সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ১৩ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। পুরুলিয়া হত্যাকাণ্ডে নয়া মোড়, কাশ্মীরে হড়পা বানে ১২ জনের মৃত্যু, বাংলায় নতুন মেট্রো রুট, ননদের সঙ্গে সম্পর্ক করে স্ত্রীকে নির্যাতন, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে শুরু করা যাক।
১০) আধার কার্ড দিয়েই করা যাবে ভোটারের জন্য আবেদন
SIR নিয়ে নয়া মোড়। সুপ্রিম কোর্ট আজ অর্থাৎ বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিল যে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে আধার কার্ডকে প্রামান্য ডকুমেন্ট হিসাবে দেখিয়ে পুনরায় আবেদন করা যাবে। হ্যাঁ, সম্প্রতি বিহারে রাজ্যে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে SIR এর জন্য, যা নিয়ে গোটা দেশে শুরু হয়েছে চাঞ্চল্য। এমনকি সুপ্রিম কোর্ট এও বলেছে যে, বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে এবং কেন তাদের নাম বাদ পড়ল সেই সম্পর্কে বিস্তারিত উল্লেখ করতে হবে। যেন EPIC নম্বর দিয়ে সার্চ করলেই তার সম্বন্ধে বিস্তারিত জানা যায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) পুরুলিয়া হত্যাকাণ্ডে নয়া মোড়, গ্রেপ্তার ২ যুবক
পুরুলিয়া হত্যাকাণ্ডে এবার মোড় ঘুরল। হ্যাঁ, সম্প্রতি এখানকার এক মহিলা, তার নাবালিকা বোন এবং ৮ বছরের মেয়েকে নির্মমভাবে হত্যা কর মৃতদেহ রেললাইনের উপর ফেলে দেওয়া হয়েছিল, যাকে দুর্ঘটনা হিসেবেই চালানো হচ্ছিল। তবে এবার এই ঘটনার জন্য গ্রেপ্তার হল দুই যুবক। পুলিশ জানিয়েছে যে নিহতদের ট্রেনে কাটা পড়ার কোনো চিহ্ন বা প্রমাণ পাওয়া যায়নি। তাদের মধ্যে একজনকে নাকি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এমনকি আরেকজনের মুখে পেরেকর চিহ্ন পাওয়া গিয়েছে। সূত্রের খবর, এই ঘটনায় পুলিশ মহিলার প্রেমিক বাবুজান মোমিন এবং তার বন্ধু বিজয় মাছুয়াকে গ্রেপ্তার করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) কাশ্মীরের হড়পা বানে মৃত্যু ১২ জনের
কাশ্মীরে মেঘ ফেটে নেমে আসলো হড়পা বান। হ্যাঁ, এতে আস্ত একটা গ্রাম ভেসে যাওয়ার সাথে ১২ জন মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। এমনকি এর কয়েকশ মানুষের আটকে থাকার আশঙ্খা করা হচ্ছে। খবর অনুযায়ী, জোরকদমে উদ্ধারকাজ চলছে। মূলত মেঘ ফাটার পর চারশো গ্রামে আকস্মিক বন্যা দেখা গিয়েছে, যার ফলে প্রচুর পরিমাণে ঘরবাড়ি এবং মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কাঠের সেতু এবং পিএমজিএসওয়াই সেতু ও ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে জেলা প্রশাসন এবং এনডিআরএফ এর সাহায্যকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) গ্রামবাসীরা এলাকাছাড়া করল বিধায়ককে
এবার দল বেঁধে মালদার গোপালপুর এলাকার মানুষজন স্থানীয় বিধায়ককে এলাকা ছাড়া করলেন। হ্যাঁ, এককথায় জনতার আক্রমণের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেসে বিধায়ক সাবিত্রী মিত্র। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, বিধায়ক সাবিত্রী মিত্রের কনভয় দেখতে পাওয়া মাত্রই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনতা। হ্যাঁ, তাকে ঘিরে দেখা গিয়েছে বিক্ষোভ। দাবি করা হচ্ছে যে, ওই বিধায়ক সম্প্রতি নাকি বলেছিলেন, আর যাই হোক না কেন সন্ত্রাসীরা কখনও মানুষকে হত্যা করে না। এদিকে এলাকার মানুষজন বেহাল রাস্তা থেকে শুরু করে পানীয় জলের অভাব ধুকছিল বহুদিন। আবেদন করেও সমাধান মেলেনি। তাই এই বিক্ষোভ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রাপথ সম্প্রসারিত হল
এবার হাওড়া-ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসকে জামালপুর পর্যন্ত সম্প্রসারিত করে দেওয়া হল। হ্যাঁ, এই ট্রেনের এবার নতুন নাম দেওয়া হয়েছে হাওড়া-জামালপুর বন্দে ভারত এক্সপ্রেসে। রেলের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ আগস্ট থেকে এই নতুন সময়সূচি কার্যকর করা হবে। আর ট্রেন নম্বর ২২৩০৯ হাওড়া থেকে সকাল ৭ঃ৪৫-এ ছাড়বে এবং দুপুর ২ঃ১৫ মিনিটে জামালপুরে পৌঁছবে। এদিকে ২২৩১০ জামালপুর থেকে বিকাল ৩ঃ৩০-এ ছেড়ে রাত ১০ঃ০৫ মিনিটে হাওড়া স্টেশনে পৌছবে। এই ট্রেনটির স্টপেজ হবে বোলপুর, রামপুরহাট, দুমকা, ননিহাট, হাসিদহ, মন্দার হিল, বরাহাট, ভাগলপুর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) ২২ আগস্ট তিনটি মেট্রো রুটের উদ্বোধন করবেন মোদি
আগামী ২২ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতায় তিন-তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে পারেন। আর এগুলি হল শিয়ালদা থেকে এসপ্ল্যানেড, নোয়াপাড়া থেকে বিমানবন্দর এবং রুবি থেকে মেট্রোপলিটন। শিয়ালদা এসপ্ল্যানেড সংযোগ চালু হলে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত একেবারে একটানা যাতায়াত করা যাবে। ফলে যাত্রীদের মেট্রো বদলের ঝামেলা আর পোহাতে হবে না। রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার এই প্রস্তুতি পরিদর্শন করেছেন। অনুষ্ঠানটি ইয়লো লাইনের যশোর রোড মেট্রো স্টেশনে হতে পারে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) পাকিস্তানের স্বাধীনতা দিবসের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তিনজনের
পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপনে গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ৬০ জন আহত হয়েছে বলে মারফৎ খবর। করাচির আজিজাবাদে আট বছরের একটি শিশু গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে যে, শূন্যে গুলি চালনো পাকিস্তানে নতুন কোনো ঘটনা নয়। ২০২৪ সালেও এরকম উদযাপন করতে গিয়ে অগ্নিকাণ্ডে ৯৫ জন আহত হয়েছিল। আর এবারের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং এখনো পর্যন্ত ৩৩ জনকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) এবার আধার কার্ডের সাথে ড্রাইভিং লাইসেন্স লিংক করা বাধ্যতামূলক
ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়ে দিল যে, এখন থেকে গাড়ির নম্বর ও ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। আর এটি সম্পূর্ণ অনলাইনে করা যাবে। এর জন্য ড্যাস ওয়েবসাইটে গিয়ে parivahan.gov.in ওয়েবসাইটে গিয়ে Vahan বা Sarathi পোর্টালের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। Vahan পোর্টালে গিয়ে মূলত গাড়ির রেজিস্ট্রেশন, চ্যাসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার দিয়ে মোবাইল নাম্বার আপডেট করতে হবে। আর Sarathi পোর্টালে গিয়ে লাইসেন্সের নাম্বার, জন্ম তারিখ ও রাজ্যের নাম দিয়ে যাচাই করতে হবে। আর এই প্রক্রিয়াটি না করলে নোটিশ থেকে শুরু করে জরিমানা বা গুরুত্বপূর্ণ তথ্য সময়মতো পৌঁছবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) ননদের সঙ্গে অবৈধ সম্পর্ক করে স্ত্রীকে নির্যাতন
হাওড়া সালকিয়ায় বাসিন্দা রিয়া হাজরা অভিযোগ করেছে যে, স্বামী শুভজিৎ হাজরার সঙ্গে ননদের অবৈধ সম্পর্ক ছিল। আর তা প্রতিবাদ করাতেই তিনি শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় নির্যাতনের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে সন্তান, শশুর, শাশুড়ির সামনেই তাকে নাকি মারধর করা হচ্ছে। হ্যাঁ, রিয়া জানিয়েছেন যে, বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে সম্পর্কে সন্দেহ হয় এবং প্রতিবাদের পর থেকেই নির্যাতন আরো বাড়ে। মালিপাচঘরা থানায় অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, বরং রিয়ার বাবাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে। বর্তমানে রিয়া বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) সল্টলেকে উদ্ধারের বদলে ভিডিও করছিল পুলিশ
সল্টলেকের এক ব্লক সংলগ্ন নতুন ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারানো একটি গাড়ি দুই বাইককে জোরে ধাক্কা মারে, যার একটিতে থাকা ডেলিভারি বয় সৌমেন মন্ডল রেলিং-এ আটকে আগুনে পুরেই মারা গিয়েছে। আর গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করা হলেও ওই ডেলিভারি বয়কে বাঁচানো সম্ভব হয়নি। এমনকি পুলিশ ও ট্রাফিক গার্ডরা নাকি ভিডিও করছিল বলে অভিযোগ উঠছে। এতে খুব স্থানীয়রা ইট ছুড়েছে, পুলিশ গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছিল। নাম্বার প্লেট থাকা সত্ত্বেও ১২ ঘন্টা পর চালক বা মালিককে গ্রেপ্তার করা হয়নি। যা নিয়ে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও উঠেছে প্রশ্ন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন