Top 10: নেপালে রক্তারক্তি পরিস্থিতি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন, গৃহবধূর শ্লীলতাহানি! আজকের সেরা ১০ খবর

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ৮ সেপ্টেম্বর কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। নেপালে রক্তারক্তি পরিস্থিতি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন, গৃহবধূর শ্লীলতাহানি তৃণমূল নেতার, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে দেখে নেওয়া যাক।

১০) পাঁশকুড়ায় পোস্টে বেঁধে ইঞ্জিনিয়ারকে মারধর তৃণমূল নেতাদের

পাঁশকুড়ার ক্ষীরাই রেল প্রজেক্টে তৃণমূল নেতাদের হামলার অভিযোগে এবার গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সাইট ইঞ্জিনিয়ার নিমাই বর্মনকে চড়, ঘুসি মারার অভিযোগ উঠছে। এমনকি ইলেকট্রিক পোস্টে বেঁধে নিগ্রহ চেষ্টা করা হয়। মূল ঝগড়ার সূত্রপাত হয়েছিল ৪০ হাজার টাকা বকেয়ার কারণে। আর হামলার পর নিমাই বর্মন পাঁশকুড়া থানায় এফআইআর দায়ের করেছেন। ঘটনার পর থেকে ঠিকাদার সংস্থা কাজ বন্ধ করে রেখেছে, এমনকি শ্রমিকরাও বাড়ি ফিরে গিয়েছে। তৃণমূল নেতা সমীর মাইতি ও সুজিত ঘোড়াই নিজেদের পক্ষ দিয়ে ঘটনাও ব্যাখ্যা করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) আধার কার্ড হবে প্রামাণ্য নথি, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত মামলায় এবার বড়সড় নির্দেশ দিয়েছে। হ্যাঁ, এখন থেকে আধার কার্ড শুধুমাত্র প্রামান্য নথি হিসেবে ব্যবহার করা যাবে। নির্বাচনের আগে বাতিল হওয়া ভোটার তালিকায় মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম থাকার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছিল। বেঞ্চের বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচি বলেছেন, আধার কার্ডকে ১২ তম বৈধ নথি হিসেবে গণ্য করা হবে। তবে এটিকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনোভাবেই মানা হবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) ফেসবুক ব্যান করায় রক্তারক্তি পরিস্থিতি নেপালে

নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ২৬ টি সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধ করার সিদ্ধান্তে বিরাট অশান্তি ছড়িয়েছে। কাঠমান্ডুতে ছাত্র যুবদের নেতৃত্বে আন্দোলন শুরু হলে পার্লামেন্টে ঢুকে পড়েছিল প্রতিবাদকারীরা। এমনকি পুলিশের গুলিতে ৮ থেকে ১০ জন নিহত হয়েছে এবং প্রায় ১০০ জন আহত হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে কার্ফু পর্যন্ত জারি করা হয়েছে। আন্দোলনকারীরা মনে করছে, ফেসবুক ব্যান আসলে বিরোধী কণ্ঠস্বর দমন করার চেষ্টা। তবে সরকার দাবি করছে, দেশকে নিরাপদ রাখতেই এই পদক্ষেপ। যদিও এখনো ওই দেশে টিকটক চালু রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) “দ্য বেঙ্গল ফাইলস” বিতর্কে বিরাট স্বস্তি রঞ্জন অগ্নিহোত্রীর

“দ্য বেঙ্গল ফাইলস” বিতর্কে বিরাট স্বস্তি পেয়েছেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। গোপাল পাঁঠা অরফে গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায় ছবিতে তাঁর দাদুর চরিত্রায়ন নিয়ে মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে। তিনি অভিযোগ করেছিলেন, ছবিতে ভুল বার্তা ছড়ানো হচ্ছে এবং কিছু কিছু দৃশ্য বাদ দিতে হবে। তবে বিচারপতি অমৃতা সিনহা তথ্যের অভাব দেখিয়ে মামলা খারিজ করে দেন। তিনি জানিয়েছেন, এই আবেদন হাইকোর্টের আওতায় পড়ে না। চাইলে অন্য কোনো ফোরামে আবেদন করা যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লাগাল তৃণমূল ছাত্র পরিষদ

মালদহের চাঁচল কলেজে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভে বিরাট বিতর্কে জড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। ছবি পোড়াতে গিয়ে ভুলবশত রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে আগুন নেভানো হলেও বিরোধীদের কাছে ঘটনাটি পৌঁছে যায়। বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এটিকে তৃণমূলের বাঙালি অস্মিতার প্রতি অসম্মান বলেই কটাক্ষ করছেন। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছেন, বাঙালি জাতির গর্ব রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দিচ্ছে তৃণমূলের লোকেরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) বালি ব্যবসায়ী জাহিরুলের বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা পেল ED

ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে বালি পাচার কাণ্ডে বিরাট পদক্ষেপ নিল ইডি। বালি ব্যবসায়ী শেখ জাহিরুল আলীর বাড়িতে হানা দিয়ে ইতিমধ্যে ১২ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে। আর এখনো তল্লাশি চলছে। গাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। সাইকেল মিস্ত্রি থেকে ভিলেজ পুলিশ, পরে বালির ব্যবসায় নেমেছে জহিরুল এবং অল্প সময়ের মধ্যেই বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠেন। সুবর্ণরেখার ধারে তাঁর তিন তলা বাড়ি এবং বিলাসবহুল জীবনযাপন সকলের নজর কেড়েছে। কলকাতার একাধিক জায়গায় তাঁর বালির ব্যবসা সংক্রান্ত অফিসে ইডি তল্লাশি চালিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) কুলগামে এক জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

দক্ষিণ কাশ্মীরের কুলগামের গুদ্দার এলাকায় নিরাপত্তা বাহিনী এবং লস্কর-ই-তইবার জঙ্গিদের মধ্যে বিরাট গুলির সংঘর্ষ হয়। আর এতে এক জঙ্গি এনকাউন্টার হয়। গোপন সূত্রে খবর পেয়ে জম্মু-কাশ্মীর পুলিশ এবং এসওজি যৌথভাবে অভিযান চালিয়েছে। মূলত কুখ্যাত জঙ্গি আমির দার প্রাণ হারিয়েছে। তবে সেনাদের এক জুনিয়র কমিশন অফিসার আহত হয়েছেন বলে খবর। এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে এবং অতিরিক্ত সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) বিপ্লবী কানাইলাল দত্তের বাড়ি ভেঙে ফেলার নোটিশ পুরসভার

চন্দননগরের সরষেপাড়ায় স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী কানাইলাল দত্তের মামার বাড়ি ভেঙে ফেলার নোটিশ জারি করেছে পুরসভা। খারাপ অবস্থায় থাকার কারণে এটিকে বিপদজনক হিসেবে ঘোষণা করা হচ্ছে। তবে বিপ্লবীর স্মৃতি জড়িত বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্তে তীব্র বিতর্ক শুরু হয়েছে। স্থানীয়রা অভিযোগ করছে, অন্য বিপদজনক বাড়ি রেখে শুধুমাত্র কানাইলালের ভিটাকে ভাঙ্গা হচ্ছে কেন? এটা ঘোর অসম্মান। তবে মেয়র রাম চক্রবর্তী জানিয়েছে, বিষয়টিকে নিরাপত্তার জন্য নেওয়া হচ্ছে, কানাইলালের প্রতি অসম্মান নয়। বিশেষজ্ঞরা বলছে, তাঁর স্মৃতি সংরক্ষণ করে রাখাই উচিত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) টোটোয় উঠে গৃহবধূর শ্লীলতাহানি গোঘাটের তৃণমূল নেতার

গোঘাট ২ ব্লকের মান্দারণ গ্রামে টোটোয় ফিরছিলেন এক গৃহবধূ। অভিযোগ উঠছে, মদ্যপ অবস্থায় তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী কাজী আবদুল মনির চলন্ত টোটোতেই ওই মহিলাকে শ্লীলতাহানি এবং গালিগালাজ করেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা রবিবার রাত্রিবেলা বিক্ষোভ নামে এবং রাস্তা অবরোধ করেন। নির্যাতিতার ছেলে অভিযুক্তর গ্রেপ্তারের দাবি জানিয়েছে। স্থানীয় বিজেপি সদস্যরা ঘটনাকে শাসক দলের সংস্কৃতির প্রতিচ্ছবি বলেই অভিযোগ তুলছে। তবে অভিযুক্তের স্ত্রী ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) ভারতকে মুসলিম রাষ্ট্র করতে চেয়েছিল ছাঙ্গুর বাবা

উত্তরপ্রদেশের বালরামপুরে অবৈধ ধর্মান্তর কাণ্ডে প্রধান অভিযুক্ত ছাঙ্গুর বাবা এবং তাঁর ছেলে মেহেবুবের বিরুদ্ধে এবার ATS চার্জশিট দাখিল করল। অভিযোগ উঠছে, ২০৪৭ সালের মধ্যেই নাকি ছাঙ্গুর বাবা ভারতকে ইসলামী রাষ্ট্রে বানানোর পরিকল্পনা নিয়েছিল। দরিদ্র মানুষকে লোভ দেখিয়ে এবং চাপের মধ্যে ফেলে ধর্মান্তর করানো হত। এমনকি ধর্ষণ বা শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। দুবাই থেকে কোটি কোটি টাকা আনত তাঁর ছেলে, যা দিয়ে জমি, হোটেল বা মাদ্রাসা তৈরির ছক করা হয়েছিল। তদন্তে ১০০ কোটির বেশি লেনদেনের প্রমাণ মিলেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment