Top 10: মালেগাঁও বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস, দুর্গাপূজায় অনুদান বৃদ্ধি, F-35 দুর্ঘটনা! আজকের সেরা ১০ খবর

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্য রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজকের দিনে কোথায় কী ঘটেছে? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা ১০ খবর, যা না পড়লে মিস করবেন অনেক কিছু। বন্দে ভারতের টিকিট কেটে শতাব্দী এক্সপ্রেস কিংবা রাশিয়ায় অগ্নুৎপাত, পাশাপাশি ১৭ বছর পর মালেগাঁও বিস্ফোরণ মামলার বেকসুর খালাস কিংবা পূজা কমিটিকে অনুদান বাড়ানো, সবই হয়েছে আজ। চলুন একে একে শুরু করা যাক, আজকের সেরা ১০ খবর…

১০) বন্দে ভারতের টিকিট কেটে শতাব্দী এক্সপ্রেস

নিউ জলপাইগুড়ি স্টেশনে ঘটল অবাক করা ঘটনা। হ্যাঁ, বন্দে ভারতের টিকিট কেটে যাত্রীদের উঠতে হল শতাব্দী এক্সপ্রেসে। বুধবার ট্রেনে ওঠার সময় যাত্রীরা দেখেন যে, নির্ধারিত সময় ট্রেন আসলেও তা বন্দে ভারত নয়, বরং শতাব্দী এক্সপ্রেস। রেলের তরফ থেকে জানানো হয়েছে, বন্দে ভারত ট্রেনটির রুটিন চেকাপে জেনারেটর এবং এসি কম্পার্টমেন্টে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। তাই এলএইচবি কোচ সহ শতাব্দি এক্সপ্রেসের ব্যবস্থা করা হয়। যাত্রীরা উচ্চমূল্যের টিকিট কেটেও ভিন্ন ট্রেনে যাত্রা করাতে ক্ষোভে ফেটে পড়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) রাশিয়ায় জেগে উঠল আগ্নেয়গিরি Klyuchevskoy

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে রিখটার স্কেলের ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর জেগে উঠল আগ্নেয়গিরি Klyuchevskoy। হ্যাঁ, এটাই ইউরোপ তথা এশিয়ার মধ্যে সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি। অগ্নুৎপাত শুরু হতে কমলা রঙের লাভা চূড়া থেকে গড়িয়ে পড়ছে। আর এই চূড়ার উচ্চতাও প্রায় ১৫ হাজার ফুট পর্যন্ত। বিজ্ঞানীরা আশঙ্কা করছে যে, খুব তাড়াতাড়ি এখানে বড়সড় বিস্ফোরণ হতে পারে। কারণ ভেতরে প্রচুর পরিমাণে ছাই, গ্যাস এবং লাভা জমে রয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল কামচাটকার পশ্চিম উপকূল। আর সেখানে ইতিমধ্যে সুনামি সর্তকতা জারি হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) স্বাধীনতা দিবসের আগেই ছুটবে এসি লোকাল ট্রেন

আগামী স্বাধীনতা দিবসের আগেই বাংলায় প্রথম এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে। আগামী ১০ আগস্ট শিয়ালদা ডিভিশনে এই ট্রেনের উদ্বোধন হতে পারে বলে জানা গিয়েছে। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। শিয়ালদা-রানাঘাট রুটে এই ১২ কোচের এসি ইএমইউ ট্রেনটি চলবে, যা চেন্নাইয়ের আইসিএফ-এ তৈরি করা হয়েছে। প্রসঙ্গত, এটি পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন। এর ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ কিলোমিটার পর্যন্ত ২৯ টাকা, এবং ১১ থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত ৩৭ টাকা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) আমেরিকায় ভেঙে পড়ল যুদ্ধবিমান F-35

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান। যদিও পাইলট নিরাপদে প্যারাসুটের মাধ্যমে বেরিয়ে আসতে পেরেছেন। প্রসঙ্গত, সম্প্রতি ভারতের কেরলেও এই একই মডেলের একটি বিমান ইমারজেন্সি ল্যান্ডিং করেছিল। পরপর একইরকম ঘটনায় বিমানটির নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। বর্তমানে এই বিমানটি বিশ্বের অন্তত ২০টি দেশ ব্যবহার করে। শক্তিশালী প্রযুক্তি থাকা সত্ত্বেও প্রচুর খরচ, ডেলিভারি বিলম্ব এবং দুর্ঘটনার কারণে এই বিমান বিতর্কে জড়িয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) ১৭ বছর পর মালেগাঁও বিস্ফোরণ মামলার বেকসুর খালাস

১৭ বছর পর ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় মুম্বাইয়ের এনআইএ স্পেশাল কোর্টে প্রজ্ঞা ঠাকুরসহ আরো ৭ জন অভিযুক্তকে বেকসুর খালাস করা হয়েছে। ওই বিস্ফোরনে ৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন। প্রজ্ঞা ঠাকুরের নাম বাইকের রেজিস্ট্রেশনের সঙ্গে মেলায় তার বিরুদ্ধে গুরুত্ব অভিযোগ ওঠে। আর রাষ্ট্রপক্ষ ৩২৩ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছিল। তবে উপযুক্ত প্রমাণ না থাকায় আদালত জানিয়ে দিয়েছে যে, বিস্ফোরণ ঘটেছে তা প্রমাণিত হলেও মোটরসাইকেলে বোমা রাখা হয়েছিল, তার কোনো প্রমাণ মেলেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) কর্নাটকের মহিলার দেহে মিলল বিরল রক্তের গ্রুপ

ভারতের কর্নাটকে একটি ৩৮ বছর বয়সে মহিলার শরীরে পাওয়া গেছে বিরল রক্তের গ্রুপ, যা আগে কখনো বিশ্ব দেখা যায়নি। প্রথমে তার রক্ত O পজেটিভ আসে। কিন্তু তা ট্রান্সফিউশনের সময় রিপোর্টে মেলেনি। এরপর বিশ্লেষণ করে দেখা যায় যে, তার রক্তে একটি নতুন ধরনের অ্যান্টিজেন রয়েছে। দশ মাসের গবেষণার পর ব্রিটেনের ল্যাব নিশ্চিত করেছে যে, এটি একটি নতুন রক্তের গ্রুপ, যার নাম দেওয়া হয়েছে CRIB। তবে সবথেকে বড় ব্যাপার, ওই মহিলার হৃদযন্ত্রের অস্ত্রোপচার কোনো রক্ত ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় নয়া মোড়

২০১৬ সালের প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছিল। আর রাজ্য সরকার সেই রায়কে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে শুনানি চালাচ্ছে। রাজ্য সরকারের দাবি যে, ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যারা ২০১৬ সালে নিযুক্ত হয়েছিল, তাদের D.El.Ed না থাকলেও প্রশিক্ষণ নিয়েছে। কেবলমাত্র ২০১৭ সালের পর প্যানেলের বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত ৩০০ জন শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) পূজা কমিটিগুলিকে ২৫ হাজার টাকা অনুদান বাড়াল মুখ্যমন্ত্রী

দুর্গাপূজোর প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট সিদ্ধান্ত নিলেন। হ্যাঁ, এবার ক্লাবগুলির অনুদান বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করার ঘোষণা করল, যা আগের থেকে ২৫ হাজার টাকা বেশি। আগেরবার ৮৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী এদিন প্রশাসনকে আগেভাগেই সতর্ক থাকা নির্দেশ দিয়েছেন। আর এবার পূজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর এবং ক্লাবগুলিকে তিন দিন সময় দেওয়া হবে প্রতিমা বিসর্জনের জন্য। পরিবহন দপ্তরকে বেশি পরিমাণে গাড়ি চালানো এবং দীর্ঘ সময় পরিষেবার দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) মালেগাঁও নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহের

মালেগাঁও বিস্ফোরণ মামলায় যথাযথ প্রমাণের অভাবে বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরসহ আরো ৭ অভিযুক্তকে বেকসুর খালাস করেছে আদালত। আর এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় বলেছেন, হিন্দু কখনো সন্ত্রাসী হতে পারে না। বিজেপি নেতা অমিত মালব্য কংগ্রেসকে নিশানা করে বলেছেন যে, গেরুয়া সন্ত্রাসের মিথ্যা আখ্যান তুলে ধরে কংগ্রেস হিন্দুদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছে। তিনি কংগ্রেস নেতাদের ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) ইরান থেকে তেল কেনায় ভারতের ৬ সংস্থাকে নিষিদ্ধ করল আমেরিকা

আমেরিকা ইরান থেকে তেল কেনার পর এবার ভারতের ৬টি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করা হল। মোট ২০টি আন্তর্জাতিক সংস্থার বিরুদ্ধে এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে ভারতের Alchemical Solutions, Persistent Petrochem, Global Industrial Chemicals সংস্থাগুলি রয়েছে। অ্যালকেমিকেল সলিউশন ৮৪ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে বলে খবর। এদিকে গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালের পরিমাণ ৫১ মিলিয়ন ডলার। আমেরিকা দাবি করছে, এই সংস্থাগুলি নিষেধাজ্ঞা অমান্য করে ইরানে অর্থ যোগান দিচ্ছে, যা পশ্চিম এশিয়ার জন্য ক্ষতি। তাই ট্রাম্প প্রশাসন এবার আমেরিকায় থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করে দেবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment