সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্য রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজকের দিনে কোথায় কী ঘটেছে? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা ১০ খবর, যা না পড়লে মিস করবেন অনেক কিছু। ডিএ মামলার শুনানি পিছনো থেকে শুরু করে পহেলগাঁও হামলার আসল রহস্য কিংবা ১০০০ টাকার নতুন কয়েন বা বিয়ে না করায় কুপিয়ে খুন, সবই হয়েছে আজ। চলুন একে একে শুরু করা যাক, আজকের সেরা ১০ খবর
১০) আবারো পিছল ডিএ মামলার শুনানি
পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলার শুনানি আবারো পিছল। সুপ্রিম কোর্টে রাজ্যের পক্ষ থেকে অভিষেক মনু সিংভি জানিয়ে দিলেন, বকেয়া হিসেব করতে একটি কমিটি গঠন করা হয়েছে। আর তার জন্য আরো দু’মাস সময় লাগবে। তবে আদালত সময় না দিলেও মামলাটি গুরুত্ব সহকারে দেখবে বলে জানিয়েছে। এর আগে ২৭ জুনের মধ্যে অন্তত ২৫% ডিএ দেওয়ার কথা ছিল। তবে সেই নির্দেশ রাজ্য মানেনি। মামলাকারীদের তরফ থেকে এবার ১০০% বকেয়া দেওয়ার দাবি জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) পহেলগাঁও হামলার আসল তথ্য ফাঁস হল
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ জন হিন্দু পর্যটক প্রাণ হারিয়েছে। এই তদন্তে উঠে এসেছে পাকিস্তানের লস্কর-ই-তৈবার ৩ জঙ্গির নাম। তাঁরা হলেন সুলেমান শাহ, আবু হামজা ও ইয়াসির। ২০২২ সালে গুরেজ সেক্টর পেরিয়ে তারা ভারতে ঢুকেছিল এবং পহেলগাঁওতে এক কুঁড়েঘরে নাকি লুকিয়ে ছিল। তাদের আশ্রয় দিয়েছিল স্থানীয় দুই ব্যক্তি। ২৮ জুলাই দাচিগাম অরণ্যে ভারতীয় সেনার অপারেশন মহাদেবে তারা নিহত হয়েছে। আর অভিযানে পাকিস্তানি ভোটার আইডি, স্যাটেলাইট ফোন, খাবার এবং চকলেট উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) বাংলা ভাষা নিয়ে ফের বিতর্কে অমিত মালব্য
বাংলা ভাষা নিয়ে ফের বিতর্কে জড়িয়েছে বিজেপি নেতা অমিত মালব্য। দিল্লী পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা বলে তৃণমূল সহ বিভিন্ন মহল প্রতিবাদ জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে। এই বিবৃতিতে অমিত মালব্য বলেছেন, বাংলা বলে কোনোরকম ভাষা নেই। এটা বাঙালি জাতির ভাষণশৈলী শুধুমাত্র। তিনি দিল্লি পুলিশকেই সমর্থন করে বলেছেন, অনুপ্রবেশকারীদের ভাষার ভিন্নতা লক্ষ্য করে এরকম উল্লেখ করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) মাওবাদীদের বনধের দিন জঙ্গলমহলে থেমে গেল দিল্লিগামি রাজধানী এক্সপ্রেস
রবিবার রাতে মাওবাদীদের বনধের দিনে জঙ্গলমহলের গড়বেতার কাছে শিলাই হল্টে করেই বিকট শব্দে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনটি থেমে যায়। ভুবনেশ্বর থেকে রওনা দেওয়া এই ট্রেনটির বিকট শব্দ শুনে পিয়ারডোবা স্টেশন খবর পাঠানো হয় এবং ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকে। দ্রুত রেল পুলিশের স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটিকে ছেড়ে দেওয়া হয়। রেলের এসআরপি দেবশ্রী সান্যাল জানিয়েছেন, কোনোরকম ক্ষতি হয়নি এবং ফরেনসিক দল তদন্ত করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) প্রধানমন্ত্রী উন্মোচন করল ১০০০ টাকার নতুন কয়েন
রাজা রাজেন্দ্র চোলের নৌ অভিযানের ১০০০ বছর পূর্তি উপলক্ষে ২৭ জুলাই গঙ্গাইকোন্ডা চোলাপুরমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০০০ টাকার একটি বিশেষ স্মারক কয়েন উন্মোচন করেছেন। আর এই মুদ্রার প্রস্তাব দিয়েছে গঙ্গাইকোন্ডা চোলাপুরম ডেভেলপমেন্ট কাউন্সিল চেয়ারম্যান আর কোমাগান। কয়েনটির এক পাশে অশোক স্তম্ভ, ইন্ডিয়া এবং ভারত লেখা, আর সংখ্যায় ১০০০ মুদ্রিত। আর অন্যপাশে ঘোড়ায় রাজা রাজেন্দ্র চোল এবং একটি জাহাজের চিত্র রয়েছে। এটি মূলত স্মারক মুদ্রা হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) গঙ্গাস্নান করার জন্য ১০ টাকা করে টিকিট
শ্রাবণ মাসে তারকেশ্বর যাওয়ার সময় হাজার হাজার ভক্ত শেওড়াফুলি বা নিমাই তীর্থ ঘাটে গঙ্গাস্নান করেন। তবে এবার সেই ভক্তদের কাছেই মাথাপিছু ১০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠল। ফেসবুকে ভাইরাল একটি ভিডিওতে সুরাজ মল্লিক নামের এক ব্যক্তি অভিযোগ করেছেন যে, উন্নয়নের নাম করে গঙ্গাস্নানের জন্য ১০ টাকা করে নেওয়া হচ্ছে একেবারে তোলাবাজির মতো। তিনি তৃণমূল সরকারের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। টাকা পয়সার লেনদেনে সবাই ক্ষোভ উগড়ে দিচ্ছেন। ভিডিওটিতে ১০ টাকার একটি টিকিটও দেখানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) ধর্ম পরিবর্তন ও বিয়ে না করায় কুপিয়ে খুন এক মহিলাকে
মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার নাওয়াড়া গ্রামে ৩৫ বছরের ভাগ্যশ্রী নামের এক মহিলা ধর্মান্তরের প্রস্তাব এবং বিয়ের জন্য রাজি হয়নি। ফলে তাকে নৃশংসভাবে খুন করল শেখ রইস নামের এক ব্যক্তি। অভিযুক্ত মহিলার ঘরে ঢুকেই গলা কেটে ছুরি মেরে তাকে হত্যা করা হয়েছে। মৃতার দিদি জানিয়েছে, আগে রইস বোনকে মারধর করতেন এবং ধর্মান্তরের জন্য চাপ দিতেন। ভাগ্যশ্রী থানায় অভিযোগ করলেও পুলিশ অভিযুক্তকে তখন ছেড়ে দিয়েছিল। তবে আর ঘটনার পর অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) আরো বিপাকে পড়ল শেখ শাহজাহান
সন্দেশখালিতে তিন বিজেপির কর্মী খুনের মামলায় আরো বিপাকে পড়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। ২০১৯ সালে প্রদীপ, সুকান্ত এবং নিখোঁজ দেবদাস মন্ডলের ঘটনায় সিবিআই তদন্ত করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। আর সেই রায়কে চ্যালেঞ্জ করেছিল শাহজাহান। কিন্তু ডিভিশন সিঙ্গেল বেঞ্চ আগের রায়েয় অনড় থাকল। সিবিআই-এর যুগ্ম আধিকারিক সিট গঠন করে তদন্ত চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে চার্জসিটে নাম থাকলেও পড়ে বাদ পড়েন শাহজাহান। এ নিয়েই উঠেছে প্রশ্ন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) একাধিক ট্রেন বাতিল দক্ষিণ-পূর্ব রেলে
দক্ষিণ-পূর্ব রেলওয়ে জানিয়েছে, আদ্রা ডিভিশনে উন্নয়নমূলক কাজের কারণে আজ অর্থাৎ ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে। জানা যাচ্ছে, ৮টি ট্রেন সম্পূর্ণ হবে। আর দুটি ট্রেন পরিবর্তিত রুটে চলবে। পাশাপাশি কিছু ট্রেন শর্ট টারমিনেট করা হয়েছে। বাতিল ট্রেনগুলির মধ্যে রয়েছে 8019/18020, 68079/68080, 68090/68089 ও 68046/68045। পাশাপাশি ৫ আগস্ট 68056/68060 ট্রেনটি শুধুমাত্র আদ্রা স্টেশন পর্যন্তই চলবে। এর ফলে ভোগান্তিতে পড়বে আদ্রা ডিভিশনের নিত্যযাত্রীরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) আমার পাড়া আমার সমাধান নিয়ে প্রথম দিনই বিপাক
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প আমার পাড়া আমার সমাধান শুরু হতেই পড়ে গেল শোরগোল। স্থানীয়রা দীর্ঘদিনের বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ৩৫ বছর ধরে চকরাজপুর থেকে আকালপৌষ পর্যন্ত রাস্তা পড়ে রয়েছে বেহাল অবস্থায়। বহুবার প্রশাসনকে জানানো হলেও কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়নি। কুমারশান্ডা স্কুলের ছাত্রছাত্রীরা এই রাস্তার কারণে বিপাকে পড়ছিল বলে জানিয়েছে প্রধান শিক্ষক। নতুন প্রকল্পে রাস্তা অন্তর্ভুক্ত করা হয়েছে, যদিও তাতে আন্দোলন কমছে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন