সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ৫ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। ভোটার তালিকায় গরমিল থেকে শুরু করে নবান্ন অভিযানের শুভেন্দুর কটাক্ষ, বজ্রপাতে ১১ জনের মৃত্যু কিংবা মহাদেবের ভক্তদের উপর হামলা, সবই হয়েছে আজ। চলুন একে একে দেখে নেওয়া যাক আজকে সেরা ১০ খবর।
১০) ডিএ মামলা নিয়ে রাজ্যকে পরামর্শ সুপ্রিম কোর্টের
ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে চলা দীর্ঘ আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে এবার পরামর্শ দিল, যেকোনো পরিমাণে ডিএ মিটিয়ে দিন। অর্থাৎ, কিছুটা হলেও ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতিরা মন্তব্য করেছে, রাজ্যের বাইরে কর্মরত ব্যক্তিরা ডিএ পেলেও রাজ্যের অভ্যন্তরের কর্মচারীরা তা পাচ্ছে না। রাজ্য ডিএ’কে মৌলিক অধিকার হিসেবে মানতে চাইছে না। বলছে অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী ডিএ নির্ধারিত হয়। তবে বর্তমানে এই মামলার শুনানি চলছে এবং এর চূড়ান্ত রায়ের দিকেই কর্মচারীদের ভবিষ্যৎ নির্ভর করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) ভোটার তালিকা গরমিলের অভিযোগে রাজ্যে সাসপেন্ড চার আধিকারিক
পশ্চিমবঙ্গের বারুইপুর, পূর্ব ও ময়না বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকার অনিয়মের অভিযোগে এবার চার আধিকারিককে সাসপেন্ড করে দিল নির্বাচন কমিশন। অভিযুক্তরা ছিলেন দুই ERO ও দুই AERO। সূত্র বলছে, নির্বাচন কমিশনের নির্দেশ না মানায় এবং কারচুপির অভিযোগেই তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কমিশন বলছে, ভোটার তালিকা গণতন্ত্রের ভিত্তিতে হয়, সামান্য গাফিলতি এখানে সহ্য করা যাবে না। পাশাপাশি রাজ্যের মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে যে, নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকরা কমিশনের নিয়ম মেনে চলতে বাধ্য। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) কমল না আরবিআই-এর রেপো রেট
২০২৫ সালের আগস্ট মাসের মুদ্রানীতি কমিটির বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল। আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন, বর্তমানে ৫.৫০% হারেই রেপো রেট থাকবে। তার মতে, মূল্যস্ফীতির আশঙ্কা এখনো পর্যন্ত কাটেনি। তাই সুদের হারে সেরকম কোনো পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না। যদিও ২০২৫-২৬ অর্থবর্ষে মূল্যস্ফীতির পূর্বাভাস কিছুটা কমেছে। হ্যাঁ, ৩.৭% থেকে কমে ৩.১%-এ দাঁড়িয়েছে। প্রতি কোয়ার্টারে আরো ওঠানামা করতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) নবান্ন অভিযান নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আগামী ৯ আগস্ট আরজি কর কাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল নিহত চিকিৎসকের পরিবার। আর এই অভিযানে অংশ নেবে শুভেন্দু অধিকারী দলীয় পতাকা ছাড়াই। অভিযানের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটাক্ষ করে শুভেন্দু জানিয়েছেন, নবান্ন অভিযানের ভয়ে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম পালিয়েছেন এবং হাওড়ায় নবান্ন রক্ষায় রাজ্য পুলিশ মোতায়েন করছে। তিনি বলেছেন, অভয়ার মৃত্যুর এক বছর পর ন্যায় বিচার চেয়ে তাঁর মা-বাবা রাজ্য সরকারের জবাবদিহি চাইছেন। এমনকি এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক বলেই দাবি করেছেন তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) ওবিসি সংরক্ষণ মামলাকে কাঠগড়ায় তুলল রাজ্য
ওবিসি সংরক্ষণ মামলায় রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশ উপেক্ষার অভিযোগ উঠল কলকাতা হাইকোর্টে। বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দিয়েছেন যে, পুরনো নিয়ম অনুযায়ী ৭% সংরক্ষণে স্নাতকোত্তর চিকিৎসা কোর্সে ভর্তি শুরু করতে হবে। তবে রাজ্য সরকার তা মানেনি। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল যুক্তি দিয়েছে, মামলাটি জটিলতার কারণে নির্দেশনা সম্ভব হচ্ছে না। বিচারপতি সেই যুক্তি প্রত্যাখ্যান করে রাজ্যকে কড়া সমালোচনা করেছেন এবং দ্রুত ভর্তি শুরু করার নির্দেশও দিয়েছেন। উল্লেখ্য, হাইকোর্টে আগে ২০১০-এর পরের সব সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) নবান্ন অভিযান রুখতে হাইকোর্টে মামলা
