সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ১০ সেপ্টেম্বর কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। হরিদেবপুর গণধর্ষণে পাকড়াও যুবক, মোদী-ট্রাম্প বৈঠক, এসি লোকালের স্টপেজ বৃদ্ধি, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে দেখে নেওয়া যাক।
১০) তুষারধসে মৃত্যু ৩ ভারতীয় সেনার
লাদাখে সিয়াচেনে ভয়াবহ তুষারধসে ভারতীয় সেনাদের প্রাণহানি ঘটেছে। হ্যাঁ, মঙ্গলবার বেস ক্যাম্পের কাছে আচমকায়ে ধসে পড়ে মৃত্যু হয়েছে সিপাহী মোহিত কুমার, অগ্নিবীর নীরজ কুমার চৌধুরী ও দাভী রাকেশ দেবাভাই এর। বর্তমানে উদ্ধার কার্য শুরু হয়েছে। সিয়াচেন হিমবাহ বিশ্বের সবথেকে বড় যুদ্ধক্ষেত্র হিসেবেই পরিচিত, যেখানে মাইনাস ৬০ ডিগ্রি তাপমাত্রা এবং কম অক্সিজেনের সঙ্গে প্রতিদিন জীবন মরণের সঙ্গে লড়াই করতে হয় সেনাদের। উল্লেখ্য, আগেও ২০১৯, ২০২১ সালে ও ২০২২ সালে তুষারধসে বহু সেনার মৃত্যু ঘটেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) নেপালের হবু প্রধানমন্ত্রী পড়াশোনা করেছেন ভারতেই
নেপালের ছাত্র ও যুবদের আন্দোলনের চাপে পড়ে প্রধানমন্ত্রী ইস্তফা দেওয়ার পর কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ৩৫ বছর বয়সী এই তরুণ একসময় পরিচিত র্যাপার যিনি ২০২২ সালে নির্দল হিসেবে মেয়র নির্বাচিত হয়েছিলেন। তিনি সাধারণ মানুষের হয়ে কথা বলেন এবং যুব সমাজকে অনুপ্রাণিত করে তোলেন। ভারতের কর্নাটকের টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন বালেন্দ্র শাহ। এমনকি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও অর্জন করেন তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) হরিদেবপুর গণধর্ষণে বর্ধমান স্টেশন থেকে গ্রেপ্তার অভিযুক্ত
হরিদেবপুরে ২০ বছরের কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মূল অভিযুক্ত চন্দন মালিককে বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। আরেক অভিযুক্ত দেবাংশু বিশ্বাস এখনো পর্যন্ত পলাতক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, চন্দন এবং দেবাংশ মিলে তরুণীকে বাড়ি থেকে মালঞ্চ নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেছে। নির্যাতিতা ফিরে এসে অভিযোগ দায়ের করলে। পুলিশ তদন্ত করেছে এবং চন্দনের গ্রেপ্তারের মাধ্যমে প্রথম পদক্ষেপ নেওয়া হলেও দেবাংশুর খোঁজে বর্তমানে তল্লাশি চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) বাড়ল এসি লোকালের স্টপেজ
শিয়ালদা ডিভিশনের নিত্য যাত্রীদের জন্য বিরাট সুখবর। পূর্ব রেল বাড়িয়ে দিল এসি লোকালের স্টপেজ। নিত্য যাত্রীদের দীর্ঘদিনের দাবির পর শ্যামনগর, বেলঘড়িয়া, চাঁদপাড়া, মসলন্দপুর, অশোকনগর রোড, বিড়া এবং বিরাটিতে এসি লোকাল থামবে।বিশেষ করে অশোকনগরে স্টপেজের দাবিতে আন্দোলনের হুশিয়ারির পর রেল সম্মতি দিয়েছে। পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে ১ মাস এই পরীক্ষামূলকভাবে স্টেশনগুলিতে স্টপেজ দেওয়া হবে। যাত্রী সংখ্যা বিবেচনা করে ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) বাণিজ্য বাধা দূর করতে মোদির সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প
ভারতের উপর উচ্চ শুল্ক চাপিয়ে সম্পর্ক খারাপ করার পর সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য যুদ্ধ দূর করতে আলোচনা চলছে এবং খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি কথা বলবেন। বিশেষজ্ঞদের মতে, ভারত, চীন ও রাশিয়ার ঘনিষ্ঠতা ট্রাম্পকে আরো উদ্বিগ্ন করে তুলছে। রাশিয়ার থেকে ভারতের তেল কেনা নিয়ে চাপ সৃষ্টি করলেও এশিয়ার এই তিন শক্তি এক হওয়ার পরে ট্রাম্প এখন সম্পর্ককে মজবুত করতে চাইছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) নবান্ন অভিযানে আহত অভয়ার মায়ের পুলিশী তদন্তে অসন্তুষ্ট হাইকোর্ট
নবান্ন অভিযানে আহত আরজি কর নির্যাতিতার মায়ের মামলায় পুলিশের ভূমিকা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি জানিয়েছেন, সঠিকভাবে তদন্তই হয়নি। জনমনে বিশ্বাস ফেরানোর মতো পদক্ষেপ নেওয়া হয়নি। বিচারপতি হাসপাতালের চিকিৎসার নথি ডেপুটি কমিশনারকে দেওয়া নির্দেশ দিয়েছেন এবং নিউমার্কেট ও শেক্সপিয়ার সরণী থানার তদন্ত পুনরায় খতিয়ে দেখতে পুলিশ কমিশনারকে নির্দেশ দেন। এছাড়া মনিপাল হাসপাতালের মেডিকেল রিপোর্ট পরীক্ষা ও দ্রুত এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) বাঁকুড়ায় চালু হল দুয়ারে পুলিশ কর্মসূচি
দুর্গাপুজোর আগে বাঁকুড়ায় শুরু হয়েছে দুয়ারে পুলিশ কর্মসূচি। সোনামুখী থানার পাঁচাল গ্রাম পঞ্চায়েতের ২৫ টি গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে পুলিশ ক্যাম্প চালু করেছে জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের উপর তলায় এই ক্যাম্পে ২৪ ঘন্টা পুলিশি পরিষেবা মিলবে বলে খবর। এখানে থাকবেন এক সাব-ইন্সপেক্টর, পাঁচ কনস্টেবল, পাশাপাশি সিভিক ভলেন্টিয়াররা। একাধিক মোবাইল ভ্যান ওই এলাকায় টহল দেবে। এমনকি ছোটখাটো অভিযোগ ক্যাম্পে জানানো যাবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) জলপাইগুড়ির সভা থেকে কেন্দ্রকে তোপ দাগলেন মমতা
জলপাইগুড়ির এবিসিবি ময়দানে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের উপর পাট্টা বিলি এবং ৪০০ কোটির উন্নয়নের প্রকল্প ঘোষণা করেছেন। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ তুলে জানিয়েছেন যে, ২৪ হাজার পরিযায়ী শ্রমিক পরিবারকে ফিরিয়ে এনে স্বাস্থ্য সাথীর সুবিধা দেওয়া হবে। আয়ুষ্মান ভারতের বৈষম্যের অভিযোগ তুলে স্বাস্থ্য সমতাও তিনি তুলে ধরেছেন। কেন্দ্র সরকারকে কটাক্ষ করে তিনি বলেছেন, “বাংলা চালাবে বাংলাই, দিল্লী নয়।” বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) হাইকোর্টে জ্যোতিপ্রিয় মল্লিকদের জামিনের খারিজ আবেদন
রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় হয়েছে ইডি। তৃণমূল নেতা ও প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তাঁর সহযোগী আনিসুর রহমানসহ তিনজনকে জামিন খারিজের আবেদন জানিয়েছে ইডি। তাঁরা আশঙ্খা করছে যে অভিযুক্ত তদন্তে প্রভাব ফেলতে পারেন। এমনকি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নষ্ট করতে পারে। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসের গ্রেফতার হলেও চলতি বছরে জানুয়ারি মাসে জামিন পেয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আগামী ১২ সেপ্টেম্বর বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক মহলে এ নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) পূর্ব মেদিনীপুরে বিডিওকে তাড়া করল মহিলারা
পূর্ব মেদিনীপুরের নারমা গ্রাম পঞ্চায়েতের মাগুরিয়ায় আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের বেহাল রাস্তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় ক্ষুব্ধ শতাধিক মহিলা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিডিও এবং পঞ্চায়েত প্রধানকে আটকে ধরে রাখেন। পুলিশ আসার পর দেড় ঘন্টা পর প্রশাসনিক কর্মকর্তারা উদ্ধার হন। বিডিওকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলে মহিলারা দৌড়ে বিক্ষোভ চালান বলে খবর। ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, মমতা সরকারের আমলে গ্রাম ও শহরের বেহাল অবস্থা। এই কর্মসূচির স্বীকৃতি তৃণমূল বিরোধী আন্দোলনে পরিণত হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন