Top 10: চলন্ত অ্যাম্বুলেন্সে গণধর্ষণ, দিলীপ ঘোষের ভাইরাল ভিডিও, নরেন্দ্র মোদির কৃতিত্ব! আজকের সেরা ১০ খবর

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ থেকে শুরু করে রাজ্য-রাজনীতি কিংবা প্রযুক্তির জগৎ বা বিনোদন, আজকের দিনে কোথায় কী ঘটেছে? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়বে পড়লে মিস করবেন অনেক কিছু। দিলীপ ঘোষের ভাইরাল ভিডিও থেকে শুরু করে নরেন্দ্র মোদির মুকুটে নয়া পালক, কিংবা রেলের টিকিট বুকিং-এর নিয়ম বা চলন্ত অ্যাম্বুলেন্সে গণধর্ষণ, আজকের দিনে ঘটেছে সবকিছুই। চলুন একে একে শুরু করা যাক, আজকের সেরা ১০ খবর।

১০) ১০০০ কিমি. রেঞ্জের মিসাইল তৈরি করে বিরাট কীর্তি চীনের

প্রতিপক্ষের ঘুম উড়িয়ে দিল চীন। হ্যাঁ এবার ১০০০ কিলোমিটার রেঞ্জের এক বিধ্বংসী মিসাইল তৈরি করে গোটা বিশ্বকে চমক লাগিয়ে দিল বেজিং। জানা গিয়েছে, এবার তারা নির্মাণ করেছে একটি বিশাল এয়ার-টু-এয়ার মিসাইল, যার পাল্লা ৮০০ থেকে ১০০০ কিলোমিটার পর্যন্ত। আর এর গতি হবে Mach ৫ বা তারও বেশি। অর্থাৎ শব্দের গতিরও প্রায় পাঁচ গুণ। বর্তমানে বিশ্বে যে সমস্ত উন্নত এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র রয়েছে, তার মধ্যে শক্তিশালী হিসেবে রাশিয়ার R-37M এবং আমেরিকার AIM-174B-কেই ধরা হয়। তবে সেগুলিকেও টেক্কা দিচ্ছে চীনের এই প্রযুক্তি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) দিলীপ ঘোষের ভিডিও ভাইরাল?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখানো হচ্ছে এক ব্যক্তিকে, যাকে বঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষ হিসেবেই দাবি করছেন নেটিজেনরা। তবে দিলীপ ঘোষ এই ভিডিওকে সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্র বলেই উড়িয়ে দিচ্ছে। তার অভিযোগ, রাজনৈতিক চক্রান্ত এবং তার ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই সমস্ত করা হচ্ছে। এই ঘটনায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে তিনি অভিযোগ দায়ের করেছেন। আর ভিডিওটিকে ফেক বলে দাবি করে তিনি অভিযুক্তদের খুঁজে বের করে আইনি পদক্ষেপ নিতেও বলেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) স্নাতক স্তরে ভর্তির সময়সীমা বাড়াল রাজ্য সরকার

পশ্চিমবঙ্গ সরকার স্নাতক স্তরে ভর্তির সময়সীমা এবার ৩০ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিল। রাজ্যের কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া গত ১৭ জুন থেকে শুরু হয়েছিল। ওবিসি সংরক্ষণ মামলায় শুনানি বারবার পিছিয়ে যাওয়ার ফলে এবং বহু আসন ফাঁকা থাকার সম্ভাবনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ২৫ জুলাই পর্যন্ত মোট ৩.৫৬ লক্ষ ছাত্রছাত্রী নিজেদের নাম নথিভুক্ত করেছে। তবে এখনো অনেক আসন খালি। তাই ক্লাস শুরুর ক্ষেত্রে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) ফালাকাটার অঞ্জলি শীলের কাছে আসলো অসমের এনআরসি নোটিশ

বাংলায় বসবাস করেও হাতে আসলো অসমের এনআরসি ট্রাইবুনালের নোটিশ। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সত্যি হল। হ্যাঁ, ফালাকাটার ময়মনসিংহ পাড়ার গৃহবধূ অঞ্জলি শীলের হাতে শুক্রবার সকালে ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য একটি বিতর্কিত নোটিশ তুলে দেয়, যা নিয়েই শুরু হয় বিতর্ক। ওই নোটিশে অঞ্জলি দেবীকে অনুরোধ করা হয়েছিল যে, তার নাগরিকত্ব সংক্রান্ত ডকুমেন্ট এবং সমস্ত প্রমাণ অসমে গিয়ে জমা দিতে। কারণ তাদেরকে বহিরাগত হিসেবেই দাবি করা হচ্ছে। কিন্তু অঞ্জলী দেবী এ নিয়ে লড়তে প্রস্তুত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) সফলভাবে পরীক্ষা হল হাইড্রোজেন চালিত ট্রেন

ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের কোচ সফলভাবে পরীক্ষা করা হয়েছে চেন্নাইয়ের আইসিএফে। পরিবেশবান্ধব এই ট্রেনটি ১২০০ হর্স পাওয়ারের এবং আগস্টের শেষ নাগাদই ট্রাকে নামতে পারে। এর প্রথম ট্রায়াল রান হবে ভিলিভাক্কামে এবং সম্ভাব্য রুট হবে নর্দান রেলওয়ের জিন জিন্দ-সোনিপত। পাশাপাশি ট্রেনটির গতিবেগ হবে ঘন্টায় ১১০ কিলোমিটার। এই ট্রেনে আটটি কোচ এবং দুটি ইঞ্জিন থাকবে। রেলমন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে মোট ৩৫টি হাইড্রোজেন ট্রেন চালু করা হবে, আর প্রতিটির খরচ পড়বে ৮০ কোটি টাকা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) বিশ্বের সবথেকে সেরা নেতা নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদির মুকুটে নয়া পালক। বিশ্বের সবথেকে বিশ্বস্ত নেতার তালিকায় শীর্ষস্থান দখল করলেন ভারতের প্রধানমন্ত্রী। হ্যাঁ, মর্নিং কনসাল্ট গ্লোবালের এই তালিকায় ৭৫ শতাংশ অ্যাপ্রভাল রেটিং পেয়ে তিনি শীর্ষস্থান দখল করেছেন। অর্থাৎ, প্রতি চারজনের মধ্যে তিনজন মানুষ নরেন্দ্র মোদিকে বিশ্বস্ত বলেই মানেন। অন্যদিকে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার লি জে মিয়ং, তৃতীয় স্থানে রয়েছেম আর্জেন্টিনা জেভিয়ার মিলেই। আবার সবশেষে অর্থাৎ অষ্টম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প, যার অনুমোদনের হার ৪৪%। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) হটাৎ করেই গুরগাঁওয়ের চাকর-বাকর উধাও

হঠাৎ করেই গুজরাটের গুরগাঁও থেকে সমস্ত চাকর-বাকর উধাও হয়ে গেল। হ্যাঁ, গুরগাঁওয়ের অভিজিত আবাসন এলাকা আরডি সিটিতে হঠাৎ করেই নেমে আসলো যেন নীরবতা। স্থানীয় বাসিন্দারা বলছে, সমস্ত কাজের মাসিরা নিখোঁজ। ফোনও সুইচড অফ। ঝাড়ুদারাও আসছে না। আমরা কি করব, কিছু বুঝতে পারছিনা। তবে রিপোর্ট বলছে যে, এই ঘটনার পেছনে পুলিশি অভিযান রয়েছে। কারণ গুরগাঁও পুলিশ এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সম্প্রতি বাংলাদেশ ও মায়ানমার থেকে আগত গৃহকর্মীদের সন্ধানে সেখানে তল্লাশি চালায়। আর সেজন্যই সমস্ত গৃহকর্মীরা ওই জায়গা ছেড়ে পালিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) বদলে গেল রেলের টিকিট বুকিং-এর নিয়ম

বদলে গেল রেলের এমার্জেন্সি কোটার টিকিট বুকিং-এর নিয়ম। এবার থেকে আর ট্রেন ছাড়ার আগে টিকিট বুকিং করা যাবে না। বরং একদিন আগে থেকেই বুকিং করতে হবে। কারণ শেষ মুহূর্তের অনুরোধে চার্ট প্রস্তুত করতে এতদিন ঝক্কি পোহাতে হত। ওয়েটিং লিস্টে যারা থাকত, তাদের টিকিট কনফার্ম হত না। অনেক ক্ষেত্রে তো এমার্জেন্সি কোটার অপব্যবহার করা হত। আর সেই সমস্যা সমাধান করতেই রেল সিদ্ধান্ত নিয়েছে, ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে চার্ট তৈরি করতে হবে। আর এমার্জেন্সি কোটার টিকিট একদিন আগে বুকিং করতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) চলন্ত অ্যাম্বুলেন্সে গণধর্ষণ বিহারে

বিহারের গয়ার বোধগয়ায় ঘটল এক অমানুষিক ঘটনা। চলন্ত অ্যাম্বুলেন্সে ২৬ বছর বয়সী এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। হ্যাঁ, ভুক্তভোগী হোম গার্ড নিয়োগে অংশ নিতে এসেছিল। তবে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে মগধ মেডিকেলে পাঠানো হয়। আর হাসপাতালে পৌঁছনোর সময় তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন। জ্ঞান ফেরার পর তিনি জানান যে, অ্যাম্বুলেন্সে তাকে ধর্ষণ করা হয়েছে। আর পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে চালক বিনয় কুমার এবং টেকনিশিয়ান অজিত কুমারকে গ্রেফতার করেছে। অভিযোগ উঠছে, মোট ৩-৪ জন ছিল এবং তাঁর উপর শারীরিক নিগ্রহ চালানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) কলকাতা পুরসভার অধিবেশনে বাধ্যতামূলক বাংলা ভাষা

কলকাতা পৌর নিগমের অধিবেশনে বাংলা ভাষায় প্রশ্ন এবং উত্তর বাধ্যতামূলক করেছে তৃণমূল সরকার। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের বিরুদ্ধে আগামী ২৭ জুলাই থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন। কলকাতা পৌরসভার চেয়ার পার্সন মালা রায় জানিয়েছেন যে, কাউন্সিলর শুধুমাত্র বাংলা ভাষায় প্রশ্ন করবে। আর মেয়র পরিষদরাও বাংলাতেই উত্তর দেবেন। এই সিদ্ধান্তকেই বিজেপি কটাক্ষ করে বলেছে যে, এটি নির্বাচনের নাটক, আর রাজ্যকে ভাষার নামে ভাগ করার কোনও চক্রান্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment