সৌভিক মুখার্জী, কলকাতা:দেশ-বিদেশ থেকে শুরু করে রাজ্য-রাজনীতি, খেলাধুলো, প্রযুক্তি, অর্থনীতি, কোথায় কী ঘটছে আজ? India Hood-র তরফ থেকে আমরা আজ নিয়ে এসেছি দিনের সেরা 10টি খবর, যা না জানলে নয়। একদিকে শেখ হাসিনার ভাইরাল অডিও ক্লিপ, আবার অন্যদিকে বিহারে মহিলার ভোটার কার্ডে মুখ্যমন্ত্রীর ছবি, আবার বিশ্বের সবথেকে বৃহৎ সোনার খনির সন্ধান, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। তো চলুন বিস্তারিত নজর রাখি আজকের সেরা 10 খবরে।
বাংলা ভাষাকে অপমান নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
সম্প্রতি একটি হিন্দি সিনেমার ট্রেইলার লঞ্চে গিয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা ভাষাকেই অপমান করে বসলেন। হ্যাঁ, তিনি এক সাংবাদিককে জানান, বাংলা ভাষায় কেন প্রশ্ন করছেন? আর এ নিয়ে শুরু হয় বিতর্ক। তাঁর এই মন্তব্যের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে এবং তাকে ট্রোল এবং বিদ্রুপ করা শুরু হয়। পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই ফেসবুকে জানান যে, ওই মুহূর্তে ইংরেজি ব্যবহারে বাধ্য হয়েছিলেন। কারণ দর্শকদের অনেকেই বাংলা ভাষা বোঝে না। আর তিনি বলেন যে, মন্তব্যটি ভুল ভাবে উপস্থাপিত হওয়ায় সবাই আমাকে ভুল বুঝছে। এজন্য আমি খুবই দুঃখিত। নিজের মাতৃভাষা বাংলাকে তিনি সম্মান জানান বলেই দাবি করেছেন। বিস্তারিত পড়তে- Click Here
বাঁকুড়া-দুর্গাপুর লাইনের জন্য 70 লক্ষ টাকা ডিপিআর বরাদ্ধ রেল মন্ত্রকের
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাঁকুড়া থেকে দুর্গাপুর রেল লাইন তৈরি হতে চলেছে। হ্যাঁ, ইতিমধ্যেই রেল মন্ত্রক ডিপিআর তৈরি করতে 70 লক্ষ টাকা বরাদ্দ করেছে বলে খবর। আর এই সাফল্যের পিছনে মূল নায়ক বিষ্ণুপুরের সংসদ সৌমিত্র খাঁ। কারণ, তিনি নিজেই রেলমন্ত্রকের কাছে এই প্রস্তাব তুলে ধরেছেন। জানা যাচ্ছে, এই প্রকল্পের আওতায় বেলিয়াতোড় থেকে দুর্গাপুর পর্যন্ত 25 কিলোমিটার ট্রাক যাচাই করা হবে। পাশাপাশি জয়রামবাটী থেকেও ট্রেন পরিষেবা শুরু হবে বলে জানা যাচ্ছে। বিস্তারিত পড়তে- Click Here
আধার কার্ড দিয়ে আর হবে না নাগরিকত্বের প্রমাণ
আধার কার্ড আর নাগরিকত্বের প্রমাণ নয়। হ্যাঁ, সুপ্রিম কোর্টে বিহারের ভোটার তালিকার সমীক্ষা সংক্রান্ত মামলার শুনানিতে এমনই রায় আসলো। মামলাকারীরা ভোটার এবং আধার কার্ডকে প্রমাণপত্রের তালিকা থেকে বাদ্য দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে বিচারপতিরা নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনের আইনজীবী জানিয়েছেন, আইন অনুযায়ী এই সিদ্ধান্তই বহাল থাকবে। এমনকি নাগরিকত্বের প্রমাণ বা পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডকে গ্রাহ্য করার পরামর্শ দেওয়া হয় কমিশনকে। বিস্তারিত পড়তে- Click Here
EWS-এ মুসলিম ঢোকানো নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর
রাজ্যে ওবিসি বিতর্ক নিয়ে ফের সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্ট মুসলিম সম্প্রদায়ের 75টি গোষ্ঠীকে ধর্মের ভিত্তিতে অন্তর্ভুক্তি করার অভিযোগে তালিকা থেকে বাদ দেয়। তবে রাজ্য সরকার পরে EWS ক্যাটাগরিতে তাদেরকে অন্তর্ভুক্তি করে দেয়। এর ফলে শুভেন্দু অধিকারী দাবি করছে যে, এতে প্রকৃত সাধারণ শ্রেণীর গরিবরা বঞ্চিত হবে। এমনকি শুভেন্দু রাজ্য সরকারের এই পদক্ষেপকে নৈতিকতার অপব্যবহার বলে কটাক্ষ করেন। বিস্তারিত পড়তে- Click Here
জোকো-এসপ্ল্যানেড মেট্রো নিয়ে সুখবর
দীর্ঘ পরীক্ষার অবসান ঘটিয়ে জোকো-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের সুরঙ্গ নির্মাণের কাজ শুরু হয়েছে। জানা যাচ্ছে, মোমিনপুর থেকে মেট্রো লাইন মাটির নিচে যাবে, আর খিদিরপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সম্পূর্ণ অংশটি ভুগর্ভস্থ হবে। প্রথম ধাপে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত 1.7 কিলোমিটার, আর দ্বিতীয় ধাপে ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত 950 মিটার টানেল কাটা হবে বলে খবর পাওয়া যাচ্ছে। এমনকি তামিলনাড়ু থেকে 650 টনের দুটি বিশাল মেশিন আনা হয়েছে, যা দিয়ে সুরঙ্গ খোঁড়ার কাজ চলছে। বিস্তারিত পড়তে- Click Here
ভোটার কার্ডে উঠে আসলো মুখ্যমন্ত্রীর ছবি
সম্প্রতি বিহারে ঘটেছে এক অবাক করা ঘটনা। হ্যাঁ, বিহারের এক মহিলার ভোটার কার্ডে মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের ছবি দেখা গেছে। আর যা নিয়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। মহিলার স্বামী চন্দন কুমার জানিয়েছে, ভোটার কার্ডে নাম এবং ঠিকানা ঠিক থাকলেও ছবির জায়গায় মুখ্যমন্ত্রীর ছবি সেটে দেওয়া হয়েছে। আর বিএলও অফিসে জানালে বিষয়টি গোপন রাখতে বলা হয়। এমনকি নির্বাচন অফিসার জিতেন্দ্র কুমার জানিয়েছে, কার্ডটি কর্ণাটক থেকে এসেছে। তাই ভুল সংশোধনের জন্য 4 নম্বর ফর্ম পূরণ করে এসডিও অফিসে কিংবা অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত পড়তে- Click Here
বিশ্বের বৃহৎ স্বর্ণখনির হদিশ মিলল ড্রাগনের দেশে
বিশ্বের সবথেকে বড় সোনার খনি আবিষ্কৃত হয়েছে চিনের হুনান প্রদেশের পিংজিয়াং কাউন্টিতে, যার নাম দেওয়া হয়েছে ওয়ানগু গোল্ড ফিল্ড। জানা যাচ্ছে, এখানে 1000 মেট্রিক টনের বেশি সোনা রয়েছে, যার গড় ঘনত্ব প্রায় প্রতি টনে 138 গ্রাম, যা অনেকটাই বেশি। এর আগে বিশ্বের সবথেকে বড় খনি ছিল দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ মাইন্ড, যেখানে 930 টন সোনা মজুদ ছিল। তবে তাকে টেক্কা দিয়ে এবার প্রথমে উঠে এসেছে ওয়ানগু গোল্ড ফিল্ড। বিস্তারিত পড়তে- Click Here
ভাইরাল শেখ হাসিনার অডিও ক্লিপ
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি ভাইরাল অডিও ক্লিপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যেখানে তাকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, যেখানেই দেখবে, গুলি করে মারবে। রিপোর্ট বলছে, 2024 সালের 18 জুলাই ছাত্র আন্দোলনের সময় হাসিনা এই নির্দেশ দিয়েছে। যদিও অডিও ক্লিপটি সত্যতা যাচাই করা হয়নি। তবে এ নিয়ে ঢাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশি শুরু করেছে। বিস্তারিত পড়তে- Click Here
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের দিনক্ষণ প্রকাশ
দীর্ঘ প্রতীক্ষার পর এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে জল্পনা শেষ হয়েছে। সম্পর্কের টানাপোড়েন সত্বেও টুর্নামেন্টের ভবিষ্যতের কথা মাথায় রেখে দুই দলের ম্যাচ হবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। শোনা যাচ্ছে যে, এবার এশিয়া কাপ 5 সেপ্টেম্বর শুরু হতে পারে, যা হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। আর 7 সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। যদিও এখনো এশিয়ান ক্রিকেট কাউন্সিল আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। বিস্তারিত পড়তে- Click Here
আমেরিকা থেকে এলপিজি আমদানির পথে ভারত
দেশের জ্বালানি খাত নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্র। এবার আমেরিকা থেকে এলপিজি গ্যাস সিলিন্ডার আমদানির কথা ভাবছে দিল্লি। হ্যাঁ, 2026 সাল থেকেই ছবি বদলাতে চলেছে। কারণ, এতদিন পর্যন্ত দেশের 90 শতাংশ এলপিজি আমদানি হত সৌদি আরব, কুয়েত বা কাতারের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। আর এবার তাদের উপর নির্ভরতা কমিয়ে আমেরিকার সঙ্গে বাণিজ্য পাকাপোক্ত করতে চলেছে ভারত। এখন ভবিষ্যতে জ্বালানির দাম কমবে কিনা, তা সময় বলে দেবে। বিস্তারিত পড়তে- Click Here