Top 10: গুজরাটে ১৫ পাকিস্তানি আটক, ঘাটালে ফের বন্যা, যোগীর রাজ্যে পুলিশের এনকাউন্টার! আজকের সেরা ১০ খবর

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ২৪ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। গুজরাটে ১৫ পাকিস্তানি আটক, ঘাটালে ফের বন্যা, যোগীর রাজ্যে পুলিশের এনকাউন্টার, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে দেখে নেওয়া যাক।

১০) ট্রেন থেকে নিখোঁজ IIT খড়্গপুরে ভর্তি হতে যাওয়া তরুণ

শালিমার এক্সপ্রেস থেকে নিখোঁজ হয়ে গেল মহারাষ্ট্রের জলগাঁওয়ের ১৯ বছরের মেধাবী অর্জুন পাটিল। তিনি বাবার সঙ্গে আইআইটি খড়্গপুরে ভর্তি হতে যাচ্ছিলেন বলে খবর। চাকুলিয়া স্টেশনে মোবাইল চার্জে বসিয়ে টয়লেটে যাওয়ার পর থেকেই তাঁর আর খোঁজ মিলছে না। বাবা অভিযোগ করছে, অর্জুনকে নাকি অপহরণ করা হয়েছে। তবে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে যে, ওই নামে কোনো ভর্তির তথ্য মেলেনি। ফলে রহস্য আরো ঘনিয়ে আসছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) বসিরহাট সীমান্তে আটক উচ্চপদস্থ বাংলাদেশি পুলিশ অফিসার

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হাকিমপুর সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা আরিফুজ্জামান আটক হয়েছেন। শনিবার সন্ধ্যাবেলা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাকে বিএসএফেরা পাকড়াও করে এবং নথিপত্র সহ পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিনি রংপুর মেট্রোপলিটনে কর্মরত ছিলেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। শেখ হাসিনা ভারতের আসার পরই তিনি সাতক্ষীরা সীমান্তে পালান এবং একাধিকবার ভারতে প্রবেশ করার চেষ্টা করেন। আর অবশেষে তিনি ধরা পড়লেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) ভারতে আস্তে পারেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি

ভারতের আমন্ত্রণে প্রথমবার এদেশে আসতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নয়া দিল্লির ইউক্রেন দূতাবাস জানিয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তাঁর সফরের সম্ভাবনা থাকছে। যদিও দিনক্ষণ এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে চলতি বছরের শেষের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারত সফরে আসতে পারেন বলে খবর। ফলে জেলেনস্কির সফর কূটনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে। আর এতে ভারত-ইউক্রেনের সম্পর্ক আরো মজবুত হবে বলেই মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) চিকিৎসার নামে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ আসানসোলে

আসানসোলের লাইফ লাইন মাল্টি স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে এবার লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠল, তাও চিকিৎসকদের বিরুদ্ধে। রোগীদের পরিবার দাবি করছে, সঠিক চিকিৎসা না দিয়ে কেবলমাত্র অর্থ আদায়ের জন্য জোর করে রোগীদের ভর্তি করা হচ্ছে। চিকিৎসায় গাফিলতি এবং অবহেলার অভিযোগও তুলছে বহু পরিবার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক মহিলা হাসপাতাল পুড়িয়ে দেওয়ারও হুমকি দেয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোরকম প্রতিক্রিয়া দেয়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) ১.৫ লক্ষ টেট পরীক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ফাঁস

পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে আবারো নতুন বিতর্ক। এক অচেনা ওয়েবসাইট থেকে হঠাৎ করে প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থীর ব্যক্তিগত তথ্য যেমন রেজিস্ট্রেশন নম্বর, ভোটার আইডি কার্ড, রেজাল্ট, সার্টিফিকেট ডাউনলোডের অপশন আসছে। অথচ এটি কোনো সরকার অনুমোদিত ওয়েবসাইট নয়। চাকরিপ্রার্থীরা অভিযোগ করছে যে, এভাবে তথ্য ফাঁস হওয়া তাদের গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য বড়সড় হুমকি হতে পারে। এমনকি কোনো বড় জালিয়াতিচক্র এর সঙ্গে যুক্ত থাকতে পারে। তবে পর্ষদের চেয়ারম্যান বলেছে, এ নিয়ে তদন্ত হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) গুজরাতে ১৫ জন পাকিস্তানিকে পাকড়াও করল BSF

গুজরাটের কচ্ছ জেলায় আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতে প্রবেশ করার সময় ১৫ জন পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করেছে বিএসএফ। শনিবার রাত্রিবেলা কোরি খাঁড়ি এলাকায় টহল দেওয়া জওয়ানরা তাদের নৌকাগুলিকে আটকে দেয়। এমনকি তাদের কাছ থেকে ৬০ কেজি মাছ, ৯টি মাছ ধরার জাল, ডিজেল, বরফ রাখার পাত্র, একটি মোবাইল ফোন, খাবার এবং ২০০ পাকিস্তানি রুপি উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে যে, তারা পাকিস্তানের সিন্ধু প্রদেশের সুজাওয়াল জেলার বাসিন্দা। তবে কেন তারা ভারতে ঢোকার চেষ্টা করছিলেন, তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) স্ত্রীকে মারা অভিযুক্ত স্বামীকে এনকাউন্টার করল পুলিশ

গ্রেটার নয়ডারতে পণ্যের জন্য স্ত্রীর নিক্কিকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠল। অভিযুক্ত বিপিনকে অবশেষে রবিবার উত্তরপ্রদেশ পুলিশ এনকাউন্টারের মাধ্যমে গুলি করে আহত করেছে। পুলিশ জানিয়েছে, মেডিকেল পরীক্ষার পথে সে অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা করছিল। অভিযোগ উঠছে, গত বৃহস্পতিবার ছয় বছরের সন্তানের সামনেই বিপিন এবং তার পরিবার নিক্কিকে মারধর করে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। আর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিক্কির বাবা-মা দাবি করছে, মেয়েকে পরিকল্পনা করেই খুন করা হয়েছে। এমনকি তাঁর শিশু পুত্র ঘটনার সাক্ষ্য দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) TMCP-র প্রতিষ্ঠা দিবসে বাতিল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে পরীক্ষা বাতিল করে ৩০ আগস্ট করার সিদ্ধান্ত নিয়েছে। আর এ নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি অভিযোগ করছে, শাসকদলের ছাত্র সংগঠনের সুবিধা দিতেই এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে তৃণমূল ছাত্রদের দাবি, এটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সিদ্ধান্ত এবং সেদিন পরিবহন সমস্যা সম্ভাবনার কারণেই পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ছাত্রদের অনুরোধ মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) নন্দীগ্রামে তৃণমূলকে ১২-০ ব্যবধানে ভোটে হারাল বিজেপি

নন্দীগ্রামের বিরুলিয়া সমবায় নির্বাচনে বিজেপি এবার বিরাট সাফল্য পেল। ১২টি আসনের মধ্যে সবকটিতে জিতে তারা তৃণমূলকে ১২-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে। ভোটের আগে থেকে তৃণমূল এবং বিজেপির মধ্যে উত্তেজনা থাকলেও ফল প্রকাশে একতরফা জয় পেয়েছে গেরুয়া শিবির। বিজেপি কর্মীরা ঢাক-ঢোল বাজিয়ে রাস্তায় আনন্দ মিছিল নেমে পড়েছে। এক বিজেপি কর্মী দাবি করছে, এই লড়াই তৃণমূল বনাম বিজেপি নয়, বরং নন্দীগ্রামের আইসি বনাম বিজেপি ছিল। তৃণমূলের ভরাডুবিতে তাদের বিরাট ধাক্কা বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) টানা বৃষ্টিতে ফের বন্যা ঘাটালে

টানা বৃষ্টির জেরে ফের ঘাটাল মহকুমায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শিলাবতি এবং কেঠিয়া নদীর ভাঙ্গা বাঁধ দিয়ে জল ঢুকে চন্দ্রকোনা ১ এবং ২ ব্লকের বিস্তীর্ণ ধানের জমি তলিয়ে গিয়েছে। কৃষকরা এবছর ইতিমধ্যেই পাঁচবার বন্যার ধাক্কা সামলেছে। ফলে ফসল নষ্ট হয়ে চরম ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। আগেরবার শাকসবজি নষ্ট হলেও এবারে ধান ডোবার আতঙ্ক পুজোর আগে বড়সড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ক্ষতিপূরণ না পাওয়ার জন্যও কৃষকরা অভিযোগ করেছে। এমনকি আবহাওয়া দপ্তর আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পাশাপাশি শিলাবতীর জল বিপদসীমায় পৌঁছে গিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment