UIDAI-র সাথে হাত মেলাল স্টারলিঙ্ক! খুব শীঘ্রই শুরু হচ্ছে পরিষেবা

UIDAI Starlink Partnership

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের কোটি কোটি মানুষ এখন ইলন মাস্কের স্টারলিঙ্ক পরিষেবার জন্য অপেক্ষা করছে। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটেছে। হ্যাঁ, দেশের নির্ভরযোগ্য ডিজিটাল পরিচয় ব্যবস্থা আধারের সঙ্গেই এবার হাতে হাত মিলিয়ে (UIDAI Starlink Partnership) আনুষ্ঠানিকভাবে ভারতের গ্রাহকদের যাচাই প্রক্রিয়া শুরু করেছে স্টারলিঙ্ক।

আধারের সঙ্গে হাতে হাত মেলাল মাস্কের স্টারলিঙ্ক

বুধবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই স্টারলিঙ্ককে সাব অথেন্টিকেশন ইউজার এজেন্সি এবং সাব ই-কেওয়াইসি ইউজার এজেন্সির অনুমোদন দিয়েছে। আর এর ফলে গ্রাহকরা আধারের সাহায্যে খুব সহজেই অনলাইনের মাধ্যমে নিজেদের পরিচয় যাচাই করতে পারবে এবং স্টারলিঙ্কের পরিষেবা নিতে পারবে।

উল্লেখ্য, ইউআইডিএআই-এর সিইও ভুবনেশ কুমার, ডেপুটি জেনারেল মনিশ ভরদ্বাজ এবং স্টারলিঙ্ক ইন্ডিয়ার ডিরেক্টর পার্নিল উর্ধ্বরেশে একসঙ্গে উপস্থিত থেকে এক বৈঠকের মাধ্যমেই এই ঐতিহাসিক মুহূর্তের শুভ সূচনা করেছে।

20 লক্ষ ব্যবহারকারীদের জন্য নতুন সম্ভাবনা

এক্ষেত্রে বলে রাখা ভালো, সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী আপাতত স্টারলিঙ্ক ভারতে 20 লক্ষ গ্রাহককে পরিষেবা দিতে পারবে। আর আধার ভিত্তিক ই-কেওয়াইসি এই প্রক্রিয়াকে আরো সহজ করে তুলবে। পাশাপাশি দ্রুত, নিরাপদ ও ঝামেলাহীন পরিষেবা পাওয়া যাবে।

এদিকে অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে যে, আধার ই-কেওয়াইসি ব্যবহার করে স্টারলিঙ্ক গ্রাহকদের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পন্ন করবে। আর এতে এক একদিকে যেমন সরকারি নিয়ম মেনে চলা হবে, তেমনই খুব সহজেও ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে গৃহস্থলী কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চগতির স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পৌঁছে যাবে।

আরও পড়ুনঃ প্রয়াত বিশ্বের সবথেকে দয়ালু বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও! ভাইরাল মৃত্যুর আগের ভিডিও

তবে এক্ষেত্রে উল্লেখ্য, স্টারলিঙ্ক শুধুমাত্র নিজস্বভাবে নয়, বরং দেশের বড় বড় দুই টেলিকম কোম্পানি এয়ারটেল এবং রিলায়েন্স জিও-র সঙ্গেও পরিষেবা বিস্তারের জন্য হাতে হাত মেলাচ্ছে। আর এর ফলে ভারতের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে সর্বত্র এই পরিষেবা পৌঁছে যাবে।

Leave a Comment