Top 10: SSC-র অযোগ্যদের তালিকা, ভারতে জাপানের বিনিয়োগ, ধর্ষিতা মেয়ের দেহ উদ্ধার! আজকের সেরা ১০ খবর

india hood top 10

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশ-বিদেশ, রাজ্যে-রাজনীতি, প্রযুক্তির জগৎ কিংবা বিনোদন, আজ অর্থাৎ ৩০ আগস্ট কোথায় কী ঘটল? আমরা India Hood-এর তরফ থেকে নিয়ে এসেছি আজকের সেরা দশ খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছু। SSC-র অযোগ্যদের তালিকা, ভারতে জাপানের বিনিয়োগ, ধর্ষিতা মেয়ের দেহ উদ্ধার, সবই রয়েছে আজকের প্রতিবেদনে। চলুন একে একে দেখে নেওয়া যাক।

১০) WBSSC-তে ৮৪৭৭ শূন্যপদে গ্রুপ সি ও ডি নিয়োগ

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে মোট ৮৪৭৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে গ্রুপ সি ক্লার্ক পদে ২৯৮৯ টি এবং গ্রুপ ডি পদে ৫৪৮৮ শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাস, অষ্টম শ্রেণি যথেষ্ট। বয়স সীমা লাগবে ১৮ থেকে ৪০ বছর। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) আসানসোলে বাইকে করে এসে গুলি পুরকর্মীকে

আসানসোলের নিয়ামতপুর ফাঁড়ির রহমান পাড়া এলাকায় প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হয়েছে পৌরসভার ঠিকা কর্মী জাভেদ বারি নামের এক ব্যক্তিকে। হ্যাঁ, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বাইরে থেকে আসা দুষ্কৃতীরা রাস্তায় হেঁটে যাওয়া জাভেদকে লক্ষ্য করেই গুলি চালিয়েছে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ইতিমধ্যেই ভিডিও হাতে পেয়েছে এবং তদন্ত শুরু করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) আসানসোলে জঙ্গল থেকে উদ্ধার ধর্ষিত যুবতীর দেহ

আসানসোল দক্ষিণ থানার ডামরা ১০ নম্বর এলাকার পলাশডাঙ্গা জঙ্গল থেকে এক অজ্ঞাত যুবতীর দেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর বেলায় স্থানীয়রা দেহটি দেখে পুলিশকে খবর দেন। নীল সাদা সালোয়ার কামিজ পরিহিত ওই যুবতীর জামা কাপড়ে রক্ত, চোখ মুখে আঘাত এবং গলায় কালসিটে দাগ পাওয়া যায়। বয়স মোটামুটি ২০ থেকে ২২ বছর হবে। পুলিশ ধারনা করছে, তাকে ধর্ষণ করেই খুন করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) ভারতে ৬০,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে জাপান

টোকিওতে গতকাল ভারত-জাপান বৈঠকে ঘোষণা করা হয়েছে যে, ইসরো এবং জাকা যৌথভাবে চন্দ্রযান-৫ মিশনে কাজ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, জাপানের প্রযুক্তি এবং ভারতের প্রতিভা মিলেই অবকাঠামগত উন্নয়ন ঘটবে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইসিবা প্রতিশ্রুতি দিয়েছেন যে, আগামী এক দশকে ভারতে প্রায় ৬০,০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। আর তাদের মূল লক্ষ্য অবকাঠামগত উন্নয়ন, সেমিকন্ডাক্টর উৎপাদন, শিক্ষা সংস্কৃতি বিনিময় এবং পর্যটনের প্রসার। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) SSC-র অযোগ্যদের তালিকায় নাম তৃণমূল নেতা, বিধায়কের মেয়ের

সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশের আগেই ফাঁস হয়ে গেল এসএসসির অযোগ্য প্রার্থীদের তালিকা। আর যাতে প্রায় ১৯০০ জনের নাম রয়েছে। তালিকায় তৃণমূলের এক অঞ্চল সভাপতির নাম, এমনকি এক বিধায়কের মেয়ে ও এক পূর্ত-কর্মদক্ষের ছেলের নাম রয়েছে। নবম-দশম স্তরে ৯৯৩ জন এবং একাদশ-দ্বাদশ স্তরে ৮১০ জন অযোগ্য প্রার্থীকে শনাক্ত করা হয়েছে। শুধুমাত্র নবম-দশম স্তরে ওএমআর জালিয়াতি করে ৮০৮ জন চাকরি পেয়েছে বলে খবর। বিরোধীরা অভিযোগ তুলছে শাসকদলের দুর্নীতি নিয়ে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) অভিষেকের জেরে ৩০ বছর পর বিদ্যুৎ পেল মহেশতলার ৬ পরিবার

মহেশতলার গোষ্ঠতলার ছয়টি পরিবার প্রায় ৩০ বছর পর অবশেষে বিদ্যুৎ সংযোগ পেয়েছে। দীর্ঘদিন আবেদন করেও কোনোরকম সুরহা মিলছিল না। তবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া এক ডাকে অভিষেক কর্মসূচির মাধ্যমেই তার সমাধান মিলেছে। Whatsapp গ্রুপে অভিযোগ জানানোর মাত্র ১৫ দিনের মধ্যেই তাদের ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ পৌঁছে গেছে। স্থানীয়রা জানাচ্ছে, এতদিন পর আশা পূর্ণ হয়েছে। আপাতত বিনামূল্যে পরিষেবা মিলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) ৩টি স্থলবন্দর বন্ধ করছে ইউনূস সরকার

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের নেতৃত্বে চিলাহাটি, দৌলতগঞ্জ এবং তেগামুখ স্থল বন্দর স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ত্রিপুরা সীমান্তের বাল্লা বন্ধর সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিলাহাটি ও দৌলতগঞ্জ ভারতের সঙ্গে যুক্ত হলেও এগুলিতে কোনো বড় বাণিজ্যিক অবকাঠামোগত লেনদেন ছিল না। সরকার মনে করছে, অকার্যকর বন্দর চালাতে দিনের পর দিন বাড়তি খরচ হচ্ছিল। তাই বিশেষজ্ঞরা বলছে, এই সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) বারাসতে ১৪ বছরের নাবালিকা জন্ম দিল কন্যা সন্তান

বারাসাতের কদম্বগাছির ওলা গ্রামে ১৪ বছরের এক নাবালিকা কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর ফাঁস হল ধর্ষণের ঘটনা। পরিবার অভিযোগ করছে, স্থানীয় তৃণমূল উপপ্রধান হাসিবুল আজাদের ভাইপো ইমরান মোল্লা দীর্ঘদিন ধরেই একাধিকবার ওই নাবালিকাকে ধর্ষণ করেছে। এমনকি কাউকে জানালে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দিয়েছে। ১৯ আগস্ট অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সে। এরপর ২৭ আগস্ট বারাসাত জেলা হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেয়। এই ঘটনায় দত্তপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, আর পরিবার অভিযুক্তর কঠোর শাস্তির দাবি জানাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) উড়িষ্যায় ফের পরিযায়ী শ্রমিকের উপর আক্রমণ

উড়িষ্যার ভুবনেশ্বরে ফের বাঙালি পরিযায়ী শ্রমিকের উপর নৃশংস হামলার ঘটনা সামনে আসলো। ২৪ আগস্ট রাত ১২টা থেকে ভোর ৪টে পর্যন্ত স্থানীয় বাসিন্দারা বাংলাদেশি সন্দেহ অকথ্য গালিগালাজ এবং লাঠি বা লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। শ্রমিকদের টাকা, মোবাইল, আধার কার্ড, ভোটার কার্ড, সব কিছুই ছিনিয়ে নেওয়া হয়। এমনকি গুরুতর আহত সাতজনকে ভুবনেশ্বর AIIMS-এ ভর্তি করা হয়েছে। আরো একজন শ্রমিককে লালবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুর্শিদাবাদে বিভিন্ন এলাকায় আরো আটজন শ্রমিক আক্রান্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) মোদীকে কটাক্ষ করায়  বিধান ভবনে হামলা বিজেপির

বিহারে মোদী এবং তার মাকে কটুক্তি করায় সেই ঘটনাকে কেন্দ্র করে কলকাতায় ছড়িয়েছে ক্ষোভ। শুক্রবার রাকেশ সিংয়ের নেতৃত্বে প্রায় ৫০ জন বিজেপি কর্মী প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলা চালিয়েছে। এমনকি রাহুল গান্ধীর ছবিতে কালি ছিটায়, পতাকা ও পোস্টারে আগুন লাগিয়ে দেয়। কংগ্রেস থানায় অভিযোগ দায়ের করেছে। সন্ধ্যাবেলা সমবেদনা জানাতে গিয়ে কংগ্রেস কর্মীদের আক্রমণে আহত হয়েছেন বাংলা পক্ষের সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় এবং কৌশিক মাইতি। গর্গ অভিযুক্তদের শাস্তির দাবী করছেন। এদিকে বিজেপি ও কংগ্রেসের মধ্যে দোষারোপ চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment