সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘ ৯ বছর ধরে আটকে থাকার পর অবশেষে মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’ (Dhumketu)। এই সিনেমা এখনও অবধি মুক্তি পায়নি, তবে এটি যা রেকর্ড গড়ল তা আগে কখনও হয়নি। অগ্রিম বুকিং-এ যে এরকম হতে পারে সেটা কেউ কল্পনাও করতে পারেনি হয়তো।
লাফিয়ে লাফিয়ে বাড়ছে অগ্রিম বুকিং-এর সংখ্যা
আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। ইতিমধ্যে জোরকদমে প্রচার চলছে এই সিনেমা নিয়ে। যাইহোক, একই দিনে আবার যশ রাজ ফিল্মস-এর ব্যানারে ওয়ার ২-ও মুক্তি পাচ্ছে। সেইসঙ্গে মুক্তি পাচ্ছে রজনীকান্তের ‘কুলি’। কিন্তু অগ্রিম বুকিং-এর ক্ষেত্রে এই দুটি সিনেমাকে পেছনে ফেলে দিয়েছে ‘ধূমকেতু’।
এখনও অবধি যা খবর, ১১ আগস্ট অর্থাৎ সোমবার সকাল ১১টার মধ্যে প্রায় ২১ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে ধুমকেতুর। প্রতি ঘন্টায় সেই সংখ্যা আরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অন্যদিকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ‘ওয়ার ২’ ছবির প্রায় ৫৫০০ টিকিট বিক্রি হয়েছে। যশ রাজ ফিল্মসের তৈরি ছবির প্রতি মানুষের আগ্রহ চিরকালই বেশি কিন্তু ধুমকেতুর অগ্রিম বুকিং দেখে মনে হচ্ছে, হিন্দি সিনেমাকে ছাপিয়ে যাবে বাংলা সিনেমা।
আরও পড়ুনঃ ২ আধিকারিককে নির্বাচনী দায়িত্ব থেকে সরাল নবান্ন! সাসপেন্ড বিতর্কে বড় সিদ্ধান্ত রাজ্যের
কয়টি শো পেয়েছে ‘ধূমকেতু’?
জানিয়ে রাখি, ‘ধূমকেতু’ পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি। এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন দেব এবং শুভশ্রী গাঙ্গুলি। জানা গেছে, ধূমকেতু ছবির নির্মাতারাও ছবির অগ্রিম টিকিট বিক্রি দেখে অবাক। কলকাতার সিঙ্গেল-স্ক্রিন থিয়েটার যেমন প্রাচী, অশোকা এবং মেনোকাতে, ওয়ার ২-এর তিনটি শো বরাদ্দ করা হয়েছে এবং ধূমকেতুকে একটি শো দেওয়া হয়েছে। তবে, জয়ন্তী এবং বিনোদিনী থিয়েটারে, ধূমকেতুকে দুটি করে শো বরাদ্দ করা হয়েছে। নবীনা এবং উমা টকিজে, ধূমকেতু এবং কুলির হিন্দি সংস্করণ উভয়ের জন্য দুটি করে শো বরাদ্দ করা হয়েছে । আইকনিক প্রিয়া সিনেমা ১৪ আগস্ট থেকে ওয়ার ২- এর তিনটি শো প্রদর্শিত হবে , যার মধ্যে ধূমকেতুর একটি শো থাকবে ।