সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ১০ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। নৈহাটিতে গঙ্গায় গাড়ি তলিয়ে যাওয়া, রাজ্যে জগন্নাথ ধামের পর ‘দুর্গা অঙ্গন’, কারখানায় ম্যাগনেট ছিঁড়ে মৃত্যু, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে দেখে নেওয়া যাক।
১০) এবার CBSE বোর্ডে হবে ওপেন বুক পরীক্ষা
CBSE বোর্ড ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে ওপেন বুক পরীক্ষা চালু করতে চলেছে। হ্যাঁ, এর মাধ্যমে পরীক্ষায় বই এবং নোট ব্যবহার করা যাবে। মূলত ল্যাংগুয়েজ, অংক, বিজ্ঞান এবং সোশ্যাল সাইন্সে এই পদ্ধতি প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। এতে শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা বাড়বে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে ২০১৪-২০১৭ সালে সীমিতভাবে এই পদ্ধতি চালু করে দেখা হয়েছিল। তবে পরে তা বন্ধ হয়ে যায়। কিন্তু এবার পুনরায় এই পদ্ধতি চালু হতে চলেছে। শিক্ষকরা এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) কেরালায় কাজ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু আবুল হোসেনের
কেরালায় কাজ করতে গিয়ে আলিপুরদুয়ারের ফলাকাটার ২৭ বছরের যুবক আবুল হোসেনের রহস্যজনক মৃত্যু নিয়ে তোলপাড় গোটা দেশ। হ্যাঁ, ২৭ জুলাই রংমিস্ত্রীর কাজ করতে তিনি কেরলে যান। তবে ৮ আগষ্ট কত্তাকাল থানার পাশের ঝোপ থেকে তার হাত পা বাঁধা মৃতদেহ উদ্ধার হয়েছে। পরিবার দাবি করছে, এটি পরিকল্পিতভাবেই খুন এবং এ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানানো হয়েছে। এই ঘটনায় গোটা ফালাকাটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এখন ভিনরাজ্যের শ্রমিকদের উপর হামলার আশঙ্কা যে দিনের পর দিন বাড়ছে, তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) আদিযোগী যাওয়ার পথে পুলিশের কাছে গ্রেপ্তার দ্বীপ
বর্ধমানের শিব ভক্ত দীপ দণ্ডি কেটে অদিযোগী যাচ্ছিল। তবে যাওয়ার পথে সেহারা বাজারে নবনির্মিত রামকৃষ্ণ আশ্রমে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাকে পুলিশ আটক করেছে। স্থানীয়রা দাবি করছে, সে নাকি মদ, গাঁজা বা মাংসের আসর বসাত। হ্যাঁ, সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলছিল সে। মূলত গোপন সূত্রে খবর পেয়েই পুলিশ অভিযানে নামে। তবে কেউ কেউ মনে করছে যে, দীপ সত্যিই নির্দোষ, তাঁর সঙ্গীরাই তাকে এইসব কাজে বাধ্য করছে। যদিও পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) নৈহাটিতে পুজো দিতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল গাড়ি
নৈহাটিতে বড়মার পূজা দিতে এসে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। হ্যাঁ, এক পরিবারের গাড়ি গঙ্গার জোয়ারে ডুবে গিয়েছে। গাড়িটি মূলত নৈহাটি ফেরিঘাটের কাছে পার্কিং করা ছিল। তবে সেখানে আগে থেকেই পার্কিং নিষিদ্ধ ছিল। জোয়ার আসলেই গাড়িটি তলিয়ে যায়। তবে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় তা উদ্ধার করা সম্ভব হয়। সবথেকে বড় ব্যাপার, গাড়িতে কেউ ছিল না, ফলে বড়সড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেকে প্রশাসনের অবহেলাকেই এই ঘটনার পিছনে দায়ী করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) কলকাতা ও শহরতলীতে ছুটবে ২০০টি এসি বাস
এবার কলকাতা ও শহরতলীতে ছুটবে ২০০ টি এসি সিএনজি বাস। হ্যাঁ, ইতিমধ্যেই মিলে গিয়েছে সবুজ সংকেত। রিপোর্ট বলছে, এই নতুন বাস পরিষেবার জন্য রাজ্যের অর্থ বিভাগ ১২৫ টাকা অনুমোদন করেছে। মূলত দুর্গাপূজার আগেই এই বাস পরিষেবায় নেমে যাবে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, এর মধ্যে থাকবে সেমি ডিলাক্স বাস, মিডি বাস। মূলত এই বাসগুলো উল্টোডাঙ্গা-বিমানবন্দর, উল্টোডাঙ্গা-শাপুরজি, ধর্মতলা-দমদম, বেলগাছিয়া-সায়েন্স সিটি রুটে চলবে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া গিয়েছে। শুধু এখন সময়ের অপেক্ষা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) পাকিস্তানের জাফর এক্সপ্রেসে ভয়াবহ হামলা
