বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিখ্যাত ইউটিউবার তথা বিগ বস OTT-র বিজেতা এলভিস যাদবের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালো দুষ্কৃতীরা। রিপোর্ট অনুযায়ী, ইউটিউবারের গুরুগ্রামের বাড়ি লক্ষ্য করে রবিবার ভোর 5:30 মিনিট নাগাদ 15 থেকে 20 রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। যদিও এই ঘটনায় কেউ আহত হননি। তাছাড়াও ওই সময়ে এলভিস যাদব বাড়িতে ছিলেন না বলেই খবর।
गुरूग्राम – एल्विश यादव के सेक्टर 56 स्थित घर पर दर्जनों राउंड फायरिंग हुई, 3 आरोपियों ने तड़के सुबह 6 बजे के आसपास वारदात को दिया अंजाम, @ElvishYadav घटना के समय घर पर मौजूद नहीं थे, वारदात को अंजाम देने के बाद आरोपी मौके से फरार, पुलिस जांच में जुटी #ElvishYadav #Firing pic.twitter.com/7ZfoRPehwP
— Shivam Pratap Singh (@journalistspsc) August 17, 2025
তদন্ত শুরু করেছে গুরুগ্রাম থানার পুলিশ
রবিবার ভোরে ইউটিউবারের বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গুরুগ্রাম থানার পুলিশ। আপাতত সূত্রের যা খবর, গোটা ঘটনায় 3 জন দুষ্কৃতীকে চিহ্নিত করা গিয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
সূত্র বলছে, ওই 3 দুষ্কৃতি দীর্ঘদিন ধরে ইউটিউবারের বাড়ির উপর নজর রাখছিলেন। এরপরই রবিবার সুযোগ বুঝে বাইকে করে এসে বিগ বস খ্যাত অভিনেতার বাড়িতে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যান তারা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই তারকার বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে পুলিশ। আর তারপরই শুরু হয়েছে তদন্ত।
অবশ্যই পড়ুন: টানা ১৩ দিন ব্যান্ডেল-কাটোয়া শাখায় বাতিল একজোড়া লোকাল ট্রেন, জানাল পূর্ব রেল
উল্লেখ্য, সম্প্রতি বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মার কানাডার ক্যাফেতে চলেছিল গুলি। যদিও প্রাথমিকভাবে দুষ্কৃতীদের পরিচয় জানা না গেলেও পরে সেই ঘটনার দায় নিয়েছিল বিষ্ণোই গ্যাং। এবার টার্গেট হলেন এলভিস… কিন্তু ইউটিউবারের বাড়িতে গুলি চালাল কারা? গোটা বিষয়টি খুঁটিয়ে তদন্ত করার আশ্বাস দিয়েছে পুলিশ। তবে প্রশ্ন থেকে যায়, কেন বারবার সেলিব্রিটিদেরই নিশানা করা হচ্ছে?