Whatsapp, Arattai চুনোপুঁটি! এবার সবথেকে সুরক্ষিত মেসেজিং প্ল্যাটফর্ম আনছে মাস্ক

Elon Musk X Chat App

সৌভিক মুখার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় এলন মাস্কের মূল লক্ষ্য একটাই, এক্স প্ল্যাটফর্মকেই সবকিছু বানানো। সেই লক্ষ্যে আরও একধাপ এগোলেন মাস্ক। এবার তিনি নিয়ে আসলেন নতুন মেসেজিং প্ল্যাটফর্ম X Chat (Elon Musk X Chat App)। জানা যাচ্ছে, এটি সাধারণ কোনও চ্যাটিং অ্যাপ নয়, বরং হোয়াটসঅ্যাপ ও আরাট্টাইয়ের মতো জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপগুলিকে টক্কর দেওয়ার মতো শক্তিশালী ফিচারে ভরপুর।

মাস্ক নিজেই সম্প্রতি এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, এনক্র্রিপ্টেড চ্যাটিং, অডিও-ভিডিও কলিং, ফাইল শেয়ারিং থেকে শুরু করে সব মিলিয়ে X Chat হতে চলেছে ভবিষ্যতের সবথেকে নিরাপদ আর দ্রুতগতির মেসেজিং প্ল্যাটফর্ম। এমনকি তার সঙ্গে রয়েছে X Money ফিচার, যা ভবিষ্যতে ফোনের সমস্ত ডিজিটাল কাজ এক অ্যাপেই করার সুযোগ করবে।

বিরাট ফিচার X Chat-র

বর্তমান সময়ে প্রাইভেসি নিয়ে চিন্তায় থাকে সবাই। আর সেই জায়গাতে এলন মাস্ক এবার বিরাট বাজি মারলেন। মেসেজ, ফাইল, মিডিয়া সবকিছুই এবার থাকবে এনক্রিপ্টেড ফরম্যাটে। অর্থাৎ, আপনি এবং আপনি যাকে মেসেজ পাঠিয়েছেন, শুধুমাত্র এই দু’জনেই মেসেজ পড়তে পারবে। এক্সের সার্ভার কোনওরকম ডেটা পাঠযোগ্য অবস্থায় থাকবে না। আগের মতো শুধুমাত্র ব্যক্তিগত চ্যাট নয়, বরং এবার থেকে গ্রুপ মেসেজিং সম্পূর্ণ এনক্রিপ্টেড থাকবে। তাই ডেটা চুরি থেকে শুরু করে হ্যাক, প্রাইভেসি লিকের প্রবণতা অনেকটাই কমবে।

এদিকে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপে ডিলিট করা ম্যাসেজে “This message was deleted” লেখা দেখায়। কিন্তু X Chat-এ এই ধরনের লেখা থাকবে না। আপনি মেসেজ পাঠানোর পর এডিট করতে পারবেন, চাইলে ডিলিটও করে দিতে পারবেন। সবথেকে বড় ব্যাপার, অন্যজন বুঝতেও পারবে না যে আপনি কিছু মুছে ফেলেছেন কিংবা এডিট করেছেন কিনা।

আরও পড়ুনঃ গন্তব্য ছিল মক্কা থেকে মদিনা! সৌদি আরবে বাস দুর্ঘটনায় ঝলসে মৃত্যু ৪২ জন ভারতীয়র

রয়েছে স্ক্রিনশট ব্লকের সুবিধা

X Chat এর আরও এক অভিনব ফিচার হল আপনি চাইলে স্ক্রিনশট তোলা সম্পূর্ণ ব্লক করে রাখতে পারবেন। কেউ চেষ্টা করলে সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশন চলে আসবে। অর্থাৎ, ব্যক্তিগত সুরক্ষিত রাখার সুযোগ থাকবে। আর মাস্ক বলেছেন, X Chat হবে একদম বিজ্ঞাপন মুক্ত এবং নির্ভেজাল। অর্থাৎ, চ্যাট করতে করতে হঠাৎ কোনওরকম বিজ্ঞাপন দেখাবে না। আর আপনার ব্যবহারের ডেটা ট্র্যাক করেও বিজ্ঞাপন দেখানো হবে না। তবে হ্যাঁ, বর্তমানে এই X Chat শুধুমাত্র iOS এবং ওয়েবে ব্রাউজারে উপলব্ধ। খুব শীঘ্রই অ্যান্ড্রয়েডে এই ফিচার আসছে বলে খবর।

Leave a Comment