Top 10: বাংলাদেশে দুর্গা প্রতিমাতে আগুন, ভাবাদিঘি রেল প্রকল্পের কাজ, GST নিয়ে সুখবর! আজকের সেরা ১০ খবর

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ৪ সেপ্টেম্বর কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। বাংলাদেশে দুর্গা প্রতিমাতে আগুন, ভাবাদিঘি রেল প্রকল্পের কাজ, GST নিয়ে সুখবর, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে দেখে নেওয়া যাক।

১০) বাংলাদেশে দুর্গা প্রতিমাতে আগুন

বাংলাদেশের গাইবান্ধার সাদুল্লাপুরে দুর্গাপূজার আগে বিরাট অগ্নিকাণ্ড ঘটল। সোমবার রাত ১টার সময় হামিদপুর গ্রামের কামারপাড়া হামিদপুর দুর্গা মন্দির প্রাঙ্গণে দুষ্কৃতীরা প্রতিমাতে আগুন ধরিয়ে দেয়। এতে মা দুর্গা, লক্ষ্মী, কার্তিক, গণেশ সহ মোট পাঁচটি মূর্তি একেবারে ভস্মিভূত হয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করছে, মন্দির কমিটির দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরেই নাকি এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার অর গোটা গ্রাম জুড়ে সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক। পুলিশ তদন্ত করছে এবং দোষীদের খুঁজে আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) ভাবাদিঘি রেল প্রকল্পে কাজ করার নির্দেশ দিল হাইকোর্ট

অবশেষে কলকাতা হাইকোর্ট হুগলির ভাবাদিঘি রেল প্রকল্পে কাজ শুরু করার নির্দেশ দিয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকেই কাজ শুরু করতে হবে, এমনকি কোনো বিক্ষোভ বরদাস্ত করা হবে না। জেলা প্রশাসন এবং পুলিশকে সহযোগিতা করতে হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি ১৯ নভেম্বরের মধ্যে কাজের অগ্রগতি সম্পর্কে হলফনামা জমা দিতে হবে। উল্লেখ্য, তারকেশ্বর-বিষ্ণুপুর লাইনের ৮২.৪৭ কিলোমিটার রেল প্রকল্পের কাজ প্রায় শেষ, শুধুমাত্র ভাবাদিঘির ৬০০ মিটার অংশ বাকি। গ্রামবাসীদের বিক্ষোভেই এতদিন ধরে এই কাজ আটকে ছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) ২২ সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি, দাম কমবে সবকিছুর

জিএসটি কাউন্সিলের ৫৬ তম বৈঠকে কেন্দ্র সরকার বিরাট ঘোষণা করল। ২২ সেপ্টেম্বর থেকে নতুন হারে জিএসটি কার্যকর হবে। ব্যক্তিগত লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্সুরেন্সের জিএসটি সম্পূর্ণ মুকুব করা হচ্ছে। পাশাপাশি বিলাসবহুল পণ্য যেমন সিগারেট, পান মশলা ইত্যাদির ক্ষেত্রে ৪০% জিএসটি ধার্য করা হবে। তবে কর কাঠামো সহজ করতে ৫% এবং ১৮% স্ল্যাব কার্যকর করা হচ্ছে। আর ১৭৫ টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটাই কমবে, যার মধ্যে ৩৩ টি জীবন রক্ষাকারী ওষুধ এবং তিনটি ক্যান্সারের ওষুধ রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) অঙ্গনওয়াড়ি নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের রায়

সুপ্রিম কোর্ট বাংলায় আইসিডিএস সুপারভাইজার নিয়োগের মামলায় হাইকোর্টকে স্থগিতাদেশ দেয়নি। রাজ্যে সরকার চাইলে এখন নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে। মূলত মূল বিতর্ক ২০১৫ সালের গাইডলাইন নিয়ে, যেখানে শূন্যপদের ৫০% পদোন্নতি এবং ৫০% সরাসরি নিয়োগ করা হয়। কিন্ত রাজ্যে সরকার তা মেনে নিতে চায়নি। এই জন্যই অঙ্গনোয়ারি কর্মীরা হাইকোর্টে মামলা করতে বাধ্য হয়। তবে রাজ্য সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ চাইলে আদালত তা খারিজ করে দিয়েছিল। প্রসঙ্গত এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৭ অক্টোবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) তাপপ্রবাহে মৃত্যু হলে ২ লক্ষ টাকা দেবে রাজ্য

পশ্চিমবঙ্গ সরকার অতিরিক্ত তাপপ্রবাহকে প্রাকৃতিক বিপর্যয় হিসাবেই বর্ণনা করেছে। তাই এখন থেকে হিট ওয়েভ, হিট স্ট্রোক বা সান স্ট্রোকে কারোর মৃত্যু হলে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ সরকার। তবে এই ক্ষতিপূরণ দেওয়া হবে ময়নাতদন্তের রিপোর্ট যাচাই করার পর। যদিও আগে বজ্রপাত, বন্য প্রাণীর আক্রমণ সব আরো ১৪টি ঘটনা যুক্ত ছিল, তবে এবার এই তালিকায় তাপপ্রবাহ যুক্ত হল। বিশেষ করে দৈনিক খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের জন্য রাজ্য সরকারের এই অভিনব পদক্ষেপ তা বলা চলে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) বাবা-মাকে গুলি করে নিজে আত্মহত্যার চেষ্টা SI জয়দেব ভট্টাচার্যের

ঝাড়গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। হ্যাঁ, জঙ্গলমহলের ব্যাটেলিয়ান সাব-ইন্সপেক্টর জয়দেব ভট্টাচার্য তার নিজের বাবা-মাকেই গুলি করে খুন করে আত্মহত্যার চেষ্টা করেছে। গভীর রাতে গুলির শব্দে প্রতিবেশীরা পুলিশকে খবর দিয়েছে। পুলিশ এসে জয়দেব এবং তার বাবা-মার রক্তাক্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তাঁর বাবা ও মাকে মৃত বলে ঘোষণা করে। জয়দেব গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন। প্রাথমিক অনুমান, মানসিক চাপ থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) সজল ঘোষের বিরুদ্ধে পুরুষকে শ্লীলতাহানির অভিযোগ

বিজেপি নেতা সজল ঘোষের বিরুদ্ধে এবার পুরুষকে শ্লীলতাহানির অভিযোগে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। হ্যাঁ, অভিযোগ উঠছে, ৯ আগস্ট নবান্ন অভিযানের সময় তিনি এক পুরুষকে জুতো দেখিয়েছেন, যার ভিত্তিতে মামলা দায়ের করা হয়। সজল ঘোষ অভিযোগকে কটাক্ষ করে বলেছেন, জুতো দেখানো শ্লীলতাহানি? পুলিশ উদ্দেশ্যেপ্রণীত ভাবেই মামলা করেছে। তবে কলকাতা পুলিশ জানাচ্ছে, সজল ঘোষ শুধু জুতো দেখাননি, বরং মুখ্যমন্ত্রী ও সাংসদ দোলা সেনকে নিয়েও মন্তব্য করেছেন। তাই আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) ঝাড়খণ্ডে মাওবাদী দমন অভিযানে শহিদ ২ সেনা জওয়ান, আহত ১

ঝাড়খণ্ডের পালামুর মানাতু এলাকায় মাওবাদী দমন অভিযানে বৃহস্পতিবার গভীর রাত্রিবেলা তীব্র গুলির লড়াইয়ের শহীদ হয়েছেন দুইজন এবং গুরুতর আহত হয়েছে আরো একজন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কুখ্যাত মাওবাদী নেতা ও TSPC কমান্ডার শশীকান্ত গঞ্জুকে ধরতে কেদাল গ্রামে অভিযান চালানো হয়েছিল। হঠাৎ মাওবাদীদের গুলিতে তিন জওয়ান আহত হয়েছে, যাদের মধ্যে দুজনের মৃত্যু হয় হাসপাতালে। অন্যদিকে একজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) দুর্গাপূজার আগে শিয়ালদা ডিভিশনে জোড়া লোকাল ট্রেন

দুর্গাপূজার আগেই যাত্রীদের জন্য বিরাট সুখবর দিল পূর্ব রেল। শিয়ালদা বিভাগে ৫ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে চারটি নতুন এসি লোকাল। এর মধ্যে রানাঘাট-বনগাঁ-শিয়ালদা এবং শিয়ালদা-কৃষ্ণনগর রুটে যাত্রীরা প্রচুর উপকৃত হবে। ফলে আপ-ডাউন মিলিয়ে মোট ছয়টি এসি লোকাল চলবে। শিয়ালদা-কৃষ্ণনগর ট্রেন মায়াপুর ইসকনগামী পর্যটকদের জন্য আরামদায়ক যাত্রা দেবে। পাশাপাশি বিধান নগর, কল্যাণী, কল্যাণী-শিয়ালদা এবং বারাসাত-হাসনাবাদ শাখায় আরো নন এসি লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) পাঁচ বছর ধরে মিড-ডে মিলের টাকা খাচ্ছেন কাটোয়ার স্কুলের শিক্ষক

কাটোয়ার কৈথন অবৈধ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডলের বিরুদ্ধে এবার মিড-ডে মিলের টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে। হ্যাঁ, অভিযোগ উঠছে যে, ২০১৮ সাল থেকে তিনি স্কুলে ৮২ জন পড়ুয়া থাকলেও রেকর্ডে ৪১০ জন দেখিয়ে পাঁচ বছরে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। অন্য শিক্ষকরা এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিডিও ও স্কুল পরিদর্শকের কাছে। তবে প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করে করেছেন। প্রশাসন জানিয়েছে, এই ঘটনার তদন্ত করে প্রমাণ মিললে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment