অবশেষে স্বস্তির খবর! ISL আয়োজন করছে খোদ ফেডারেশন, কবে দিনক্ষণ ঘোষণা?

AIFF to announce Indian Super League schedule

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে স্বস্তির খবর। ISL (Indian Super League) আয়োজিত হচ্ছে বলেই জানালো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে AIFF একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে, শনিবারের ইমারজেন্সি কমিটির বৈঠকে ফেডারেশন এবং FSDL কো-অর্ডিনেশন কমিটির তরফে পাঠানো রিপোর্ট পর্যালোচনা করা হয়েছে। ওই কমিটির কর্তারা জানিয়েছেন, ফেডারেশন নিজেই লিগ পরিচালনা করবে। সব ঠিক থাকলে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই ISL এর দিনক্ষণ ঘোষণা করা হবে। জানা যাচ্ছে, ইমারজেন্সি কমিটির প্রস্তাব মতোই ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত খরচ বহন করবে AIFF নিজেই।

ভারতীয় ফুটবলারদের ভিডিও বার্তার পরই খুলল জট

ভারতীয় ফুটবল ফেডারেশনের ইমারজেন্সি কমিটির বৈঠকের আগে গত শুক্রবারই সুনীল ছেত্রী থেকে শুরু করে গুরপ্রীত সিং সহ জাতীয় দলের অন্যান্য ফুটবলারেরা একযোগে একটি ভিডিও পোস্ট করে ভারতীয় ফুটবলকে বাঁচানোর আবেদন জানিয়ে ফিফার কাছে অনুরোধ রেখেছিলেন। আর তার পরের দিনই ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে জট খুলল। দেশের সবচেয়ে বড় ফুটবল লিগ আয়োজনের ঘোষণা দিল AIFF।

অবশ্যই পড়ুন: বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, সপাটে জবাব দিল BCCI!

বলাই বাহুল্য, এক ভিডিও বার্তায় জাতীয় ফুটবল দলের তারকারা সমস্বরে বলেছিলেন, “জানুয়ারি মাসে যেখানে আমাদের ISL এর মাঠে থাকার কথা সেখানে আমরা একরাশ হতাশা নিয়ে ভিডিও করছি। আমরা আজ জোর গলায় একটা কথা বলতে এসেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা একটা আবেদন নিয়ে এসেছি। আমরা পাকাপাকিভাবে পঙ্গু হয়ে যাওয়ার দিকে এগিয়ে চলছি। ফুটবলকে বাঁচানোর জন্য শেষ একটা চেষ্টা করছি। ফিফার কাছে আবেদন আপনারা হস্তক্ষেপ করুন এবং ভারতীয় ফুটবলকে বাঁচান।” ভারতীয় দলের তারকা ফুটবলারদের সেই আবেদনের পরই মিলল সমাধান সূত্র।

অবশ্যই পড়ুন: হাওড়া ডিভিশনে তিনদিন বাতিল ২০ লোকাল ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

আপাতত যা খবর, সমস্ত দিক মাথায় রেখেই এবারের মতো ইন্ডিয়ান সুপার লিগ চালিয়ে দেবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ম্যাচ আয়োজনের খরচ থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক খরচ সবই চালানো হবে, ফেডারেশনের নিজস্ব কোষাগার থেকে। সূত্রের খবর, ইমারজেন্সি কমিটির বৈঠকের পরই ইন্ডিয়ান সুপার লিগের সমস্ত দলের সাথে যোগাযোগ করে দ্রুত ISL আয়োজনের প্রক্রিয়া শুরু করতে চলেছে AIFF। এখন অপেক্ষা টুর্নামেন্টের দিনক্ষণ ঘোষণার।

Leave a Comment