আজই শেষ দিন, ওয়াকফ সম্পত্তির কতটা তথ্য আপলোড করল নবান্ন? দেখুন বাকিদেরও হাল

West Bengal Waqf Properties

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই বঙ্গে ২৬ এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে ভোটের জরুরী প্রস্তুতিতে নেমেছে রাজনৈতিক দলগুলি। এমতাবস্থায় ফের খবরের শিরোনামে উঠল ওয়াকফ আইন। কিছুদিন আগেই বিতর্কের প্যাঁচে পড়ে ওয়াকফ সম্পত্তির বিবরণ কেন্দ্রীয় সরকারের ‘উম্মিদ’ পোর্টালে নথিভুক্ত করার নির্দেশিকা জারি করেছিল নবান্ন। আজই পোর্টালে ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোড করার শেষ দিন (West Bengal Waqf Properties), কিন্তু এখনও পর্যন্ত বাংলায় আপলোডের তথ্য নিয়ে চিন্তিত কেন্দ্র।

নবান্নের তরফে সম্পত্তি আপলোডের নির্দেশিকা

উল্লেখ্য, গত ৯ এপ্রিল একটি জৈন সম্প্রদায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়ে বলেছিলেন, “বাংলায় ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কার্যকর হতে দেব না। মুসলমানদের ‘ডিভাইড অ্যান্ড রুল’ আমি চলতে দেব না।” এখানেই শেষ নয়, তিনি আরও বলেছিলেন যে, “আমাদের এখানে ৩৩ শতাংশ মুসলিম আছেন। তাঁরা শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে থাকছেন। তাঁদের সুরক্ষা দেওয়া আমার কর্তব্য।” কিন্তু শেষপর্যন্ত উর্মিদ পোর্টালে সম্পত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নথিভুক্ত করণের ক্ষেত্রে সময়সীমা ঘনিয়ে আসায় চাপের মুখে পড়ে আইন মানতে বাধ্য হল নবান্ন। গত ২৭ নভেম্বর জেলা শাসকদের কাছে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে যে, ৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে উম্মিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির খতিয়ান বা তথ্য আপলোড করতে হবে। এদিকে আজই সেই খতিয়ান জমা দেওয়ার শেষ দিন।

ওয়াকফ সম্পত্তি আপলোডে কোন রাজ্যে এগিয়ে?

রিপোর্ট মোতাবেক ওয়াকফ সম্পত্তি জমা দেওয়ার শেষ দিনের এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্ণাটক এবং তামিলনাড়ুর মতো রাজ্যগুলিতে মাত্র ১০ থেকে ৩৫ শতাংশ ওয়াকফ সম্পত্তি পোর্টালে নিবন্ধিত হয়েছে। তবে পঞ্জাবে প্রায় ৮০ শতাংশ ওয়াকফ সম্পত্তি ডিজিটালি নিবন্ধিত হয়েছে। তবে পাঞ্জাবে ওয়াকফ সম্পত্তির পরিবর্তে ওয়াকফ এস্টেটগুলি নথিভুক্ত করা হচ্ছে। অন্যদিকে উত্তরপ্রদেশে মাত্র ৩৫% ওয়াকফ সম্পত্তির তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। কিন্তু বিশেষ সূত্রে জানা গিয়েছে, দেশের মধ্যে উত্তরপ্রদেশেই সবচেয়ে বেশি সংখ্যক ওয়াকফ সম্পত্তি রয়েছে। সেক্ষেত্রে পোর্টালের কর্মকর্তারা বলছেন যে অনেক সম্পত্তি শতাব্দী প্রাচীন, মূল নথি পাওয়া যায়নি তাই আপলোড করতে সমস্যা হচ্ছে।

আরও পড়ুন: ৪ বছর পর ভারত সফরে পুতিন! প্রিয় বন্ধুকে রুশ-ভাষায় গীতা উপহার দিলেন মোদি

নবান্নের তরফে উম্মিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির তথ্য আপলোড করার নির্দেশ দেওয়ার পরেও পশ্চিমবঙ্গে মাত্র ১২ শতাংশ সম্পত্তি ডিজিটালি নিবন্ধিত করা হয়েছে বলে জানা গিয়েছে। যেখানে সম্পত্তি রয়েছে মোট ৮০ হাজার ৪৮০টি। এর কারণ হিসেবে কর্মকর্তারা জানাচ্ছেন, পোর্টালটি কেবল ইংরেজিতে রয়েছে কিন্তু গ্রামাঞ্চলের বেশিরভাগ মুতাওয়াল্লিরা ইংরেজি জানেন না। এমনকি জমি পরিমাপের ক্ষেত্রেও ভিন্ন রাজ্যে ভিন্ন পদ্ধতি রয়েছে। এই নিয়ে অবশ্য রাজ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। কিন্তু শেষ দিনে এসেও কাজ সম্পূর্ণ না হওয়ায় বেশ চিন্তায় পড়েছে কেন্দ্র।

Leave a Comment