সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে প্রায় 17 কোটি পড়ুয়ার আধার কার্ড রয়েছে, তবে তা সক্রিয় রাখার জন্য বায়োমেট্রিক আপডেট (Aadhaar Update) করা হয়নি। ফলত এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর আধার কার্ড বর্তমানে অকার্যকর হয়ে গিয়েছে। তাই তারা কোনো সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা তো পাচ্ছেই না, এমনকি বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও অংশ নিতে পারছে না।
পরিস্থিতি এতটাই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যে, আধার কর্তৃপক্ষ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া দেশের সমস্ত রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য সচিবদের কাছে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে। ইউআইডিএআই-এর সিইও ভুবনেশ কুমার চিঠিতে এই সমস্যা দ্রুত সমাধানের পরামর্শ দিয়েছেন।
কেন আধার আপডেট জরুরি?
উল্লেখ্য, আধার কার্ডধারী শিশুদেরকে দুইবার বায়োমেট্রিক আপডেট করাতে হয়। প্রথমবার 5 বছর বয়সে, আর দ্বিতীয়বার 15 বছর বয়সে। আপডেটের সময় আঙুলের ছাপ এবং চোখের মনি স্ক্যান করা হয়। তবে আধার আপডেট না হলে আধার নম্বর নিষ্ক্রিয় হয়ে যায়, এমনকি পড়ুয়ারা কোনোরকম সরকারি সুযোগ-সুবিধা পায় না।
#BaalAadhaar helps easy registration of your child to avail essential services with ease. Get your child’s Aadhaar today!
To visit your nearest #AadhaarCentre, click: https://t.co/3Kkp70Kl23#Aadhaar #ChildEnrolment #AadhaarEnrolment pic.twitter.com/0aqWIhQ4QU
— Aadhaar (@UIDAI) August 29, 2025
কিন্তু এই বিশাল সংখ্যক ছাত্রছাত্রীর আধার আপডেট প্রক্রিয়া এখন খুব দ্রুত সম্পন্ন করতে চাইছে ইউআইডিএআই। তাই স্কুলের মধ্যেই এবার বিশেষ ক্যাম্প আয়োজনের পরামর্শ দেওয়া হয়েছে। তবে চ্যালেঞ্জের বিষয় হল, কোন পড়ুয়ার আপডেট বাকি রয়েছে, তা চিহ্নিত করা যাচ্ছে না।
এই সমস্যার সমাধান করতেই ইউআইডিএআই ও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সহযোগিতায় UDISE+ অ্যাপ্লিকেশনে নতুন অপশন যুক্ত করা হয়েছে। ফলে স্কুল কর্তৃপক্ষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করলে খুব সহজেই তালিকা পেয়ে যাবে যে, কোন ছাত্র-ছাত্রীর আধার কার্ড আপডেট করা হয়নি।
আরও পড়ুনঃ ৯ সেপ্টেম্বর হচ্ছে লঞ্চ! ভারতের বাজারে কত দাম হবে iPhone 17 সিরিজের?
এদিকে খুব দ্রুত যদি আধার কার্ড আপডেট না করা হয়, তাহলে লক্ষ লক্ষ পড়ুয়া সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবে। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও আবেদন করতে পারবে না। এমনকি ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে পারে। তাই শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও প্রশাসনের যৌথ উদ্যোগেই এই সমস্যা সমাধান করতে চাইছে ইউআইডিএআই। সেজন্যই স্কুলে স্কুলে এবার ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।