WPL নিলামে KKR কোচের কাছে হারতে হল সৌরভ গাঙ্গুলিকে! কী ঘটল এমন?

WPL 2026 Auction KKR head coach Up buy Deepti Sharma Sourav Team lost

বিক্রম ব্যানার্জী, কলকাতা: উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে চরম নাটকীয়তা দেখল ক্রিকেট মহল। সম্প্রতি ভারত মহিলা বিশ্বকাপ জয়ের পর WPL নিয়ে উন্মাদনা তুঙ্গে উঠেছে। সেই আবহেই, বৃহস্পতিবার দুপুরে শুরু হয় WPL এর নিলাম পর্ব (WPL 2026 Auction)। সেখানেই সকলের মধ্যমণি হয়েছিলেন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার দীপ্তি শর্মা। তাঁকে কেনার জন্য একেবারে দর কষাকষিতে নেমেছিল সবাই। সেই আসরেই, দীপ্তিকে নিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছিল সৌরভ গাঙ্গুলির দিল্লি। তবে কথায় আছে, ওস্তাদের মার শেষ রাতে। সেটাই বাস্তবে করে দেখালেন কলকাতা নাইট রাইডার্সের বর্তমান হেড কোচ অভিষেক নায়ার। তাজ্জব বনে গেলেন সৌরভ!

KKR কোচের সাথে পেরে উঠলেন না সৌরভ!

বহুদিন ধরেই JSW স্পোর্টসের ডিরেক্টর অফ ক্রিকেটের দায়িত্বে রয়েছেন মহারাজ সৌরভ। অনেকেই হয়তো জানেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের অর্ধেক মালিকানা রয়েছে এই সংস্থার হাতে। তবে বর্তমানে তারা মেয়েদের প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব সামলাচ্ছেন। সেই মতোই, বৃহস্পতিবার দুপুরে দিল্লি ক্যাপিটালসের হয়ে WPL নিলামে হাজির হয়েছিলেন সৌরভ। সেখানে দীপ্তি শর্মাকে কিনতে বড় বিড দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ভারতের স্টার ক্রিকেটারকে ছো মেরে নিয়ে গেল KKR কোচের ইউপি ওয়ারিয়ার্স।

অবশ্যই পড়ুন: প্রতিরক্ষায় নতুন শক্তি, লঞ্চ হল ভারতের প্রথম অ্যান্টি ড্রোন পেট্রোল যান ‘ইন্দ্রজাল রেঞ্জার’

বিস্তারিতভাবে বলতে গেলে, বৃহস্পতিবার নিলাম টেবিলে দীপ্তি শর্মার বেস প্রাইস ছিল 50 লক্ষ টাকা। সেই দামেই নিলাম থেকে বিশ্বকাপ জেতানো দীপ্তি শর্মাকে কিনে ফেলে দিল্লি। তাঁকে নিয়ে সবেমাত্র স্বপ্ন দেখতে শুরু করেছে সৌরভের ফ্রাঞ্চাইজি এমন সময় আরটিএম প্রয়োগ করে দেয় অভিষেকের ইউপি। পরবর্তীতে দীপ্তি শর্মাকে দলে রাখার জন্য 3 কোটি 30 লক্ষ টাকা পর্যন্ত বিড করে রাজধানীর দল, তবে শেষ রক্ষা হল কই? সৌরভদের ক্রমাগত দরকষাকষির মাঝে শেষে গিয়ে সমপরিমাণ অর্থ দিতে রাজি হয়ে যায় অভিষেক নায়ারের ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত নিয়ম মেনে, আরটিএমের জোরে দীপ্তিকে ফের দলে টেনে নেয় ইউপি।

এদিকে, গত মহিলা বিশ্বকাপের রত্নকে দলে পেয়েও শেষ পর্যন্ত ছেড়ে দিতে হলো সৌরভদের। তাতে অনেকেই খানিকটা রসিকতার ছলেই বলছেন, KKR এর প্রধান কোচের কাছে হারলেন সৌরভ! এক কথায়, ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে মোক্ষম সময় দিল্লির কাজ থেকে দীপ্তি শর্মাকে ছিনিয়ে নিল অভিষেক নায়ারের ইউপি ওয়ারিয়র্স। বলে রাখি, KKR এর প্রধান কোচ হওয়ার পাশাপাশি উত্তরপ্রদেশের মহিলা দলেরও কোচ অভিষেক।

Leave a Comment