ফের পাকিস্তানের জাফর এক্সপ্রেসে হামলা। মূলত বেলুচিস্তানের কাছে ট্রেনটি আসা মাত্রই হামলা হয় বলে জানা যাচ্ছে। আর এই বিস্ফোরণের আঘাতে ট্রেনটির ৬ টি কামরা লাইনচ্যুত হয়েছে। জানা যাচ্ছে, ট্রেনটি রওনা দেওয়ার কিছুক্ষণ পরই রেল ট্র্যাকে আইআইডি বিস্ফোরণ হয়। যদিও এখনো পর্যন্ত এতে কোনো হতাহতের খবর মেলেনি। জানা যাচ্ছে, কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় রেললাইনে একটি বোমা পেতে রাখা হয়েছিল। আর সেটি বিস্ফোরণ ঘটেই এই ঘটনা। কিন্তু প্রাথমিকভাবে এই বিস্ফোরণের আঘাতে বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন। তবে চোট খুব গুরুতর নয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) দুর্গাপুরের কারখানায় ক্রেনের ম্যাগনেট ছিঁড়ে মৃত্যু এক শ্রমিকের
দুর্গাপুরের বামুনাড়া শিল্প তালুকের এক বেসরকারি পাইপ কারখানায় রবিবার রাতে ক্রেনের ম্যাগনেট ছিঁড়ে ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। হ্যাঁ, তার নাম সায়ন যাদব, বয়স ২৫। আরো দুজন গুরুতর আহত হয়েছে। আহতরা বর্তমানে হাসপাতালে ভর্তি। শ্রমিকদের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স কিছুই ছিল না ওই কারখানায়। ঘটনার পর ক্ষতিপূরণ এবং নিরাপত্তার দাবিতে বিক্ষোভ হয়েছে। পাশাপাশি আইএনটিটিইউসি-এর নেতৃত্বে ক্ষতিপূরণের দাবি জানিয়ে সতর্ক করা হয়েছে, নিরাপত্তা নিশ্চিত না হলে আন্দোলনও করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) প্রথম দিনেই বিনা টিকিটে যাত্রা এসি লোকাল ট্রেনে
সোমবার থেকে শিয়ালদা-রানাঘাট এসি লোকাল চালু হয়েছে, যা দুর্গাপূজার আগে যাত্রীদের মধ্যে সবথেকে বড় উচ্ছ্বাস। তবে প্রথম দিনই এক যুবক বিনা টিকিটে উঠে ধরা পড়লেন এবং ফাইন গুনলেন, যা ছবি রীতিমতো ভাইরালা সামাজিক মাধ্যমে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। কেউ সমালোচনা করছেন, আবার কেউ রসিকতা করছেন। রেলের নিয়ম অনুযায়ী, নন এসি টিকিট নিয়ে এসি লোকালে উঠলে ২৫০ টাকা জরিমানা গুনতে হবে এবং ভাড়াও দিতে হবে। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত ১২টি স্টেশনে থামবে এই ট্রেন আর দূরত্ব অনুযায়ী মোটামুটি ৩৫ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত ভাড়া রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) উত্তরপ্রদেশে আবদুসের সমাধিকে ঘিরে বিক্ষোভ
উত্তরপ্রদেশের ফতেহপুরে নবাব আবদুসের সমাধিকে ঘিরে এবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও ভাঙচুর হল। এক পক্ষের দাবি, এই সমাধির নীচে প্রাচীন মন্দির রয়েছে। তবে অন্য পক্ষ বাধা দিলে আরো উত্তেজনা বাড়ে। বিজেপি নেতা একে ঠাকুরবাড়ি মহাদেবের মন্দির বলেও দাবি করছে। হিন্দু সংগঠনের ভাঙচুরে রাজনৈতিক বিতর্কও হয়েছে। জাতীয় উলামা কাউন্সিল বিজেপিকে ইতিহাস বিকৃত ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগও করেন এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) রাজ্যে জগন্নাথ ধামের পর ‘দুর্গা অঙ্গন’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর রাজ্য মন্ত্রিসভায় এবার দুর্গা অঙ্গণ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটন দপ্তর এবং হিডকো যৌথভাবেই এটি তৈরি করবে। এমনকি একটি ট্রাস্টও গঠন করা হবে। স্থান এবং বাজেট খুব শীঘ্রই ঘোষণা করা হবে। উল্লেখ্য, ইউনেস্কো স্বীকৃত দুর্গাপুজোকে সম্মান জানিয়ে এই সাংস্কৃতিক কেন্দ্র দীঘার জগন্নাথ ধামের আদলে তৈরি করা হবে। রাজনৈতিক মহলে এটি বিজেপির হিন্দুত্ব রাজনীতির পাল্টা পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মমতা ব্যানার্জি জানিয়েছেন যে, মা দুর্গা জাতীয় সম্পদ এবং সারা বছর দর্শনের জন্য তা উন্মুক্ত থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন