আধার কার্ডে থাকবে না নাম, ঠিকানা, ব্যক্তিগত তথ্য! ডিসেম্বর থেকেই বদল আনছে UIDAI

Aadhaar Card

সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে স্কুলে ভর্তি বা যেকোনও গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে আধার কার্ড (Aadhaar Card) ভারতীয়দের কাছে এখন অপরিহার্য ডকুমেন্ট। তবে UIDAI সূত্রে জানা গেল, আগামী মাস থেকেই বদলে যাবে আধার কার্ডের ডিজাইন। হ্যাঁ, এবার থেকে আধার কার্ড থাকবে না নাগরিকের নাম, ঠিকানা সহ ব্যক্তিগত তথ্য। কিন্তু কেমন হতে চলেছে নতুন আধার কার্ড?

বড়সড় ঘোষণা UIDAI-র

সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) তরফ থেকে জানানো হয়েছে, আধার কার্ডের নতুন ডিজাইনে এবার নাগরিকের নাম, ঠিকানা এবং ব্যক্তিগত কোনও তথ্য দেওয়া থাকবে না। থাকবে শুধুমাত্র একটি ছবি আর আধুনিক কিউআর কোড। আর এই কিউআর কোডের মধ্যে ব্যবহারকারীর যাবতীয় তথ্য এনক্রিপটেড ফরম্যাটে থাকবে। সেটিকে স্ক্যান করলেই সমস্ত তথ্য বেরিয়ে আসবে। তবে তার জন্য একটি অ্যাপ ব্যবহার করতে হবে। এমনকি এর জন্য নতুন অ্যাপও আনা হচ্ছে। বর্তমানে যে mAdhar অ্যাপ চালু রয়েছে, সেটির বদলেই আনা হবে ওই নতুন অ্যাপ। আর সেই অ্যাপে কিউআর কোড স্ক্যান করলেই যাবতীয় তথ্য পাওয়া যাবে।

এ বিষয়ে UIDAI এর সিইও ভূপেশ কুমার জানিয়েছেন যে, আধার কার্ডের নাম, ঠিকানা এবং ব্যক্তিগত তথ্য তুলে দেওয়া হবে আগামী ডিসেম্বর মাস থেকেই। চলতি মাসের পরেই এই নতুন আধার চালু হবে। ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশনও করতে হবে। এর ফলে নাগরিকদের তথ্য কে কখন সংগ্রহ করছে তার রিপোর্ট UIDAI এর কাছে চলে যাবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাসেই চাকরি! ভারতীয় রেলে ফের ৪১১৬ শূন্যপদে নিয়োগ

এমনকি UIDAI এর তরফ থেকে বলা হয়েছে যে, আধার কার্ডের সমস্ত অফলাইন ভেরিফিকেশন বা তথ্য সুরক্ষার জন্যই এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সংস্থা বা হোটেল আধার কার্ডের তথ্য সংগ্রহ করে রাখে। আর সেই তথ্যের কোনওরকম নিরাপত্তা থাকে না। এই ঘটনা রুখতেই এবার কিউআর কোডের মধ্যে সমস্ত তথ্য লুকিয়ে ফেলার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ, অফলাইনে পরিচয়পত্র হিসেবে আধার কার্ডের তথ্য এবার সংগ্রহ করা যাবে না। আধারের তথ্য চুরি রুখতেই এই পদক্ষেপ।

Leave a Comment