সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৪ অক্টোবর। দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। রাজস্থানে বাসে অগ্নিকাণ্ড, সাংবাদিককে কুপিয়ে খুন, আদিবাসী মহিলাকে ধর্ষণ, সবকিছুই রয়েছে আজকের এই প্রতিবেদনে। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) বাজি ফাঠানোর কারণে গড়িয়াতে দম্পতিকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি
কালীপুজোর বিসর্জনে শব্দবাজি ফাটানোকে কেন্দ্র করে এবার গড়িয়ায় তুমুল অশান্তি ছড়াল। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে গড়িয়া নেতাজিনগর থানা এলাকায় স্থানীয় খেলাঘর ক্লাব থেকে কালীপূজার বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছিল। তবে জোরে গান-বাজনার পাশাপাশি শব্দবাজি ফাটানো হচ্ছিল। আর সে সময় বাজি এসে ফাটে এক মহিলার পায়ের কাছে। তবে মহিলা প্রতিবাদ করাতে তাকে মদ্যপ অবস্থায় সবাই লাথি-ঘুষি, চর, থাপ্পর মারার পাশাপাশি শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) উত্তরপ্রদেশে ভর সন্ধ্যায় সাংবাদিককে কুপিয়ে খুন, এনকাউন্টার পুলিশের
উত্তরপ্রদেশে ভর সন্ধ্যায় সাংবাদিককে ঘুপিয়ে খুন করা হল। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা প্রয়াগরাজ সিভিল লাইন এলাকায় এক হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল সাংবাদিক লক্ষীনারায়ন সিং অরফে পাপ্পু। বয়স তাঁর ৫৪। আচমকাই তাঁর উপর হামলা হয় এবং গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসাকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই হামলার সঙ্গে জড়িত বিশাল নামের এক দুষ্কৃতীকে এনকাউন্টার করেছে পুলিশ। তবে সে বর্তমানে হাসপাতালে ভর্তি। পাশাপাশি আরও দু’জনকে ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) আসানসোলে আদিবাসী মহিলাকে ধর্ষণ
এবার আসানসোলের আদিবাসী মহিলাকেই করা হল ধর্ষণ। জানা যাচ্ছে, গত বুধবার রাতে আসানসোল পুরোনো গ্রামের ১০৩ নম্বর ওয়ার্ডের কুলটি থানার রক্তা গ্রামে ওই আদিবাসী মহিলাকে ধর্ষণ করা হয়েছে। বাড়ির লোকের অনুপস্থিতিতেই ওই পাড়ারই এক ব্যক্তি বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণ করেন। এমনকি পরের দিন ওই মহিলা তার পরিবারকে খবর জানাতেই গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই অভিযুক্ত যুবককে এলাকার বাসিন্দারা ধরে গণধোলাই করেন। পাশাপাশি কুলটি থানার শাঁকতোড়িয়া ফাঁড়ির পুলিশের কাছে খবর পৌঁছানো মাত্রই তাকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) শুভেন্দুর আইনি রক্ষাকবচ তুলে নিল কলকাতা হাইকোর্ট
২০২২ সালের ২৮ ডিসেম্বর বিচারপতি রাজাশেখর মান্থা রক্ষাকবচ মামলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একটি আইনি রক্ষাকবচ দিয়েছিল। তবে এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করার অধিকার ছিল না। শেষ পর্যন্ত আজ সেই রক্ষাকবচ তুলে নেওয়া হল। এমনকি কোনও অভিযোগ আসলে এবার থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে আইনগত আর কোনওরকম বাধা থাকবে না, পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে। এদিন তার বিরুদ্ধে চলা মোট ২০টি মামলা নিস্পতির আবেদন জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে। আর সে সময়ই রক্ষাকবচ তোলার নির্দেশ দিয়েছিল বিচারপতি জয় সেনগুপ্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) দিল্লি স্পেশাল সেলের জালে কুখ্যাত দুই ISIS জঙ্গি
বড়সড় জঙ্গি হামলার ছক ছিল দিল্লিতে। বানচাল হয়ে গেল সবকিছু। জানা যাচ্ছে, শুক্রবার সকালবেলা কুখ্যাত সঙ্গী সংগঠন ISIS এর দুই কুখ্যাত সদস্যকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। জানা গিয়েছে, তারা পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISIS এর মদতে ভারতে নাশকতার ছক করেছিল। এমনকি দিল্লির ফিদাঁয়ে তাদের হামলার ছক ছিল। সন্দেহভাজনদের মধ্যে একজনকে দক্ষিণ দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে আর অন্যজনকে মধ্যপ্রদেশ থেকে। সবথেকে বড় ব্যাপার, তারা আইইডি বিস্ফোরণের ছক কষেছিল। পাশাপাশি দু’জনের কাছ থেকে অস্ত্রশস্ত্র, বোমা তৈরির সামগ্রী পাওয়া গেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) বাজি ফাটানোয় শিশুদেরকে মারধর, কোচবিহারের এসপিকে সরাল নবান্ন
