UGC সহ তিন প্রতিষ্ঠান তুলে একটি সংস্থার উপর রাশ! শীঘ্রই বিল আনছে কেন্দ্র সরকার

University Grants Commission of India UGC

সহেলি মিত্র, কলকাতা: ভারতের শিক্ষা ব্যবস্থায় শীঘ্রই যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আসলে সরকার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের যেমন বিশ্ববিদ্যালয় এবং কলেজ জন্য একটি একক নিয়ন্ত্রক সংস্থা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর, এই উদ্দেশ্যে একটি বিল আগামী সপ্তাহে সংসদে উত্থাপন করা হতে পারে। জানা গিয়েছে, এই বিলের উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্বাধীন এবং স্বশাসিত করা।

দেশ থেকে উঠে যাবে UGC সহ তিনটি প্রতিষ্ঠান?

প্রস্তাবিত আইন, যা আগে ভারতের উচ্চশিক্ষা কমিশন (HECI) বিল নামে পরিচিত ছিল, এখন এর নামকরণ করা হয়েছে উন্নয়নশীল ভারত শিক্ষা তত্ত্বাবধান বিল। নতুন জাতীয় শিক্ষা নীতিতে (NEP) প্রস্তাবিত একটি একক উচ্চশিক্ষা নিয়ন্ত্রক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC), অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) এবং জাতীয় শিক্ষক শিক্ষা কাউন্সিল (NCTE) প্রতিস্থাপন করবে।

বিল আনছে সরকার

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, “বিলে ভারতের উচ্চশিক্ষা কমিশন প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে, যাতে বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্বাধীন ও স্বশাসিত প্রতিষ্ঠান করা যায় এবং একটি শক্তিশালী ও স্বচ্ছ স্বীকৃতি এবং স্বায়ত্তশাসন ব্যবস্থার মাধ্যমে উৎকর্ষতা বৃদ্ধি করা যায়। এটি আগামী সপ্তাহে (সংসদে) পেশ করা হতে পারে।”

বর্তমানে, দেশে অ-কারিগরি উচ্চশিক্ষার তত্ত্বাবধান করে UGC, কারিগরি শিক্ষার তত্ত্বাবধান করে AICTE, অন্যদিকে NCTE হল শিক্ষক শিক্ষার নিয়ন্ত্রক সংস্থা কমিশনটিকে একটি একক উচ্চশিক্ষা নিয়ন্ত্রক হিসেবে প্রতিষ্ঠা করার প্রস্তাব করা হয়েছে, তবে মেডিকেল এবং আইন কলেজগুলিকে এর আওতায় কিন্তু মোটেই আনা হবে না বলে খবর। কর্মকর্তারা জানিয়েছেন যে এর তিনটি প্রধান ভূমিকা থাকবে – নিয়ন্ত্রণ, স্বীকৃতি এবং পেশাদার মান নির্ধারণ। ফান্ড, যা চতুর্থ উল্লম্ব হিসাবে বিবেচিত হয়, এখনও নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনার প্রস্তাব করা হয়নি। তিনি বলেন, তহবিলের স্বায়ত্তশাসন প্রশাসনিক মন্ত্রকের কাছেই রাখার প্রস্তাব করা হয়েছে।

Leave a Comment