UP, বিহার থেকে বাংলায় এসে SSC পরীক্ষা! ‘দিদির উপরে ভরসা আছে! বলছেন পরীক্ষার্থীরা

wb ssc exam

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ ৯ বছরের অপেক্ষার অবসান ঘটেছে। অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হল স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা (WB SSC Exam)। শনিবার রাজ্য জুড়ে অনুষ্ঠিত হচ্ছে নবম-দশম শ্রেণীর নিয়োগ পরীক্ষা। প্রথম দিনেই ৩ লক্ষ ১৯ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। আর সেই ভিড়ে এবার নজর কাড়ছে ভিন রাজ্যের বহু প্রার্থী। বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা প্রার্থীরা।

কেন ভিন রাজ্যের প্রার্থীদের ভিড়?

আসলে এসএসসি সূত্রে জানা গিয়েছে, এ বছর হিন্দিমাধ্যমের জন্য আলাদা করে ২২৫১টি শূন্যপদ রাখা হয়েছে। আগে ২০১৬ সালের পরীক্ষায় হিন্দি মাধ্যমের প্রার্থীরা এরকম সুযোগ পায়নি। এবার প্রথমবার সেই সুযোগ দেওয়া হচ্ছে। সে কারণেই উত্তরপ্রদেশ ও বিহার থেকে অনেক পরীক্ষার্থী বাংলায় পরীক্ষা দিতে এসেছেন। নিয়মমাফিক ভারতীয় নাগরিক হলে যে কেউ এই পরীক্ষায় অংশ নিতে পারে। তাই এবার রাজ্যের বাইরে থেকেও প্রচুর প্রার্থী হাজির হচ্ছেন।

প্রসঙ্গত জানিয়ে রাখি, এ বছরের পরীক্ষার মাধ্যমে মোট ৩৫,৭২৬ টি শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে নবম-দশম শ্রেণির জন্য ২৩,২১২ টি শূন্যপদ রয়েছে এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য ১২,৫১৪ টি শূন্যপদ রয়েছে। শুধুমাত্র নবম-দশমের জন্যই ৩,১৯,৬৫০ জন আবেদন করেছে। আর একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য আবেদন করেছে ২,৫৪,০০০ জন।

উল্লেখ্য, শেষবার নবম-দশম শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল ২০১৬ সালের ২৬ নভেম্বর। তার প্রায় আট বছর ২৮০ দিন কেটে যাওয়ার পর আবারও অনুষ্ঠিত হচ্ছে নিয়োগ পরীক্ষা। দীর্ঘ এই বিরতির পর ফের রাজ্যে জুড়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা। এবার পরীক্ষার্থীর সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেশি। কারণ ২০১৬ সালের থেকে প্রায় ২ লক্ষ ৩০ হাজার প্রার্থী এবার বেশি আবেদন করেছে।

বাইরের রাজ্যের প্রার্থীরা কী বলছে?

উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে আসা এক চাকরিপ্রার্থী জানাচ্ছে, উত্তরপ্রদেশে চাকরির অবস্থা খুবই খারাপ। সে জন্যই পশ্চিমবঙ্গের উপর ভরসা রাখতে হচ্ছে। আমরা দিদির উপর ভরসা রাখছি। প্রস্তুতিও ভালো রয়েছে। আশা করি ভালো ফলাফল আসবে।

আরও পড়ুনঃ প্রায় ভেঙে টুকরো পৃথিবীর বৃহত্তম আইসবার্গ A23A! অপেক্ষা করছে বড়সড় বিপদ

আরো এক যুবক বলছেন, উত্তরপ্রদেশে ২০২১ সালে শেষবার শিক্ষক নিয়োগের ভ্যাকান্সি বেরিয়েছিল।। সেখান থেকে এখনও নিয়োগ বন্ধ। পশ্চিমবঙ্গ সরকার ২০১৬ সালের পর দীর্ঘ নয় বছর পর এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করল। আশা করি সবকিছু ঠিকঠাক থাকবে এবং পরীক্ষার ফলাফল ভালো আসবে।

Leave a Comment