সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ২৫ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। নিক্কি হত্যাকাণ্ডে নয়া মোড়, শান্তনু ও সুব্রত ঠাকুরের বচসা, তৃণমূল বিধায়ককে ED-র গ্রেপ্তার, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে দেখে নেওয়া যাক।
১০) নিক্কি হত্যাকাণ্ডে নয়া মোড়, ভাইরাল একাধিক ভিডিও
গ্রেটার নয়ডার নিক্কি হত্যাকাণ্ডে দেশজুড়ে চরম চাঞ্চল্য। অভিযোগ উঠছে, স্বামী বিপিন ভাটি এবং তাঁর পরিবার ৩৬ লক্ষ টাকা যৌতুক না পেয়েই নাকি নিক্কিকে আগুনে পুড়িয়ে হত্যা করে ফেলেছে। তবে ভাইরাল হওয়া ভিডিওতে বিপিন ও তাঁর বাবাকে বাইরে দেখা যাওয়ায় আরো সন্দেহ জোরদার হচ্ছে। এদিকে নিক্কির দিদির প্রকাশ করা একটি ভিডিওকে এডিট করা বলা হচ্ছে। আবার শোনা যাচ্ছে যে, বিবাদের কারণ যৌতুক নয়, বরং বুটিক খেলার পরিকল্পনা। এখন পুলিশ সবটা খতিয়ে দেখছে আর তল্লাশি চালাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) শ্রমশ্রী প্রকল্প নিয়ে জোর হুকুম নবান্নের
পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য সম্প্রতি শ্রমশ্রী প্রকল্প চালু করেছে, যেখানে প্রকৃত শ্রমিকরা এক বছর প্রতি মাসে ৫০০০ টাকা করে ভাতা পাচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের মাধ্যমে এই প্রকল্পে অফলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। এমনকি খুব শীঘ্রই অনলাইনে পোর্টাল চালু করা হবে। তবে ভুয়ো আবেদন রুখার জন্য নবান্ন থেকে জেলা ও ব্লক স্তরের কর্মচারীদের কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি আবেদনকারীদের কর্মস্থলের প্রমাণপত্র চাওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) শান্তনু ও সুব্রত ঠাকুরের মধ্যে চরম বচসা
ঠাকুরনগরের মতুয়া ঠাকুরবাড়িতে সংসদ শান্তনু ঠাকুর এবং তাঁর দাদা বিধায়ক সুব্রত ঠাকুরের মধ্যে দ্বন্দ্বে জোড় শোরগোল পড়ে গিয়েছে গেরুয়া শিবিরে। শান্তনুর উদ্যোগে নাট মন্দিরে সিএএ সহযোগিতা সভা চালু করা হলে সুব্রত বিরোধিতা করেছে। তিনি বলেছেন, এটি পূজার জায়গা, রাজনৈতিক কর্মসূচির জায়গা নয়। এদিকে মমতাবালা ঠাকুর এবং ছবিরানী ঠাকুর সুব্রতর পাশে দাঁড়িয়েছে। আবার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর শান্তনুর সমর্থনে। ফলে পরিবারে স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) ভারতের ছাড়া জলে পাকিস্তানে বন্যা, মৃত ৭৮৮
পাকিস্তানের ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে ইতিমধ্যেই ৭৮৮ জনের মৃত্যুর খবর মিলেছে। স্থানীয় সংবাদমাধ্যম দাবি করছে যে, শতদ্রু নদীতে ভারত থেকে জল ছাড়ার ফলেই পাঞ্জাবের বাহাওয়ালনগরসহ একাধিক জেলা প্লাবিত। খাইবার পাখতুনখোয়া, পাক অধিকৃত কাশ্মীর এবং পাঞ্জাব সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি বহু গ্রাম তলিয়ে গিয়েছে, বাঁধ ভেঙে পড়েছে আর হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় জলস্তর আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) খানাকুলের ওসির বিরুদ্ধে হিন্দু মহিলার শ্লীলতাহানির অভিযোগ
হুগলির খানাকুল থানার ওসি মুনশি হামিদুর রহমানের বিরুদ্ধে এবার হিন্দু মহিলাদের শ্লীলতাহানি এবং নির্যাতনের অভিযোগ তুলেছে বিজেপি। হ্যাঁ, মহিলাদের শাড়ি ছেঁড়া এবং পুরুষ সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের পক্ষ থেকে। একাধিক মহিলা অভিযোগ জানিয়ে ভিডিও প্রকাশ করেছে, যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। অভিযোগে বলা হয়েছে যে, ধর্মীয় কারণে হিন্দু পরিবারগুলির ওপর অত্যাচার চালানো হচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশন ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। কিন্তু অভিযোগের সত্যতা এখনো পর্যন্ত সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) প্রয়াত অভিনেতা এবং বিজেপি নেতা জয় মুখোপাধ্যায়
বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা এবং প্রাক্তন বিজেপি নেতা জয় মুখোপাধ্যায় ৬২ বছর বয়সে প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন শ্বাসকষ্টের রোগে ভুগে সোমবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৮২ সালে দেবশ্রী রায়ের বিপরীতে অপরূপা ছবির মাধ্যমেই তাঁর অভিনয় জগতের হাতেখড়ি। “আই লাভ ইউ” সংলাপের জন্য তিনি দর্শকদের মনে এখনো স্মরণীয়। চুমকি চৌধুরীর সঙ্গে জুটি জনপ্রিয় হলেও সম্পর্ক ভাঙার পর অঞ্জন চৌধুরীর ছবিতে আর তিনি কাজ করেননি। পরে রাজনীতিতে যোগ দিয়ে বিজেপির প্রার্থী হিসেবে লড়লেও সেরকম সফলতা অর্জন করতে পারেননি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করল ইডি
তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে সোমবার ইডি গ্রেপ্তার করেছে। মুর্শিদাবাদের আন্দিগ্রামে ইডি আধিকারিকদের দেখেই তিনি ফোন ঝোপে ফেলে দিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করছিলেন। পরে কাঁদা মাখা অবস্থায় কেন্দ্রীয় বাহিনী তাকে আটকে দেয়। ফোন উদ্ধার করে ইডি প্রযুক্তি ব্যবহার করে লক খুলে কল লিস্ট চেক করেছে। অভিযোগ উঠছে, তিনি তদন্তে সহযোগিতা করছেন না। এদিকে তাঁর জিজ্ঞাসাবাদ পর্বের অডিও, ভিডিওসহ সমস্ত কিছুই রেকর্ড করেছে ইডি। একইদিনে বীরভূম এবং পুরুলিয়াতেও ইডি তল্লাশি চালিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) ভিসা ছাড়াই পাকিস্তানে যেতে পারবে বাংলাদেশীরা
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকায় একদিনের সফরে বাংলাদেশ এবং পাকিস্তান পাঁচটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল, কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ভ্রমণের চুক্তি। পাশাপাশি সংস্কৃতি বিনিময়, সংবাদ সংস্থা, ফরেন সার্ভিসসহ একাধিক গবেষণা প্রতিষ্ঠান, বাণিজ্য সহযোগিতা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। ১৩ বছর পর প্রথমবার কোনো পাকিস্তানী মন্ত্রী ঢাকায় আসলেন, যা দুই দেশের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে তুলছে। বিশেষজ্ঞরা মনে করছে, এতে ভারতের উপর নিরাপত্তার উদ্বেগ আরো বাড়বে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) দেশে তৈরি হচ্ছে বুলেট ট্রেনের ট্র্যাক
ভারতীয় রেলের ইতিহাসে আবারও বিরাট মাইলফলক। রাজস্থানের নাওয়ান এলাকায় তৈরি হচ্ছে দেশের প্রথম হাই-স্পিড রেল ট্র্যাক। মূলত ৬৪ কিলোমিটার দীর্ঘ এই পরীক্ষামূলক ট্র্যাকে ৩৭টি বাঁক, অসংখ্য সেতু এবং তিনটি বিশেষ লুপ থাকছে বলে খবর। এখানে ট্রেন ঘন্টায় সর্বোচ্চ ২২০ কিলোমিটার গতিতে চলবে এবং ভবিষ্যতে বুলেট ট্রেন আনারও সম্ভাবনা রয়েছে। প্রকল্পের কাজ প্রায় শেষের পথে। ব্রিটিশ আমলের পর দীর্ঘদিন দখলহীন হিসেবে পড়ে থাকা লাইনেই তৈরি করা হচ্ছে এই আধুনিক রেল নেটওয়ার্ক। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) দীর্ঘ ৮ মাস পর ভারত থেকে বাংলাদেশে কাঁচামরিচ গেল
অতিবৃষ্টির কারণে মাঠে কাঁচামরিচ নষ্ট হওয়ায় বাংলাদেশে দাম আকাশছোঁয়া হয়েছিল। তবে অবশেষে স্বস্তির খবর মিলল। দীর্ঘদিন পর শনিবার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৮.৪ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। ফলে বাজারে একলাফে ২০ টাকা দাম কমে প্রতি কেজিতে ১৪০ থেকে ১৬০ টাকায় দাঁড়িয়েছে। ব্যবসায়ীরা বলছে, আমদানি চলতে থাকলে দাম আরো কমবে। উল্লেখ্য, হিলি স্থলবন্দর দিয়ে প্রায় আট মাস ধরে আমদানি বন্ধ থাকার পর এবার মরিচ দেশে প্রবেশ করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন