুনের লেলিহান শিক্ষা ছড়িয়ে পড়ে চারদিকে। স্থানীয় মানুষজন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনার। সবশেষে দুটি দমকল ইঞ্জিন এসে পরিস্থিতি সামাল দেয়, যদিও সরু গলির কারণে দমকল আসতে গিয়েও বিপাকে পড়ে। উল্লেখ্য, কিছুদিন আগেও কলকাতা মেডিকেল কলেজের গ্রীন বিল্ডিংয়ে আগুন লেগেছিল। সে সময় বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে জানা গিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) লিখিত পরীক্ষা পিছবে না এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশের পরও এসএসসি লিখিত পরীক্ষা পিছবে না। হ্যাঁ, কমিশন জানিয়েছে নির্ধারিত সময় অর্থাৎ ৭ এবং ১৪ সেপ্টেম্বরেই পরীক্ষা হবে। কিন্তু ফর্ম পূরণের সুযোগ আরও ১০ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। ২৩ আগস্ট সন্ধ্যা থেকে ২ সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এবং ফি জমা দেওয়া যাবে ১১ঃ৫৯ পর্যন্ত। ৩ সেপ্টেম্বর থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে বলে জানানো হয়েছে। সময়সূচি না বদলানোর কারণে পুজোর ছুটি এবং ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ শেষ করা হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) চালু হচ্ছে মালদা টাউন-দিঘা স্পেশাল ট্রেন

দুর্গাপূজা, দেওয়ালি ও ছট পুজো উপলক্ষে পূর্ব রেল মালদা টাউন-দিঘা স্পেশাল ট্রেন চালু করেছে। ট্রেন নম্বর ০৩৪৬৫/০৩৪৬৬ ২৭ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার চলবে। আর মালদা থেকে দুপুর ১ঃ১০-এ এই ট্রেনটি ছেড়ে রাত এগারোটায় দিঘায় পৌঁছাবে। ফেরার ট্রেন দিঘা থেকে রাত ১১:৪০-এ ছাড়বে এবং রবিবার সকাল ৯ঃ২০ মিনিটে মালদায় পৌছবে। পথে নিউ ফারাক্কা, পাকুর, সাঁইথিয়া, ডানকুনি, মেচেদা, তমলুক, কাথি স্টেশনে ট্রেনটি থামবে। এমনকি এই ট্রেনে ১৪টি কোচ থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) শিয়ালদা ডিভিশনে ফের ট্রাফিক ব্লক

শিয়ালদা ডিভিশনে ফের ট্রাফিক ব্লকের ঘোষণা করেছে পূর্ব রেল। ২৪ আগস্ট রাত ১২ঃ৪৫ থেকে ৩:১৫ পর্যন্ত ট্রামওয়ে টাইপ ওভারহেড ইক্যুইপমেন্টের কাজ চলবে। এর ফলে বিদ্যুৎ এবং ট্রাফিক ব্লক থাকবে। এতে কিছু ট্রেনে চলাচল নিয়ন্ত্রিত হবে। ২৩ আগস্ট ৩১৫৪২ শান্তিপুর-শিয়ালদা লোকাল ব্যারাকপুরে যাত্রা শেষ করবে এবং ২৪ আগস্ট ৩১৫১১ শিয়ালদা-শান্তিপুর লোকাল ব্যারাকপুর থেকে ছাড়বে। এর পাশাপাশি ২৪ আগস্ট ১৩১০৬ বালিকা-শিয়ালদা এক্সপ্রেস ১ ঘন্টা ১৫ মিনিট নিয়ন্ত্রিত থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ২৯ আগস্টের মধ্যেই জমা দিতে হবে SIR-র বিস্তারিত রিপোর্ট

দেশজুড়ে বিশেষ নিবিড় সংশোধন নিয়ে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্য ২২ আগস্ট চিঠি পাঠিয়ে ২৯ আগস্টের মধ্যে প্রস্তুতির বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। বিহারে প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে বিরোধীদের উদ্বেগ দিনের পর দিন বেড়েছে। পশ্চিমবঙ্গে ২০০২ সালের ভোটার তালিকা পুনঃপ্রকাশ করা হয়েছে এবং শূন্যপদ পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, বুথ প্রতি সর্বোচ্চ ১২ জন ভোটার থাকবে। আর এর ফলে বুথ সংখ্যা ৮০,৬৮০ থেকে বেড়ে ৯৪,০০০-এ পৌঁছবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) অনিল আম্বানির বাড়িতে সিবিআই হানা

মুম্বাইয়ে অনিল আম্বানির বাসভবনে সিবিআই হানা দিয়েছে এসবিআই-এর অভিযোগের ভিত্তিতে। ব্যাঙ্কের দাবি, রিলায়েন্স কমিউনিকেশনস লিমিটেডের মাধ্যমে প্রায় ৩০৭৩ কোটি টাকার প্রতারণা করা হয়েছে। আর আম্বানি গোষ্ঠীর মোট ঋণের পরিমাণ প্রায় ১৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। স্টেট ব্যাঙ্ক ২০২০ সালে সংস্থাটিকে স্ক্যামার বলে চিহ্নিত করলেও আদালতের কারণে অভিযোগ খারিজ করা হয়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সাময়িকভাবে অভিযোগ প্রত্যাহার করে দেওয়া হয়। কিন্তু ২০২৪ সালে আরবিআই-এর সার্কুলার অনুযায়ী ২০২৫ সালের জুন মাসের ফের ফ্রড ঘোষণা করা হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) পুলিশি নিষেধাজ্ঞায় হুঁশিয়ারি কুমোরটুলির মৃৎশিল্পীদের

পুজোর ঠিক আগেই কুমারটুলির মৃত শিল্পীরা পুলিশের নতুন নির্দেশের বিপাকে পড়েছেন। অভিযোগ উঠছে, পুলিশ হঠাৎ হানা দিয়ে জানাচ্ছে যে, প্রতিমা তৈরিতে থার্মোকল বা তার তৈরির দ্রব্য ব্যবহার করা যাবে না। শিল্পীরা দাবী করছে, লাখ লাখ টাকা বিনিয়োগ করার পর একমাস আগে এরকম নির্দেশ খুবই অন্যায়। আর এখন এসবের বিকল্প উপকরণ পাওয়া প্রায় অসম্ভব। অনেকে আতঙ্ক প্রকাশ করে বলছেন যে, পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। শিল্পীরা হুশিয়ারি দিয়েছেন যে, জোরজুলুম চললে কোনও প্রতিমা মন্ডপে যাবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) নতুন দুটি লোকাল ট্রেন চালু করল পূর্ব রেল

পূর্ব রেল কাটোয়া-বর্ধমান এবং আজিমগঞ্জ-কাটোয়া লাইনে নতুন দুটি ইমইউ লোকাল ট্রেন চালু করার ঘোষণা করেছে। যাত্রীদের চাহিদা এবং পূজোর ভিড় সামলাতে ২৩ আগস্ট থেকে কাটোয়া-বর্ধমান রুটে এক জোড়া নতুন ট্রেন চালু হচ্ছে। কাটোয়া থেকে দুপুর ১ঃ৫০ মিনিটে এই ট্রেনটি ছাড়বে এবং বর্ধমান পৌঁছবে ৩ঃ১০ মিনিটে। আর ফেরত ট্রেনটি ছাড়বে বিকেল ৪ঃ০০ সময়। পাশাপাশি ২৫ আগস্ট থেকে আজিমগঞ্জ-কাটোয়া ইএমইউ ট্রেনটি চলবে দুপুর ১২ঃ১০ মিনিটে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) ফারাক্কায় ট্রাফিক পুলিশের ASI-কে মারধর

মালদাহর নিউ ফারাক্কায় ট্রাফিক পুলিশের এএসআই তাপস ঘোষকে মারধর এবং প্রাণহানীর হুমকির অভিযোগ উঠল তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল শেখের বিরুদ্ধে। বর্তমানে পুলিশ তাকে গ্রেফতার করেছে। এএসআই জাতীয় সড়কে ভ্যান আটকাল ভ্যান চালক যখন মালিককে খবর দেয় ঠিক তখনই এই ঘটনা ঘটে। তারিকুল ঘটনাস্থলে পৌঁছে নিজেকে শাসক দলীয় নেতার পরিচয় দিয়েই পুলিশের গায়ে হাত তুলেছেন। পরে থানায় অভিযোগ জমা পড়লে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে তোলা হবে বলে জানা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment