বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাত পোহালেই শুরু হবে অনূর্ধ্ব 19 ওয়ানডে বিশ্বকাপ (Under-19 Men’s Cricket World Cup)। সেই আসরে আমেরিকার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ খেলবে ভারত। একদিনের বিশ্বকাপে প্রতিপক্ষের রঙ চটাতে পুরোপুরি তৈরি বৈভব সূর্যবংশীরা। বিগত দিনগুলিতে নিজেদের পারফরমেন্স দিয়ে বৈভব থেকে শুরু করে টিম ইন্ডিয়ার বাকিরা প্রমাণ করেছেন বিশ্বকাপের জন্য তারা পুরোপুরি তৈরি। এবার সেটাই হাতেকলমে করে দেখানোর অপেক্ষা। বাড়িতে বসেই দেখা যাবে ভারত বনাম আমেরিকার অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ম্যাচ। কীভাবে?
কখন শুরু হবে ভারত বনাম আমেরিকার ম্যাচ?
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল অর্থাৎ 15 জানুয়ারি আমেরিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর 1টা থেকে (ভারতীয় সময়)। এ বছর যেহেতু অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিম্বাবুয়ে এবং নামিবিয়া যৌথভাবে আয়োজন করছে তাই ভারতের প্রথম ম্যাচটি গড়াবে জিম্বাবুয়ের দ্বিতীয় বৃহত্তম শহর বুলাওয়েওতে।
অবশ্যই পড়ুন: সংক্রান্তিতে কাঁপাবে শীত, শৈত্যপ্রবাহ দক্ষিণবঙ্গের ৭ জেলায়, আজকের আবহাওয়া
না বললেই নয়, বিশ্বকাপ শুরুর আগে অনূর্ধ্ব 19 ভারতীয় দল বিশেষ করে বৈভব সূর্যবংশী যেভাবে নিজের ব্যাটের জলবা দেখিয়েছেন তাতে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে টিম ইন্ডিয়ার উপর আস্থা রয়েছে ভক্তদের। দেশের ক্রিকেট ভক্তদের একটা বড় অংশ আগামীকালের ম্যাচের জন্য একেবারে হাপিত্যেশ করে বসে রয়েছেন। কিন্তু জিম্বাবুয়েতে গিয়ে বৈভবদের ম্যাচ দেখাতে সম্ভব নয়। তাহলে কীভাবে ঘরে বসেই এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে?
অবশ্যই পড়ুন: সচিন তেন্ডুলকরকে টপকে এক নম্বরে বিরাট কোহলি
ভারত বনাম আমেরিকা ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?
প্রথমেই বলে রাখি, এবছর অনূর্ধ্ব 19 ওয়ানডে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব রয়েছে স্পোর্টস নেটওয়ার্ক এবং JioHotstar এর হাতে। সেই সূত্রেই, স্টার স্পোর্টস নেটওয়ার্কে ভারত বনাম আমেরিকার আগামীকালের ম্যাচ সহ বিশ্বকাপের সমস্ত ম্যাচ দেখতে পারবেন দর্শকরা। এছাড়াও অনলাইনে অর্থাৎ নিজের স্মার্টফোন বা ল্যাপটপ থেকে আগামীকালের ম্যাচ ফ্রিতে দেখতে হলে চোখ রাখতে হবে JioHotstar এর পর্দায়। কমবেশি এখানেই বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন ক্রিকেট ভক্তরা।