WhatsApp ব্যবহারের সময় স্ক্রিন সম্পর্কে সচেতন থাকুন! নাহলে খালি হবে অ্যাকাউন্ট

WhatsApp screen mirroring fraud One Card give awareness

বিক্রম ব্যানার্জী, কলকাতা: Whatsapp ব্যবহার করে থাকলে স্ক্রিন শেয়ারিং বা মিররিং জালিয়াতি সম্পর্কে সতর্ক হওয়া জরুরী। জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই প্রতারণার ফাঁদে পা দিয়ে নিজেদের কষ্টার্জিত অর্থ খুঁইয়েছেন অনেকেই। তাই নতুন করে কোনও ব্যবহারকারী যাতে এই ফাঁদে পা না বাড়ান, সেজন্যই এবার গ্রাহকদের সতর্ক করল ওয়ানকার্ড। ওয়ানকার্ডের তরফে Whatsapp স্ক্রিন জালিয়াতি সম্পর্কে গ্রাহকদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

কী এই Whatsapp স্ক্রিন মিররিং জালিয়াতি?

ওয়ানকার্ডের তথ্য অনুযায়ী, এই প্রতারণা চক্রে Whatsapp এর স্ক্রিন শেয়ারিং চালু করার জন্য কাউকে কৌশলে ব্যবহার করা হয়। যা চালু হওয়ার সাথে সাথেই, প্রতারকরা ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য অর্থাৎ OTP, ব্যাঙ্কের বিবরণ, বিভিন্ন পাসওয়ার্ড ও চ্যাট দেখতে পান। আর তা দিয়ে শুরু হয় প্রতারণা।

কীভাবে কাজ করে এই প্রতারণা চক্র?

জানা গিয়েছে, Whatsapp স্ক্রিন মিররিং প্রতারণা চক্রে প্রতারকরা প্রথমে নিজেকে একটি ব্যাঙ্কের কর্মী বা আধিকারিক হিসেবে দাবি করবেন। তিনি প্রথমে বলবেন, আপনার অ্যাকাউন্টে কিছু সমস্যা দেখা দিয়েছে। সেটা ফিক্স করতে হলে আপনাকে স্ক্রিন শেয়ার করতে হবে। আর এখানেই শুরু হয় প্রতারণা।

স্ক্রিন শেয়ার করার কথা বলে প্রতারকরা ধাপে ধাপে ব্যবহারকারীকে দিয়ে স্ক্রিন শেয়ারিং চালু করিয়ে তার যাবতীয় তথ্য হাতিয়ে নেবেন। এই প্রক্রিয়ায়, প্রতারকরা ব্যবহারকারীর OTP, পাসওয়ার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে। তাছাড়াও, কিবোর্ড লগার পদ্ধতিকে ব্যবহার করে জালিয়াতি হয়ে থাকে।

অবশ্যই পড়ুন: Youtuber এলভিস যাদবের বাড়িতে ভয়াবহ হামলা, চলল ২০ রাউন্ড গুলি! পলাতক দুষ্কৃতী

এই পর্বে প্রতারকরা কিবোর্ড লগার নামক একটি ম্যালওয়্যার অ্যাপ ইন্সটল করে ব্যবহারকারীর প্রতিটি টাইপিং রেকর্ড করে রাখে। ব্যাঙ্ক ওয়েবসাইট থেকে শুরু করে ব্যক্তিগত ক্ষেত্রে কিবোর্ড টাইপিংয়ের যাবতীয় পিন, পাসওয়ার্ড রেকর্ড করে জালিয়াতরা। আর তারপরই ওই তথ্য ব্যবহার করে সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে তোলা হয় কাড়ি কাড়ি টাকা। তাই Whatsapp ব্যবহারের ক্ষেত্রে স্ক্রিন শেয়ারিংয়ের বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকতে বলছে ওয়ানকার্ড।

Leave a Comment