বাজি ফাটানোতে মহিলা এবং শিশুদেরকে মারধর করেছিল কোচবিহারের এসপি দ্যুতিমান ভট্টাচার্য। আর এবার তাকেই পদ থেকে সরিয়ে দিল নবান্ন। সে সময় অভিযোগ উঠেছিল, হাফপ্যান্ট এবং স্যান্ডো গেঞ্জি পরে মাথায় পট্টি বেঁধে দীপাবলীর রাতে বাংলো থেকে তিনি বেরিয়ে এসেছিলেন। এমনকি ডান্ডা হাতে মহিলা, শিশু ও এক স্কুল শিক্ষককে মারধর করেন। তবে সে অভিযোগ অস্বীকার করেন। তবে গতকাল বৃহস্পতিবার একটি জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, আসানসোল দুর্গাপুর কমিশনারেটের ডিসি সন্দীপ কাররাকে এবার কোচবিহার পুলিশ সুপার হিসেবে আনা হচ্ছে। তবে তিনি আপাতত থার্ড ব্যাটালিয়নের কমান্ডো বাহিনীর অফিসারের পদ সামলাবেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) শিলিগুড়ি রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনার শিকার পরিযায়ী শ্রমিকের বাস
শিলিগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা। শিলিগুড়ি জলপাইগুড়ি রাজ্য সড়কের রাজগঞ্জের ভুটকিরহাটের কাছে এক বেসরকারি বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ লাগে। আর ওই বাসটি মূলত অসম থেকে বিহারের দিকে যাচ্ছিল। ওই বাসে ছিলেন ইটভাটার শ্রমিকরা। সকলেই অসম থেকে বিহারে কাজ করতে যাচ্ছিলেন। বাসের সামনে ভেঙে গিয়েছে। এমনকি ঘটনায় আহত হয়েছে বহু মানুষ। তবে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আহতদেরকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ফুলবাড়ী বেসরকারি হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) রাজস্থানে এবার মিলল টন টন সোনার ভান্ডারের হদিশ
রাজস্থানে এবার মিলল বিরাট সোনার ভান্ডারের হদিশ। জানা যাচ্ছে, রাজস্থান আদিবাসী অধ্যুষিত বাঁশওয়ারা জেলায় একটি সোনার খনির খোঁজ মিলেছে। যেখানে মোটামুটি ২২২ টন সোনা মজুদ রয়েছে। আর এই বিপুল পরিমাণে সোনা যদি উত্তোলন করা হয়, তাহলে দেশের অর্থনীতির সংজ্ঞা পুরো বদলে যাবে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এমনকি এর আগে রাজস্থান সরকার ভূকিয়া-জগপুরা খনির ব্লকের নিলাম করেছিল। আর সেখানেও একটি সংস্থা লাইসেন্স পেয়েছিল। তবে এখন বর্তমানে এই খনির জন্য লাইসেন্সের অপেক্ষা করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) শিলিগুড়ি নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু হল আইসিইউতে থাকা রোগীর
শিলিগুড়ি নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ড। আইসিইউতে পুড়ে মারা গেল এক রোগী। জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আচমকাই শিলিগুড়ির হাকিমপাড়ার বেসরকারি হাসপাতালের বিভিন্ন ঘর থেকে কালো ধোঁয়া বের হয়। এরপর আগুন লেগে প্রবল ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতাল চত্বর। ঘটনার খবর পাওয়া মাত্রই শিলিগুড়ি থানার পুলিশ দমকল কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। মূলত হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের অগ্নিকাণ্ড থেকেই এর উৎপত্তি। তবে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও কেউ তা চালনা করতে পারেনি। এমনকি একজন আইসিউতে থাকা পেশেন্ট মারা গিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) অন্ধ্রপ্রদেশে চলন্ত বাসে আগুনে দগ্ধ হয়ে মৃত্যু কমপক্ষে ২৫ জনের
অন্ধ্রপ্রদেশে বিরাট দুর্ঘটনা। জীবন্ত দগ্ধ হয়ে মারা গেল কমপক্ষে ২৫ জন। জানা যাচ্ছে, শুক্রবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বেঙ্গালুরুগামী একটি বেসরকারি বাসে হঠাৎ করে আগুন লেগে যায়। আর বাসে দুই চালকসহ মোটামুটি ৪০ জন আরোহী ছিল। তবে আগুন লাগাতে প্রায় ২৫ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং সরকারি সহায়তার আশ্বাসও দিয়েছেন। জানা যাচ্ছে, হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী ওই ভলভো বাসটি হাইওয়েতে একটি দুই চাকার গাড়ির সাথে সংঘর্ষের পরেই আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন