সৌভিক মুখার্জী, কলকাতা: বিদেশে ভ্রমণের স্বপ্ন সবাই দেখে। তবে পাসপোর্ট থাকা সত্ত্বেও অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খায় যে, ভিসা পেতে হলে কতটা ঝামেলা পোহাতে হবে, আর খরচই বা কত? তবে এবার আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ আপনি যদি ভারতীয় পাসপোর্টধারী হন, তাহলে সাতটি এমন আন্তর্জাতিক গন্তব্য (Visa Free Country) রয়েছে, যেখানে ভিসার কোনোরকম ঝামেলা তো নেই, আর বিমানের টিকিটও মাত্র 5000 টাকা মধ্যে পাওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক সেই দেশগুলি সম্পর্কে।
নেপাল
নেপালে যেতে গেলে মোটামুটি 2000 থেকে 3000 টাকা বিমান ভাড়া পড়বে। হ্যাঁ, কলকাতা বা দিল্লি থেকে হামেশাই কাঠমান্ডুর ফ্লাইট পাওয়া যায়। যদি আপনি প্রকৃত প্রেমী হন, তাহলে নেপাল হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য। হিমালয়ের দৃশ্য, কাঠমান্ডুর ঐতিহ্যবাহী মন্দির আর পোখরার অ্যাডভেঞ্চার ট্র্যাক, সবকিছুই এখানে পাবেন। আর এখানে যেতে গেলে ভিসার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ভোটার আইডি কার্ড বা আধার কার্ড দেখালেই চলবে।
ভুটান
ভুটানে যেতে গেলে মোটামুটি 4000 থেকে 5000 টাকা পর্যন্ত বিমান ভাড়া পরে। কলকাতা থেকে পারো পর্যন্ত হামেশাই ফ্লাইট পাবেন। পৃথিবীর সবথেকে শান্তিপূর্ণ আর পরিচ্ছন্ন দেশগুলির মধ্যে এটি একটি। আর ভুটানের গোয়েমাতো মঠ, সবুজ পাহাড় আর স্থানীয় মানুষের অতিথিপরায়ণতা আপনার মনকে জয় করে নেবে, তা বলার অপেক্ষা রাখে না। এখানে যাওয়ার জন্য কোনোরকম ভিসার প্রয়োজন হয় না, শুধুমাত্র এন্ট্রি পারমিট লাগবে।
মলদ্বীপ
কোচি থেকে মলদ্বীপে পৌঁছেতে মাত্র 4500 টাকা ফ্লাইট ভাড়া লাগে। নীল জলরাশি, প্রবাল দ্বীপ, মন মাতানো বিচ, সবই রয়েছে মলদ্বীপে। তাই আপনি যদি বিলাসবহুল রিসোর্টে না গিয়ে স্থানীয় দ্বীপে থাকতে চান, তাহলে খুব কম খরচে এখানে ঘুরে আসতে পারেন। আর এখানে ভারতীয়দের জন্য 90 দিন পর্যন্ত ভিসা ফ্রি অ্যারাইভালের সুবিধা থাকছে।
মরিশাস
মুম্বাই বা চেন্নাই থেকে মরিশাসে যেতে মোটামুটি 5000 টাকার মধ্যে ফ্লাইটের টিকিট পাওয়া যায়। সৈকতের দেশ মরিশাসে পা রাখলেই আপনার মন রঙিন সংস্কৃতি আর ক্রেওল সঙ্গীতের সুরে ভেসে যাবে। ভারতীয় নাগরিকদের জন্য এখানে 60 দিন পর্যন্ত ভিসা ছাড়া প্রবেশের অধিকার দেওয়া হয়।
ইন্দোনেশিয়া
চেন্নাই বা কলকাতা থেকে স্পেশাল ডিলে ইন্দোনেশিয়ার পৌঁছতে মোটামুটি 4000 থেকে 5000 টাকা পর্যন্ত ভাড়া লাগে। বালির রাইস টেরেস, হিন্দু মন্দির, সবকিছু একেবারে নজর কেড়ে নেবে আপনার। তাই আপনি যদি ডিজিটাল নোমাড হন, তাহলে বালি হতে পারে আপনার গন্তব্যের তালিকায় প্রথম সারিতে। ভারতীয়দের জন্য এখানে 30 দিন পর্যন্ত ভিসা ফ্রি অ্যারাইভালের সুবিধা থাকে।
জ্যামাইকো
ভারত থেকে বিভিন্ন রকম অফারের মাধ্যমে মোটামুটি মুম্বাই হয়ে 5000 টাকার নীচে জ্যামাইকো পৌছনো যায়। বিচ পার্টি আর রঙিন সংস্কৃতির জন্য জ্যামাইকো একেবারে সেরা গন্তব্য। যদি ভিন্ন ধরনের এক্সপেরিয়েন্স চান, তাহলে এই দেশে একবার ঘুরে আসতেই পারেন। ভারতীয়দের জন্য এখানে ভিসা ছাড়াই প্রবেশের সুবিধা দেওয়া হয়।
আরও পড়ুনঃ মিনিমাম ব্যালেন্স না রাখায় পাঁচ বছরে ৮৯৩২ কোটি টাকা জরিমানা! শীর্ষে ইন্ডিয়ান ব্যাঙ্ক
বার্বাডোস
বিশেষ বিশেষ অফারের মাধ্যমে বার্বাডোসে মাত্র 5000 টাকার মধ্যেই ফ্লাইটের টিকিট পাওয়া যায়। ক্যারিবিয়ান সাগরের কোলঘেঁষা দ্বীপে অপরূপ শান্তি, সাদা বালির সৈকত আর ঐতিহ্যময় সংস্কৃতি উপভোগ করতে পারবেন এখানে। উল্লেখ্য, ভারতীয়রা 90 দিন পর্যন্ত ভিসা ফ্রি অ্যারাইভালের সুবিধা পায় বার্বাডোসে।