সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের বাইরে পা রাখার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টটি তা হল পাসপোর্ট। তবে এখন আপনি অনলাইনেই আপনার পাসপোর্ট অ্যাক্সেস করতে পারবেন। হ্যাঁ, সেই সুযোগ এনে দিয়েছে DigiLocker (Digital Passport in DigiLocker)। হাতে করে পাসপোর্ট বহন করার ঝামেলা দূর করার জন্য ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক বিদেশ মন্ত্রকের সহযোগিতায় ডিজিলটাল ভাবে পাসপোর্ট যাচাই রেকর্ড উপলব্ধ করেছে। কিন্তু কীভাবে করবেন তা জানতে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
আসলে এই ইন্টিগ্রেশনের মাধ্যমে পাসপোর্ট যাচাই রেকর্ডগুলি DigiLocker এর ইকো সিস্টেমের মাধ্যমে নিরাপদে অ্যাক্সেস, সংরক্ষণ এবং ডিজিটাল ভাবে যাচাই করা হবে। ফলে কোনওরকম কাগজপত্র লাগবে না। অনলাইনের মাধ্যমে সব জায়গায় পাসপোর্ট যাচাই হবে এবং সাধারণ মানুষ এতে প্রচুর উপকৃত হবে।
কীভাবে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট যাচাই রেকর্ড অ্যাক্সেস করবেন?
ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, নাগরিকরা এবার তাদের DigiLocker অ্যাকাউন্টে “Issued Document” বিভাগে গিয়েই নিজের পাসপোর্ট যাচাই রেকর্ড অ্যাক্সেস করতে পারবে। আর ইন্টিগ্রেশন নাগরিকদের জন্য অফিসিয়াল ভেরিফিকেশন, ডকুমেন্টের সুবিধা এবং অ্যাক্সেস আরও বাড়ানো হবে। পাশাপাশি DigiLocker ইকো সিস্টেমের মধ্যে তাদের রেকর্ডগুলি সুরক্ষিত অবস্থায় থাকবে এবং কোনওরকম তথ্য জালিয়াতির সুযোগ থাকবে না।
আরও পড়ুন: ৯০-র গণ্ডি পার করার পর ফের ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি! দেখুন রেট
নাগরিকদের জন্য DigiLocker-এ পাসপোর্ট যাচাই রেকর্ড অ্যাক্সেস
তথ্য প্রযুক্তি মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, সাধারণ মানুষ এবার DigiLocker মোবাইল অ্যাপ বা ওয়েব পোর্টাল ব্যবহার করে যে কোনও সময় তাদের পাসপোর্টের রেকর্ড ডাউনলোড বা চেক করতে পারবে। ফলে জরুরী ভ্রমণ পরিকল্পনা বা চাকরির আবেদনের সময় এটি খুবই উপকারে আসবে। কারণ, ডিজিটাল ভাবেই এবার রেকর্ড সুরক্ষিত থাকবে, এবং হাতে করে কোনও ফাইল নিয়ে ঘোরার ঝামেলা পোহাতে হবে না। ফলে সময় এবং ঝক্কি দুটোই বাঁচবে। সবথেকে বড় ব্যাপার, সাধারণ মানুষ এবার ওয়েব পোর্টাল বা DigiLocker মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেই তাদের ইস্যু ডকুমেন্ট বিভাগে গিয়ে পিভিআর অ্যাক্সেস করতে পারবে। তাই আজই ফোনে ডাউনলোড করুন DigiLocker এবং ডিজিটাল ভাবেই নিজের পাসপোর্ট রেকর্ড যাচাই করে নিন।