Top 10: টেট উত্তীর্ণদের বিক্ষোভ, ভারতের এশিয়া কাপ স্কোয়াড, MBBS-এ ভর্তি প্রক্রিয়া স্থগিত! আজকের সেরা ১০ খবর

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ১৯ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। সিঙ্গুরের নার্সের ফাঁস লেগে মৃত্যু, টেট উত্তীর্ণদের বিক্ষোভ, এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা, MBBS-এ ভর্তি প্রক্রিয়া স্থগিত, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে দেখে নেওয়া যাক।

১০) ফাঁস লেগে মৃত্যু হয়েছে সিঙ্গুরের নার্সের, রিপোর্ট ময়নাতদন্তে

সিঙ্গুরে নার্স দিপালী জানার অস্বাভাবিক মৃত্যুর ময়নাতদন্তে জানা গিয়েছে যে, গলায় ফাঁস দিয়ে নাকি তিনি আত্মহত্যা করেছেন। শরীরে কোনোরকম শারীরিক নির্যাতনের চিহ্ন নেই। হ্যাঁ, কল্যাণী AIIMS-এ তিন ঘন্টা ধরে ময়নাতদন্ত শেষ হওয়ার পর পরিবারের কাছে তাঁর দেহ হস্তান্তর করা হয়। গত ১৩ আগস্ট রাত্রিবেলা তাকে নিজের কর্মস্থলে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবার খুনের সন্দেহ প্রকাশ করলে পুলিশ প্রাথমিকভাবে মানসিক চাপ এবং প্রেমে জটিলতার কারণে আত্মহত্যা বলেই চালিয়ে দিয়েছিল। তবে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। তাঁরা হলেন নার্সিংহোমের মালিক এবং দিপালীর প্রেমিক। তাদের বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) কাজিরাঙার সবথেকে বয়স্ক হাতিনী মোহনমালার মৃত্যু

আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের সবথেকে বয়স্ক হাতিনী মোহনমালার ৮৫ বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যু হল। ১৯৭০ সালের পার্কে আনা মোহনমালা কয়েক দশক ধরে টহল, সাফারি এবং সংরক্ষণে বড়সড় ভূমিকা রেখেছিল। দুটি শাবকেরও জন্ম দিয়েছিল সে। তবে কেউই এখন বেঁচে নেই। জানুয়ারি মাস থেকে অসুস্থ থাকায় চিকিৎসাধীন অবস্থায় ছিল। বিশেষজ্ঞদের চিকিৎসায় কিছুটা আয়ু বাড়লেও শেষ রক্ষা হল না। মৃত্যুর সময় বনকর্মী এবং চিকিৎসকরা সংশ্লিষ্ট এলাকায় উপস্থিত ছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) চাকরির দাবিতে ফের সল্টলেকে টেট উত্তীর্ণদের বিক্ষোভ

ফের সল্টলেকের করুণাময়ীতে চাকরিপ্রার্থীদের উত্তাল বিক্ষোভ। ২০২২ সালের টেট উত্তীর্ণরা শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে মিছিলে নামলে পুলিশের বাধার মুখে পড়ে ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ উঠছে, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের টেনে সরিয়ে দেওয়া হয়, এমনকি কয়েকজনকে পুলিশ ভ্যানে তোলা হয় ও একাধিক প্রার্থী অসুস্থ হয়ে পড়েন। প্ল্যাকার্ড, ব্যানার হাতে করুণাময়ীতে বিক্ষোভে প্রচুর যানজট সৃষ্টি হয়। চাকরিপ্রার্থীরা অভিযোগ করেন যে, টেটের ফল প্রকাশ হলেও ইন্টারভিউ এর নোটিশ দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও উঠছে সমালোচনা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই

বিসিসিআই এবার এশিয়া কাপের জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করে ফেলল। আর সেই দলের অধিনায়ক হলেন সূর্যকুমার যাদব এবং সহ অধিনায়ক শুভমন গিল। কিন্তু দলে সুযোগ পাননি শ্রেয়স আয়ার, কে এল রাহুল, ঋষভ পন্থের মতো প্লেয়াররা। উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব সামলাবেন সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মা। মিডিল অর্ডারে থাকছেন সূর্য, হার্দিক, দুবে, অক্ষর ব্যাটেল, তিলক ও অভিষেক শর্মা। আর বোলিং বিভাগ সামলাবে বুমরা, অর্শদ্বীপ এবং হরসিত রানা। দল থেকে বাদ পড়েছেন শামি। উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) ১২ বছর পর সারদা কান্ডে বেকসুর খালার সুদীপ্ত-দেবযানীর

সারদা কাণ্ডে এবার বড়সড় রায় দিল ব্যাঙ্কশাল আদালত। ২০১৩ সালের গ্রেফতার হওয়া সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে মঙ্গলবার তিনটি মামলায় বেকসুর খালাস করে দেওয়া হল। হ্যাঁ, আদালত জানিয়েছে, প্রতারণার অভিযোগ প্রমাণে সরকারের পক্ষ ব্যর্থ হয়েছে। আর ৫০ জন সাক্ষীর মধ্যে মাত্র ১৫ জন হাজির হয়েছিলেন। তাতেও অভিযোগের কোনো সমর্থন মেলেনি। কিন্তু তারা এখনো পর্যন্ত জেলমুক্ত নন। কারণ এখনো তাদের বিরুদ্ধে ২৫০টি মামলা বাকি, যার মধ্যে বহু মামলাতে জামিন মেলেনি। সিবিআই এবং ইডির মামলাও এই তালিকায় রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) বুলা চৌধুরীর পর ফের চাঞ্চল্যকর চুরি কোন্নগরে

বুলা চৌধুরীর পর এবার ফের চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটে গেল হুগলির কোন্নগরে। নাট্যশিল্পীর বাড়ি থেকে সোমবার সন্ধ্যাবেলা তালা ভেঙে সোনার গয়না ও নগদ টাকা উধাও হয়ে গিয়েছে। বাড়ি ফাঁকা থাকাতেই দুঃসাহসিক চুরি চালানো হয় বলে পুলিশ অভিযোগ করছে। পরিবারের গতিবিধি হয়তো আগে থেকেই নজরে রাখছিল তারা। এই ঘটনায় গোটা এলাকা আতঙ্কিত। পুলিশের ভূমিকা নিয়েও নানারকম প্রশ্ন উঠছে। এর আগে ১৫ আগস্ট বুলা চৌধুরীর বাড়ি থেকে পদ্মশ্রী পুরস্কার সহ বেশ কিছু পদক ও গয়না চুরি গিয়েছিল, যা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করা সম্ভব হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) দীঘা-পাঁশকুড়া লোকালের সময়সীমা বাড়ানো হলো

দক্ষিণ-পূর্ব রেল পর্যটকদের সুবিধার্থে এবার দীঘা-পাঁশকুড়া রুটের লোকাল ট্রেনের সময়সীমা বাড়িয়ে দিল। এপ্রিল মাস থেকে চালু হওয়া এই পরিষেবা আগে ৯ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে এবার তা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। হ্যাঁ, বিজ্ঞপ্তি অনুযায়ী ০৮১১৭ আপ ট্রেন প্রতিদিন সকাল ৭ঃ০০ টাই পাঁশকুড়া স্টেশন থেকে ছেড়ে ৯ঃ২০ মিনিটে দীঘাতে পৌঁছবে। আর ০৮১১৮ ডাউন ট্রেনটি সকাল ৯ঃ৩০ মিনিটে ছেড়ে ১১ঃ৫০ মিনিটে পাশকুড়া স্টেশনে পৌঁছবে। দীঘা ছাড়াও মন্দারমনি এবং তাজপুরগামী যাত্রীরা এতে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) গোটা ভারতে NEET পরীক্ষায় প্রথম স্থানাধিকারী আসানসোলের যুবক

আসানসোলের জেকে নগরের কল্যাণ চট্টোপাধ্যায় NEET UG 2025 পরীক্ষায় গোটা ভারতে প্রথম স্থান অধিকার করে ফেলেছে। রিভিউ রেজাল্টের পর তার নাম সবার শীর্ষে আসে। ৭২০-এর মধ্যে ৬৮৬ নম্বর পেয়ে পদার্থবিদ্যা, রসায়ন ও জীববিজ্ঞানে ৯৯%-এর বেশি নম্বর অর্জন করে ফেলেছে সে। পরিবার এবং শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে কল্যাণ জানিয়েছে যে, প্রতিদিন মোটামুটি ৭ থেকে ৮ ঘন্টা পড়াশোনা করত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু খুব শীঘ্রই তার সঙ্গে ভার্চুয়ালি কথা বলবেন বলে খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) BLA-দের তথ্য নিয়ে কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে তৃণমূলের মামলা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন মাত্র আর এক বছর বাকি। আর সেজন্য বুথ লেভেল এজেন্টদের তথ্য তলব করায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে তৃণমূল মামলা করেছে। মামলাটি দায়ের করা হয়েছে দলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি ও প্রাক্তন সংসদ শুভাশিস চক্রবর্তীর পক্ষ থেকে। তিনি দাবি করছে, ভোটের এখনো অনেক দেরি। এখনই এই তথ্য চাওয়া কমিশনারের নিয়মের বাইরে। দ্রুত শুনানির আর্জি জানালেও বিচারপতি অমৃতা সিনহা তা খারিজ করে দেন। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে। কমিশনের যুক্তি, বিশেষ নিবিড় সমীক্ষা চলাকালীন অস্বাভাবিকতা ঠেকাতে তালিকা প্রয়োজন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) রাজ্য সরকার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলে MBBS-এ ভর্তি প্রক্রিয়া

পশ্চিমবঙ্গ সরকার অনির্দিষ্টকালের জন্য এমবিবিএস এবং ডেন্টাল প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দিল। স্বাস্থ্য শিক্ষা দপ্তর কর্তৃক জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত WB NEET UG মেডিকেল ডেন্টাল কাউন্সিলিং হবে না। সূত্র বলছে, ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার আইনি জটিলতার কারণেই হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এর ফলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তা বলা চলে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সরকারের পদক্ষেপকে কারণহীন বলেই সমালোচনা করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment