সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ নভেম্বর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bengali News) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। মেয়েকে বাবার ধর্ষণ, তৃণমূল নেতার মৃত্যু, এটিএম লুট, সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) লোপাট হওয়া টাকা ফেরত পেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
সম্প্রতি জালিয়াতির শিকার হয়ে ৫৬ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে উধাও হয়ে গিয়েছিল তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তবে আবারও তা ফিরিয়ে দিল ব্যাঙ্ক। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে কালীঘাট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানিয়েছিলেন যে, শ্রীরামপুরের সংসদের ছবি এবং মোবাইল নম্বর ব্যবহার করে কালীঘাটের অ্যাকাউন্ট থেকে ৫৬ লক্ষ টাকা বিধানসভার অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে। পরে অভিযোগের ভিত্তিতেই সেই লোপাট হয়ে যাওয়া টাকা কল্যাণের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয় ব্যাঙ্ক। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) বীরভূমে ছাগল চড়ানো নিয়ে তৃণমূল নেতার মৃত্যু
বুধবার সকালে বীরভূমের লাভপুরের কুসুমগরিয়া গ্রামে ছাগল চড়ানো নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল ঝামেলা। এমনকি শুরুতে ঝামেলা হলেও পরে দুই পক্ষ লাঠি, বাঁশ, লোহার রড দিয়ে একে অপরের উপর চড়াও হয়। পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তবে পুলিশ ঘটনাস্থলে আসার আগে দুই গোষ্ঠীর মধ্যে মারামারি চলে। এর ফলে মোট ৬ জন জখম হয় এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাদের। তবে সংঘর্ষের ফলে গত শুক্রবার রাতে ৬৫ বছরের আব্দুর রহমান মল্লিক নামের এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) এসএসসি’র ফল প্রকাশ হলেও এখনই নয় নিয়োগ প্রক্রিয়া
আজ স্কুল সার্ভিস কমিশনের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশ। পরীক্ষার ৫৪ দিনের মাথায় ফলাফল প্রকাশ করল এসএসসি। তবে এ নিয়ে এখনও পর্যন্ত আইনি জটিলতা দেখা যাচ্ছে। জানা গিয়েছে, কমিশনের শিক্ষক নিয়োগের অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত নম্বর দেওয়া সিদ্ধান্ত নিয়ে যে মামলা হাইকোর্টে দায়ের করা হয়েছিল, তা এখনও পর্যন্ত ফয়সালা করেননি বিচারপতি অমৃতা সিনহা। আর সে কারণে মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে না। ফলে আপাতত ফল প্রকাশিত হলেও নিয়োগের জন্য অপেক্ষা করতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) ফের আরামবাগের রামকৃষ্ণ সেতু দিয়ে বন্ধ যান চলাচল
রামকৃষ্ণ সেতু সংস্কারের নামে হুগলির আরামবাগে দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছিল বাস চলাচল। তবে অবশেষে সেই সেতু খুললেও আবারও চিন্তায় হাত সকলের মাথায়। কারণ, আরামবাগের রামকৃষ্ণ সেতু দিয়ে তিন দিন সমস্ত রকম যান চলাচল বন্ধ করে দেওয়া হল। জানা যাচ্ছে, ৮ নভেম্বর অর্থাৎ শনিবার সকাল ছয়টা থেকে আগামী ১১ নভেম্বর মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত এই সেতুর উপর দিয়ে চারচাকা চলাচল করতে পারবে না। শুধুমাত্র বাইক বা দুই চাকার যানবাহন চলাচল করতে পারবে। আর সাধারণ মানুষ পায় হেঁটে যেতে পারবে। ইতিমধ্যে এ নিয়ে মাইকিং প্রচার শুরু হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) আগামীকাল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
ফের বন্ধ হবে বিদ্যাসাগর সেতু। রবিবার আবারও বহু মানুষের উপর চাপ পড়তে চলেছে। ৯ নভেম্বর বেশ কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি ব্রিজ। জানা যাচ্ছে, ভোর পাঁচটা থেকে রাত ন’টা পর্যন্ত সমস্ত যান চলাচল বন্ধ থাকবে এই সেতু দিয়ে। কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মার জারি করা একটি বিজ্ঞপ্তি অনুযায়ী সেতুর স্টে এবং হোল্ডিং-ডাউন কেবল এবং বিয়ারিং প্রতিস্থাপনের জন্যই এই সেতুটিকে বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এজেসি বোস রোড, কেপি রোড, সিজিআর রোড, খিদিরপুর এবং সংলগ্ন এলাকা থেকে আসা যানবাহনগুলিকে ডাইভারশন দিয়েছে কলকাতা পুলিশ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) রাতের অন্ধকারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এটিএম লুট
রাতের অন্ধকারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেই দুঃসাহসিক চুরি দুর্গাপুরে, তাও এটিএম লুট। জানা যাচ্ছে, টাউনশিপ কেমিক্যালস কলোনি এলাকায় এই ঘটনা ঘটেছে শুক্রবার রাতে। শনিবার সকালে যখন স্থানীয়রা টাকা তুলতে আসে, তখন দেখে মেশিনটি ভাঙা অবস্থায় পড়া। এমনকি কাউন্টারের বাইরে সিসিটিভি ক্যামেরা ছিল, সেটিও উধাও। সূত্র বলছে, কেউ যাতে না দেখতে পায় তার জন্য আগেই ওই দুষ্কৃতীরা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। তবে পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলের এসে তদন্ত শুরু করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নথি চেয়ে মৃতদেহ ফেলে উধাও পরিবার
রাজ্যজুড়ে এখন একটাই স্বর এসআইআর। তবে তারই মধ্যে এক অবাক কান্ড ঘটল আলিপুর জেলা হাসপাতালে। সার্টিফিকেটের জন্য মৃতার পরিচয়পত্র নথি চাওয়ার মাঝে হঠাৎ করে উধাও হয়ে গেল পরিবারের সদস্যরা। এমনকি যোগাযোগ করা যায়নি রেজিস্ট্রেশন লেখা মৃতার আত্মীয়র সঙ্গেও। সূত্রের খবর, ৫ নভেম্বর বেলা সাড়ে এগারোটা নাগাদ সঞ্জিতা বিবি নামের ৪২ বছরের এক মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তবে তাকে গুরুতর অবস্থায় আইসিইউতে ট্রান্সফার করা হয়। তবে সন্ধ্যাবেলা তিনি মারা যান। এরপরেই ঘটে এরকম কান্ড। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) শান্তিনিকেতন থেকে সরানো হবে সোনাঝুরি হাট
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এলাকা শান্তিনিকেতন। তবে জানা যাচ্ছে, বোলপুর শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সোনাঝুরি হাট নাকি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে প্রশাসন। হ্যাঁ, সম্প্রতি বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন বন বিভাগের জমি থেকে সোনাঝুরি হাট স্থানান্তর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। রাজ্যের কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেছেন যে, সোনাঝুরি হাটের জন্য বিকল্প স্থান খুঁজে বার করার প্রচেষ্টাও চলছে। আর এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েতে মিলছে না লক্ষ্মীর ভান্ডার
পশ্চিমবঙ্গ সরকারের চালু করা জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল লক্ষ্মীর ভান্ডার। তবে সূত্রের খবর, গত তিনমাস ধরে দুটি বিজেপির অধিকৃত গ্রাম পঞ্চায়েতের ১২ হাজারের বেশি উপভোক্তা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না। আর এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে উদ্বেগ। ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েত এবং গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় তিন মাস ধরেই বন্ধ লক্ষ্মীর ভান্ডার। এমনকি ১২ হাজার মহিলা তা পাচ্ছে না। গ্রামবাসীরা অভিযোগ করছে, এই দুটো গ্রাম যেহেতু বিজেপির আওতায়, তাই শাসকদল ইচ্ছে করে এখানে লক্ষ্মীর ভান্ডার দেয় না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ডায়মন্ড হারবারে নিজের নাবালিকা মেয়েকেই ধর্ষণ বাবার
ফের এক হাড়হিম করা ঘটনা ডায়মন্ড হারবারে। নিজের নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ এক বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে। জানা যাচ্ছে, দেউলার এলাকায় ১৪ বছরের নাবালিকা কন্যাকে একাধিকবার তার বাবা আশাদুল শেখ ধর্ষণ করেছে, এমনকি কাউকে সে কথা না জানার হুমকিও দিয়েছে। তবে পরে নাবালিকা তার মা বাড়ি ফেরাতে সব কিছু বলে দেয়। শেষ পর্যন্ত অত্যাচার সহ্য করতে পারেনি নাবালিকায় মা। মেয়ের উপর অত্যাচারের প্রতিবাদে স্বামীর বিরুদ্ধে উস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ধর্ষিতার মা। ইতিমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন