সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ১০ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। প্রবল বর্ষণে ফেরিঘাট বন্ধ, নবান্ন অভিযানে নির্যাতার মায়ের উপর হত্যা, মেঘালয়ে বাংলাদেশী দুষ্কৃতী আটক, নবান্ন অভিনে আহত পুলিশ কর্মী, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে দেখে নেওয়া যাক।
১০) একাধিক স্থল বন্দর বন্ধ করল বাংলাদেশ
বাংলাদেশ সরকার এবার লোকসানে চলা ও আমদানি বন্ধ থাকা একাধিক স্থল বন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। হ্যাঁ, নৌ পরিবহন উপদেষ্টা জানিয়েছেন, ২৪ টি বন্দরের মধ্যে ৮ টি বন্দর বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ইতিমধ্যে ৪ টি বন্দর বন্ধ করা হয়েছে। বর্তমানে ১৪ টি মতো বন্দর চালু রয়েছে। বছরে মাত্র ১০ থেকে ৩০ হাজার টাকা এই বন্দর গুলি থেকে আয় হলেও ব্যয় অনেকটা বেশী হচ্ছে। সেজন্যই এই সিদ্ধান্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) রাস্তা ভালো না হলে নেওয়া যাবে না টোল
এবার কেরালা হাইকোর্ট জাতীয় মহাসড়ক ৫৪৪-এর এডাপাল্লি-মান্নুথি অংশের বেহাল অবস্থা সত্ত্বেও টোল আদায় করে NHAI-কে চরম ভর্ৎসনা করল। এমনকি আগামী চার সপ্তাহের জন্য টোল আদায়ে নিষেধাজ্ঞা জারি করেছে। বিচারপতি বলেছেন, নিরাপদ ও ব্যবহারযোগ্য রাস্তা তৈরি করা NHAI এর কর্তব্য। জনস্বার্থের জন্য বেহাল রাস্তা থাকলে টোল নেওয়া যাবে না। এমনকি কেন্দ্রকে জন অভিযোগ সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। আগের আদেশ না মানার কারণেই কড়া পদক্ষেপ নিয়েছে হাইকোর্ট। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) ভেঙে পড়ল আরামবাগের দারকেশ্বর নদীর রামকৃষ্ণ সেতুর গার্ডওয়াল
গত শনিবার রাত ১২:১৫ নাগাদ আরামবাগের দারকেশ্বর নদীর উপর রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙে পড়েছে। সেতুটি মূলত হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া সব মোট ৫ জেলার মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ মাধ্যম। তবে ভাঙনের পর যান চলাচল আপাতত বন্ধ হয়নি, ফলে বড় কোনো দুর্ঘটনার সম্ভাবনা থেকে যাচ্ছে। অভিযোগ উঠছে, দীর্ঘদিনের দাবি সত্ত্বেও সেতুটি সংস্কার করা হয়নি। উল্লেখ্য, প্রশাসন জায়গায় জায়গায় ব্যারিকেড দিয়ে দিয়েছে। তবে তাতেও ঝুঁকি থেকে যাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) বন্ধ হল গুপ্তিপাড়া-শান্তিপুর ফেরিঘাট
টানা বৃষ্টির জেরেই ভাগীরথী নদীর জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। ফলে বলাগরের গুপ্তিপাড়া – শান্তিপুর ফেরিঘাট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ভরা কোটাল এবং প্রবল জলস্রোতের কারণে পারাপার দিনের পর দিন বিপজ্জনক হয়ে উঠছে। এমনকি নদীপাড় ভাঙন লক্ষ্য করা গিয়েছে। তবে ফেরি বন্ধ হওয়ার কারণে ব্যবসায়ীরা পুজোর মুখে বাজারে যেতে না পারায় প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তবে জলস্তর দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) জেলে আরামেই আছে আরজি কর কান্ডের সঞ্জয় রায়
গত বছর ৯ আগষ্ট আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডে গ্রেফতার হয় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় হাইকোর্টের নির্দেশে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে। তবে কলকাতার প্রেসিডেন্সি জেলে নাকি সে বিলাসবহুল দিন কাটাচ্ছে বলে শোনা যাচ্ছে। হ্যাঁ, সে ঘরে নিয়মিত এসি, ফ্রিজ, টিভি সবকিছুর সুবিধা পায়। এমনকি খাবারদাবারও হচ্ছে এক্কেবারে রাজার হালে। তবে হেতাল পারেখ হত্যাকান্ডে ধৃত ধনঞ্জয়ের বেলায় এমনটা হয়নি। সে জেলে খুব কষ্ট দিন কাটিয়েছে। হ্যাঁ, তাকে জেলে বিবস্ত্র অবস্থাতেও নাকি রাখা হত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) ভারতের জন্য আকাশসীমা বন্ধ করায় পাকিস্তানের ক্ষতি ১২৭ কোটি টাকা