পুজোর আগেই একের পর এক নবান্ন অভিযানের ফলে হাওড়ার ব্যবসায়ী ও সাধারণ মানুষরা বিপাকে পড়েছেন। ২৮ জুলাইয়ের অভিযানে পুলিশের বাধায় কেউ নবান্ন প্রবেশ করতে না পারলেও বিরাট জমায়েতে হাটের ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণে তারা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে এবং আদালত জমায়েতের নিষেধাজ্ঞাও জারি করে। এবার ফের ৯ আগস্ট আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। এর ফলে হাওড়ার এক বাসিন্দা ফের জনস্বার্থ মামলা দায়ের করেছেন এবং মামলাটি কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে উঠেছে ও আগামীকাল শুনানি হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) শিয়ালদা স্টেশনে পুলিশ ও রেলের বিশেষ ব্যবস্থা
উৎসবের ভিড় সামাল দিতে এবার শিয়ালদা স্টেশনে বিশেষ পদক্ষেপ নিয়েছে রেল ও কলকাতা ট্রাফিক পুলিশ। স্টেশনের দক্ষিণ অংশে চারটি আলাদা আলাদা লেন তৈরি করা হয়েছে। একটি যাত্রীদের হাঁটার জন্য, একটি ভিআইপি গাড়ির জন্য, আরেকটি ওলা-উবের ইত্যাদি গাড়ি চলার জন্য। পাশাপাশি আরেকটি লেন অটো বা টোটো চলার জন্য। প্রতিটি যানবাহনের জন্য নির্দিষ্ট লেন নির্ধারিত থাকবে। আর এই নিয়ম লঙ্ঘন করলেই হবে জরিমানা। প্রাথমিকভাবে বাঁশের ব্যারিকেড দিয়েই পরীক্ষামূলকভাবে কাজ শুরু হচ্ছে, পরে তা বাস্তবায়ন করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) বাংলার মাটিতে মিলল বিরল খনিজের সন্ধান
পশ্চিমবঙ্গের কালাপাথর-রঘুডিহ ব্লকে ৬.৭০ লক্ষ মিলিয়ন টন বিরল খনিজের মজুদ রয়েছে বলে জানা গেল, যার বাজার মূল্য দাঁড়াচ্ছে ১.৪ লক্ষ কোটি টাকা। এই খনিজ মূলত ব্যাটারি, বৈদ্যুতিক গাড়ি ও প্রতিরক্ষা শিল্পে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় কয়লা খনি মন্ত্রকের এই তথ্য রাজ্য সভায় সম্প্রতি মন্ত্রী জি কিষেণ রেড্ডি প্রকাশ্যে এনেছেন। বিজেপি নেতা সমিক ভট্টাচার্য ও অমিত মালব্য অভিযোগ করেছেন যে, রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবেই এই খনিজের তথ্য কেন্দ্রকে না পাঠিয়ে নিলাম ব্যাহত করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) পিয়ালী স্টেশনে তারকেশ্বরের ভক্তদের উপর হামলা
শিয়ালদা-ক্যানিং লাইনের পিয়ালী স্টেশনের কাছে তারকেশ্বর ফেরত বাবার ভক্তদের উপরেই পরিকল্পিত হামলা হল। মঙ্গলবার রাত ৯:৩৮ মিনিটে ক্যানিং লোকাল পিয়ালী স্টেশনে পৌঁছতেই একদল দুষ্কৃতী উঠে ৪০ জন ভক্তকে উদুম মারধর করেছে। তাদের মধ্যে কয়েকজনলে জোর করে ট্রেন থেকে নামিয়েও মারধর করা হয়। অন্তত এতে ১০ থেকে ২০ জন আহত হয়েছে, যাদের মধ্যে অনেকের মাথা ও হাতে গুরুতর চোট লাগে। ঘটনার সূত্রপাত হয়েছিল বালিগঞ্জে দুই যাত্রীর সঙ্গে ঝামেলা থেকে। আর পরে দুষ্কৃতীরা ফোন করে পিয়ালী স্টেশনে লোক ডাকে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) বাঁকুড়ায় বজ্রপাতে মৃত্যু ১১ জনের
বাঁকুড়ায় তীব্র বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। বিগত ১৫ দিনে জেলায় বজ্রপতে ১১ জনের মৃত্যু হয়েছে। একটানা বৃষ্টি ও বজ্রপাতের জেরে আতঙ্কে সাধারণ মানুষ। মঙ্গলবার ইন্দাস ও পাত্রসায়ের থানায় দুটি পৃথক ঘটনায় আরো দুজনের প্রাণ বলিদান গিয়েছে, যারা মাঠে আমন ধানের চারা রোপণ করছিল। এর আগে ২৪ জুলাই ৯ জনের মৃত্যু হয়েছিল বজ্রপাতের জন্য। মূলত নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও বজ্রপাত দিনের পর দিন বাড়ছে। বর্তমানে মৃতদের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের তরফ থেকে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন