Top 10: তৃণমূল কর্মীকে খুন, লোকসভায় আয়কর বিল পাস, হাইকোর্টের সামনে আত্মহত্যার চেষ্টা! আজকের সেরা ১০ খবর

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ১১ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। তৃণমূল কর্মীকে গুলি করে খুন, লোকসভায় আয়কর বিল পাস, বন্যার আশঙ্খা বাংলাদেশে, হাইকোর্টের সামনে মহিলারা আত্মহত্যা, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে শুরু করা যাক।

১০) তৃণমূল কর্মীকে পিছন থেকে গুলি করে খুন

বাঁকুড়ার সোনামুখীতে তৃণমূল বুথ কনভেনার কনভেনার সেকেন্দার খাঁ অরফে সায়ন খাঁকে গতকাল রাত নটার সময় বাড়ি ফেরার পথে পিছন থেকে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা। হ্যাঁ, মাথা এবং পিঠে গুলে লেগেছে তাঁর এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তৃণমূল মূলত বিজেপি ও সিপিআইএম-এর বিরুদ্ধে পরিকল্পিত অভিযোগ তুলছে। বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলেই দাবি করা হচ্ছে। এদিকে এলাকায় ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা। পুলিশ তদন্ত শুরু করেছে। এর আগে মার্চ মাসে একই গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গুলি চলেছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) চার আধিকারিককে সাসপেন্ড করল নির্বাচন কমিশন

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে চার আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে এবং এফআইআর করার বদলে রাজ্য সরকার দুইজনকে নির্বাচনের দায়িত্ব থেকেই সরিয়ে দিয়েছে। রাজ্য সরকার কমিশনকে জানিয়েছে যে, অভ্যন্তরীণ তদন্ত চলছে আর রিপোর্টের পর পদক্ষেপ নেওয়া হবে। সরানো হয়েছে পূর্ব মেদিনীপুরের AERO সুদীপ্ত দাস এবং দক্ষিণ ২৪ পরগনার ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে কমিশনকেই আক্রমণ করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) ধ্বনি ভোটের ভিত্তিতেই পাস হল আয়কর বিল

লোকসভায় কোনোরকম আলোচনা ছাড়াই মাত্র তিন মিনিটের মধ্যেই ধ্বনি ভোটের ভিত্তিতে আয়কর বিল ২০২৫ এবং সংশোধনী বিল পাস হল, যা নিয়ে বিরোধীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। নতুন আয়কর প্রক্রিয়াকে সহজ এবং স্বচ্ছ করতেই এই বিল পাস করা হয়েছে। এতে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে ছাড় এবং ইউনিফাইড পেনশন স্কিমে পুরনো এনপিএস-এর কর ছাড়ের সুবিধা ঘোষণা করা হয়েছে। বিরোধীরা নিয়ম ভঙ্গের অভিযোগ তুললেও সরকার বলছে যে, দীর্ঘ পর্যালোচনার পরেই এই পদক্ষেপের পথে হাঁটা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) ভারতীয় হাই কমিশনের সংবাদপত্র, জল, গ্যাস পরিষেবা বন্ধ করল পাকিস্তান

পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় হাই কমিশন এবং কূটনীতিবিদদের বাসভবনের জল, গ্যাস, সংবাদপত্রসহ একাধিক মৌলিক পরিষেবা বন্ধ করে নজরদারি বাড়ানো হয়েছে। অনুমতি ছাড়া বাসভবনে প্রবেশের ঘটনা ঘটছে দিনের পর দিন। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতে ডিলাররা এই সরবরাহ বন্ধ করেছে বলে অভিযোগ উঠছে। পাল্টা নয়াদিল্লি পাকিস্তানের কূটনীতিবিদদের সংবাদপত্র সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে স্থানীয় নেতাদের মধ্যে দিনের পর দিন চাপ সৃষ্টি হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) জলস্তর বাড়ছে ফারাক্কার, বন্যার কবলে বাংলাদেশ

ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে গঙ্গার জলস্তর বিপদসীমা ছাড়িয়ে ফারাক্কা ব্যারেজের প্রায় ২৭.১০ মিটার পৌঁছে গিয়েছে। ফলে মুর্শিদাবাদ ও বাংলাদেশে বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে। অতিরিক্ত জলপ্রবাহের কারণে ব্যারেজ থেকে জল ছাড়া অনিবার্য হতে পারে। আর রঘুনাথগঞ্জে জারি হয়েছে লাল সর্তকতা এবং বাংলাদেশের জলসম্পদ মন্ত্রককে আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা বর্তমানে এলাকা পরিদর্শন করেছেন এবং নদীর পাড়ের গ্রামে জল ঢুকে পড়া মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ৫০০ বর্গফুট জায়গাতেই হবে বাড়ি

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাড়ি নির্মাণের নিয়ম শিথিল করে ৫০০ বর্গফুট জায়গায় এবার বাড়ি তৈরীর অনুমতি দিয়ে দিল। হ্যাঁ, মিনিমাম জমির শর্ত বাতিল করা হয়েছে। সোমবার নবান্নের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ছোট জমির ক্ষেত্রে দমকলের খোলা জায়গার নিয়ম আর প্রযোজ্য হবে না। এমনকি আবেদন সম্পূর্ণ অনলাইনেই হবে। আবেদনের পর ১৫ দিনের মধ্যেই সমীক্ষা সম্পন্ন হবে এবং বারি তৈরির কাজ শুরু হবে। কলকাতায় বর্তমানে এই কাজ শুরু হলেও নিম্নবিত্তদের স্বপ্ন পূরণে এই নীতি রাজ্যের অনেক পৌরসভায় কার্যকর করা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) কলকাতা হাইকোর্টের সামনে তিন মহিলার আত্মহত্যার চেষ্টা

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের E গেটের সামনে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় তিন মহিলা যথাঃ পূর্ণিমা হালদার, সুতিষ্ণা সাঁপুই ও বন্দনা নস্কর কেরোসিন তেল ঢেলে নিজেদেরকে আত্মহত্যার চেষ্টা করেছেন। পুলিশ দ্রুত উদ্ধার করে তাদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। মহিলারা দাবী করেন যে, এসআইআর-এ তাদের নাম বাদ যাবে। যদিও তদন্তকারীরা এখনো এই প্রক্রিয়া বাংলায় শুরু করেনি। আর এই ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেস এসআইআর-এর বিরোধিতা করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) আগামী ১৮ আগস্ট মন্ত্রিসভার বৈঠক নবান্নে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৮ আগস্ট নবান্নের মন্ত্রিসভায় জরুরী বৈঠক ডেকেছেন, যা গত বৈঠকের মাত্র এক সপ্তাহের মধ্যেই। আর এবারের আলোচ্য বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও বেশ কিছু সূত্র দাবি করছে, ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত হতে পারে। পাশাপাশি বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্তা ও রাজনৈতিক স্বার্থে কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে। উল্লেখ্য, গত বৈঠকে দুর্গা অঙ্গন নির্মাণ, ছোট জমিতে বাড়ি তৈরির নীতি এবং শালবনীর জোড়া বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছিল রাজ্য সরকার। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) শিক্ষক ও পড়ুয়ার অভাবে তালা পড়ছে হুগলির স্কুলে

হুগলি জেলার একাধিক স্কুল এবং শিক্ষা কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকার অভাবে কার্যত তালা পড়েছে। গোঘাট ও আরামবাগের বহু বিদ্যালয়ে কোনো পড়ুয়া, শিক্ষক কেউই আসছে না। এমনকি কোথাও মজুদ ঘর বা আড্ডাখানা চলছে। জেলা শিক্ষা কর্মদক্ষ স্বীকার করেছেন যে, নতুন নিয়োগ প্রক্রিয়া না হওয়ায় অবসরপ্রাপ্তদের বদলে কেউ আসছে না। তাই পড়ুয়াদের কাছাকাছি স্কুলে স্থানান্তর করা হচ্ছে। শিক্ষক সংগঠনগুলি অভিযোগ করছে, অবসর বা শূন্যপদ পূরণ না হওয়ার কারণেই এই স্কুল পুরো শিক্ষাশূন্য হয়ে পড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) বাংলাদেশের জন্য তালা বন্ধ করল ভারত

মার্কিন শুল্কযুদ্ধের মধ্যেই ভারত গত ১১ আগস্ট অর্থাৎ গতকাল নতুন নির্দেশে বাংলাদেশ থেকে চার ধরনের পাটজাত পণ্যের স্থলপথে আমদানি বন্ধ করে ফেলল। তালিকায় থাকছে পাট, পাটজাত কাপড়, দড়ি এবং বস্তা। মূলত মুম্বাই নাভা সেবা বন্দর অর্থাৎ সমুদ্র পথে অনুমতি থাকলেও ৯৯% রপ্তানি স্থলবন্দর নির্ভর হওয়ায় বাংলাদেশের রপ্তানি খাত খরচ ও সময়ের প্রকোপে বিরাট ধাক্কা খাবে। এর আগে মে ও জুন মাসেও এরকম নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছে, এই সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক ছাড়াও কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment