Top 10: দুর্গাপুরে বিস্ফোরণ, স্পেশাল মেট্রো বন্ধ, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন! আজকের সেরা ১০ খবর

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ৩ সেপ্টেম্বর কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। দুর্গাপুরে বিস্ফোরণ, স্পেশাল মেট্রো বন্ধ, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে দেখে নেওয়া যাক।

১০) বাগদায় একই পরিবারের দুই বউকে নিয়ে পালাল যুবক

উত্তর ২৪ পরগনার বাগদায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। হ্যাঁ, মালিদা গ্রামের যুবক আরিফ মোল্লা একই পরিবারের দুই বউ কুলশান মল্লিক ও নাজমা মন্ডলকে একসঙ্গে নিয়ে পালিয়েছে। এমনকি সঙ্গে এক মেয়েও রয়েছে। অভিযোগ উঠছে, পালানোর আগে দুই জা, শশুর-শাশুড়ি এবং বাচ্চাদের চায়ের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে অচেতন করে দিয়েছিল সে। তাঁদের দুই স্বামী থানায় অভিযোগ দায়ের করেছেন এবং স্ত্রীদের ফেরত আনার দাবি তুলছেন। এমনকি ওই দুই অভিযুক্ত স্ত্রীকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) টেট মামলায় হাইকোর্টে বিরাট মোড়

কলকাতা হাইকোর্টের প্রাথমিক টেট মামলায় বিরাট মোড়। ৩২ হাজার চাকরি বাতিলের মামলায় বিচারপতি তপব্রত চক্রবর্তী দুর্নীতির প্রমাণ চেয়েছেন। ২০১৪ সালের টেট পরীক্ষায় নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। আর সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হলেও পরবর্তী সময়ে স্থগিতাদেশ মেলে। শুনানির সময় বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, অ্যাটিটিউড টেস্ট কি আদৌ হয়েছে? প্রশিক্ষণবিহীনদের নিয়োগ ঠিক কতটা বৈধ? তিনি আরো বলেছেন, প্রমাণ ছাড়া এত বড় সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই উচিত নয়। পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে আগামী ১১ সেপ্টেম্বর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) বেলুচিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারাল ২৬ জন

পাকিস্তানের বেলুচিস্তানে ফের রক্তক্ষয়ী হামলা। মঙ্গলবার রাতে কোয়েটায় প্রাক্তন মুখ্যমন্ত্রী আতাউল্লাহ মেঙ্গালের মৃত্যুবার্ষিকী সভার শেষে স্টেডিয়ামের পার্কিং লটের বিস্ফোরণে ১৪ জন নিহত হয়েছে এবং অন্তত ৩৫ জন আহত হয়েছে। উল্লেখ্য, একই দিন সকালে কাশ্মীরের বান্নু এলাকায় সেনা শিবিরে বিস্ফোরক বোঝায় গাড়ি ঢুকে বিস্ফোরণ ঘটিয়েছে। আর সেখানেও প্রায় ১২ জনের প্রাণ যায়। সেনাদের গুলিতে ৬ জন জঙ্গি নিহত হয় বলে খবর। হামলার পিছনে মূলত বেলুচিস্তান লিবারেশন আর্মিকে সন্দেহ করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) TMC পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

মুর্শিদাবাদের শক্তিপুরে তৃণমূল গ্রাম পঞ্চায়েত প্রধান দীনবন্ধু দাসের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিতা দাবি করছে, গোপন অবৈধ সম্পর্ক ফাঁস জানার পর থেকেই তাঁর ওপর হুমকি এবং অত্যাচার করতেন ওই প্রধান। বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। স্থানীয়রা অভিযোগ তুলছেন, প্রধান দীর্ঘদিন ধরেই নানারকম অপকর্মে যুক্ত ছিল এবং মহিলাদেরকে কুনজরে দেখতেন। ঘটনায় গোটা গ্রামবাসী ক্ষুব্ধ। যদিও অভিযুক্ত অভিযোগ অস্বীকার করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) আজ থেকে বন্ধ হল রাতের স্পেশাল মেট্রো

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আজ অর্থাৎ বুধবার থেকে ব্লু লাইনে রাত ১০ঃ৪০ মিনিটের পর বিশেষ মেট্রো পরিষেবা বন্ধ হচ্ছে। কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ থাকার কারণে পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে, যার প্রভাব পড়ছে রাতের ট্রেনে। এখন দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম ট্রেন মিলবে রাত ৯ঃ২৮ মিনিটে এবং শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো মিলবে রাত ৯ঃ৩৪ মিনিটে। এতদিন দেরি করে বাড়ি ফেরায় সুবিধা দিচ্ছিল স্পেশাল মেট্রো, তবে তা এখন বন্ধ হল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) নিরাপদে ভারতে থাকতে পারবে মুসলিম বাদে বাকিরা

কেন্দ্র সরকার সিএএ আইনে নতুন সংশোধনী এনে নাগরিকত্বের আবেদন করার সময়সীমা এবার আরো ১০ বছর বাড়িয়ে দিল। হ্যাঁ, এখন বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টানরা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ডকুমেন্ট ছাড়াই ভারতে থাকতে পারবে এবং নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে। মুসলিমদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হচ্ছে না। বিজেপি নেতারা এই সিদ্ধান্তে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) সব রাজ্যকে ডিটেনশন ক্যাম্প গড়ার নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রক

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ২ সেপ্টেম্বর নতুন একটি গ্যাজেট নোটিফিকেশন জারি করেছে, যেখানে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে অবৈধ বিদেশীদের জন্য ডিটেনশন ক্যাম্প গড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতদিনের ১৯৬৪ সালের ফরেনার্স অর্ডারের পরিবর্তে এবার কার্যকর করা হবে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট ২০২৫। এর অধীনে তিন সদস্য বিশিষ্ট ফরেনার্স ট্রাইবুনাল গঠন করা হবে, যাদের বিদেশী সনাক্তকরণ ও ডিটেনশন সেন্টারে রাখার নির্দেশ দেওয়া হবে। পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট ও ফেসিয়াল স্ক্যানও বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানা গিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) বেথুয়াডহরি টোল প্লাজায় টাকা তোলায় সাসপেন্ড সাব ইন্সপেক্টর

নদীয়ার নাকাশিপাড়া থানার সাব ইন্সপেক্টর প্রবীর প্রামানিক বেথুয়াডহরি টোল প্লাজায় তোলা আদায় করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে। ৩০ আগস্ট তিনি মালবাহী গাড়ি থেকে টাকা তুলছিলেন। এমনকি সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিযোগ ছিল যে, সঠিক কাগজপত্র দেখালেও চালকদেরকে টাকা দিতে বাধ্য করা হচ্ছে। বিষয়টি নজরে আসতেই পুলিশ সুপার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং অভিযোগের সত্যতা মেলায় তাকে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দেওয়া হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) আলিপুর আদালত থেকে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ আদালত থেকে জামিন পেয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালত ৭০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে। কিন্তু সিবিআই মামলায় তার জামিন আবেদন হাইকোর্টে বিচারাধীন থাকার কারণে আপাতত জেল মুক্তি হচ্ছে না। এর আগে সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পেলেও মুক্তি পাননি। আর এদিন তার সঙ্গে আরো কয়েকজন অভিযুক্ত জামিন পেলেও কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক সাহার আবেদন খারিজ হয়ে গিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) দুর্গাপুরে সিটি সেন্টারে ভয়ানক বিস্ফোরণে রক্তারক্তি অবস্থা

আজ অর্থাৎ বুধবার বিকেলে দুর্গাপুর সিটি সেন্টারের ম্যাক্সমুলার পথে ফায়ার এক্সটিংগুইশার রিফিলিং চলাকালীন হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। টেকনিশিয়ান দেবরাজ সোম গুরুতর জখম হয়ে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। সহকর্মী আজাদ খান দাবি করছে, পুরনো এক্সটিংগুইশারে নাইট্রোজেন ভরার সময় অতিরিক্ত চাপ দেওয়াতে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের জেরে আশেপাশের বাড়ির জানালা ও কাঁচও ভেঙে যায় এবং স্থানীয়রা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। বহুদিন ধরেই ওই এলাকায় বিপদজনক রিফিলিং চলছিল বলে অভিযোগ করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment