অসুস্থ হলেও খোঁজ নিচ্ছেন না পার্থ! জানাননি নতুন বছরের শুভেচ্ছা, কী বলছেন অর্পিতা?

Partha Chatterjee

প্রীতি পোদ্দার, কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ‘বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। এরপর গ্রেপ্তার করা হয় তাঁদের। কিন্তু জেলে থাকাকালীন একে অপরের এই সম্পর্কের কথা প্রকাশ্যে না আনলেও জেলমুক্তির পর ‘বান্ধবী’র কথা প্রকাশ্যে স্বীকারও করেছিলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের বর্ষীয়ান নেতা পার্থ। কিন্তু তারপরে নাকি আর কোন যোগাযোগ নেই অর্পিতার সঙ্গে পার্থ? স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে তাহলে কি জেলমুক্তির পর অর্পিতা অধ্যায় শেষ হলো পার্থর (Partha Chatterjee) জীবনে?

অর্পিতাকে নতুন বছরের শুভেচ্ছা জানাননি পার্থ!

দুর্নীতি মামলায় আগেই অর্পিতা মুখোপাধ্যায় জামিনে ছাড়া পেয়েছিলেন। কিন্তু তখনও জামিন না পেয়ে জেলের ঘানি টানছিলেন পার্থ। তবে আপাতত জামিনের মাধ্যমে জেল থেকে ছাড়া পেয়েছেন। বাড়িতে আসার পর প্রথম কয়েকদিন রাজনীতিতে বেশ সক্রিয় দেখিয়েছিল পার্থকে, কিন্তু পরে সেও অসুস্থ হয়ে পড়ায় নিজের বাড়িতেই রয়েছেন। এদিকে নতুন বছর পড়ে গেলেও তিনি এখনও বান্ধবী অর্পিতাকে নতুন বছরের শুভেচ্ছা জানাননি, এমনকি কোন খোঁজ খবরও নেননি অর্পিতার। মঙ্গলবার সাংবাদিকদের এমনই জানালেন অর্পিতা মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ ৮ জেলায় অ্যালার্ট! দক্ষিণবঙ্গে আর কতদিন এমন ঠান্ডা? জানাল আবহাওয়া দফতর

অসুস্থ অর্পিতা

জানা গিয়েছে, অর্পিতা মুখোপাধ্যায় জামিনে মুক্ত হলেও এখনও নিয়োগ দুর্নীতির মামলা চলছে। তাই ডাক পড়তেই মাঝেমধ্যে ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে অভিযুক্তদের হাজিরা দিতে হচ্ছে। রিপোর্ট অনুযায়ী গতকাল অর্থাৎ মঙ্গলবারও হাজিরা দিতে ব্যাঙ্কশাল আদালতে গিয়েছিলেন। সেখানেই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন অর্পিতা। তখনই তিনি জানান প্রবল ঠান্ডায় বছরের শুরু থেকেই জ্বরে ভুগছেন। তারপরেই সাংবাদিকরা পার্থের ব্যাপারে প্রশ্ন তুলতেই অর্পিতা প্রথমে এড়িয়ে যেতে চাইলেও পরে বলেন, ”কোনও কথা হয়নি।” তাহলে কি দুজনের প্রেম শেষ হয়ে গেল।

আরও পড়ুন: শারীরিক অসুস্থতা সত্ত্বেও মেলেনি ছুটি! SIR-এর কাজের চাপে মৃত্যু মালদহের BLO-র

প্রসঙ্গত, জেল থেকে মুক্তির পর যখন পার্থ চট্টোপাধ্যায়কে অর্পিতা প্রসঙ্গে জিজ্ঞাসা করেছিল সাংবাদিকরা তখন সকলের সামনেই অর্পিতাকে বান্ধবী হিসাবে স্বীকার করে নিয়েছিল। তিনি বলেছিলেন, ”লোকের তিন, চারটে বউ থাকতে পারে, আমার একজন বান্ধবী থাকতে পারে না?” এর আগে একবার আদালতে উভয়ের দেখা হওয়ায় একে অপরের খোঁজ নিয়েছিলেন। যা নিয়ে বেশ জল্পনা বেড়েছিল, কিন্তু জামিনে দুজনের জেলমুক্তির পর আর কোনো কথাই নাকি হচ্ছে না, এমনই দাবি করল অর্পিতা।

1 thought on “অসুস্থ হলেও খোঁজ নিচ্ছেন না পার্থ! জানাননি নতুন বছরের শুভেচ্ছা, কী বলছেন অর্পিতা?”

Leave a Reply to dafabettcasino Cancel reply