সম্প্রতি ভারতীয় বিমানের জন্য ২ মাস আকাশসীমা বন্ধ রেখেছিল পাকিস্তান। তবে এতে নাকি পাকিস্তানের প্রায় ১২৭ কোটি টাকা ক্ষতি হয়েছে। হ্যাঁ, পাক সংসদ নিজেই এই কথা স্বীকার করেছে। মূলত ২৪ এপ্রিল ভারতের সিন্ধু জলচুক্তি বাতিলের জবাব হিসেবেই পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছিল। আর এই নিয়ম ৩০ জুন পর্যন্ত জারি ছিল। এতে ভারতের মোটামুটি ১৫০ টির বেশি ফ্লাইট প্রভাবিত হয়েছিল। তবে মূল ক্ষতি পাকিস্তানেরই হয়েছে হ্যাঁ, প্রায় ৪.১ বিলিয়ন ক্ষতির কবলে পড়েছে সন্ত্রাসের দেশ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) নবান্ন অভিযানে ভোঁতা জিনিস দিয়ে আঘাত নির্যাতিতার মায়ের
তিলোত্তমা হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে তাঁর বাবা মায়ের তরফ থেকে ডাক দেওয়া নবান্ন অভিযানে ভয়াবহ আহত হয়েছে নির্যাতিতার মা। অভিযোগ উঠছে, পুলিশ নাকি ভোঁতা কিছু দিয়ে তাকে রাস্তায় ফেলে আঘাত করেছে। এতে নির্যাতিতার মায়ের কপাল ফুলে যায় এবং পিঠে কালশিটে পড়ে যায়। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার সিটি স্ক্যান করা হয় এবং এমআরআই করা হয়। এমনকি অভয়ের বাবাকেও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আহতদের দেখে প্রশাসনকে কটাক্ষ করতে ছাড়েননি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) মেঘালয়ে চার বাংলাদেশী দুষ্কৃতিকে আটক করল বিএসএফ
মেঘালয়ের বলসরাং এলাকায় এবার চোরাপথে ধারালো অস্ত্র চালানোর অভিযোগে চার সশস্ত্র বাংলাদেশী দুষ্কৃতিকে বিএসএফ আটক করেছে। ওই ধৃতদের মধ্যে একজনের কাছ থেকে বাংলাদেশী কনস্টেবল মারুফুর রহমানের কাছে পুলিশের পরিচয়পত্র উদ্ধার হয়েছে। অভিযোগ উঠছে, ৮ থেকে ৯ জনের একটি দল এক ভারতীয়কে অবহরণের চেষ্টা করছিল এবং গুলিও চালিয়েছিল। কিন্তু তিনি পরে পালিয়ে যান। ধৃতদের প্রত্যেককে জঙ্গলে ঘেরাও করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে সূত্র মারফত খবর। এই ঘটনায় সীমান্তে উত্তেজনা তুঙ্গে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) নবান্ন অভিযানে আহত ৫ পুলিশকর্মী
আরজি কর কান্ডের বর্ষপূর্তি উপলক্ষে নবান্ন অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হ্যাঁ, পুলিশ নির্যাতিতার বাবা মায়ের উপরে আক্রমণ চালিয়েছে। এমনকি এতে নির্যাতিতার মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। মূলত পার্কস্ট্রিট এলাকায় আসা মাত্রই পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করে এবং মারধর করে। তবে একইসঙ্গে বিক্ষোভকারীদের আঘাতে এএসআই জগবন্ধু সাহু সহ আরো পাঁচজন পুলিশ কর্মীকে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ উঠছে। নবান্ন ঘিরে নিরাপত্তা সত্ত্বেও এরকম পরিস্থিতি হওয়ায় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) এবার গৌতম আদানি খুলতে পারবে পেট্রোল পাম্প
পেট্রোল পাম্প খোলা এবার আরো সহজ হতে চলেছে। এবার যে কেউ খুলতে পারবে পাম্প। হ্যাঁ, সরকারি সংস্থার থেকে এবার বড় বড় শিল্পপতিদের হাতে আসছে পাম্পের মালিকত্বের অধিকার। সেই সূত্র ধরে গৌতম আদানি এবার পাম্প খুলতে পারে। উল্লেখ্য, বর্তমানে দেশে মোট ৯৭,৮০৪ টি পেট্রোল পাম্প রয়েছে, যার মধ্যে সিংহভাগ ইন্ডিয়ান ওয়েলস ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়ামের হাতে মালিকানা রয়েছে। ২০১৯ সালে বলা হয়েছিল পাম্প খুলতে গেলে ২৫০ কোটি টাকা মূলধন থাকতে হবে। তবে এবার সেই নিয়ম বদলাতে চলেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন