আবাস থেকে পাকা রাস্তা সহ তিন কর্মসূচি নিয়ে মেগা প্ল্যান নবান্নর

Nabanna

প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটার তালিকায় নিবিড় সংশোধন, অর্থাৎ SIR নিয়ে রাজনৈতিক চাপানউতোর চলছেই। আর এই আবহে ২৬ এর বিধানসভা নির্বাচন যেন হাওয়া আরও গরম করছে। মুখ্যমন্ত্রীর সিংহাসন কেড়ে নেওয়ার জন্য একদিকে যেমন বিজেপি উঠে পড়ে লেগেছে ঠিক তেমনই শাসক দল তৃণমূল কংগ্রেস সিংহাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক কর্মসূচি এবং উন্নয়নমূলক প্রকল্প চালু করে চলেছে। এমতাবস্থায় পাকা ছাদ এবং পাকা রাস্তা এই দু’টি পরিষেবাকে সাধারণের কাছে তুলে ধরতে বিশেষ তিনটি কর্মসূচিতে নজর দিল নবান্ন (Nabanna)।

ফেব্রুয়ারির মধ্যেই কাজ সম্পন্নের নবান্নের

এইমুহুর্তে তৃণমূলের সর্বোচ্চ স্তরের নেতৃত্ব মনে করছে যে রাস্তা, পানীয় জল, আলো সাধারণ মানুষের মৌলিক চাহিদা। আর সেই মৌলিক চাহিদাগুলোকে বাস্তবায়িত করতে ভোটের আগে মাথার উপর পাকা ছাদ আর দোরগোড়ায় রাস্তা নির্মাণ করতে এবং আলোর চাহিদা মেটাতে ময়দানে নেমে পড়েছে সব জেলা প্রশাসন। এক্ষেত্রে শাসক তৃণমূল কংগ্রেসের সংগঠনের যেমন ভূমিকা রয়েছে ঠিক তেমনই পরামর্শদাতা সংস্থা আইপ্যাকেরও ‘সক্রিয়’ ভূমিকা রয়েছে। জেলা প্রশাসনগুলিকে এই কর্মসূচি আগামী ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন করার বার্তা দিয়েছে নবান্ন।

আরও পড়ুনঃ ফের ছক্কা হাঁকাল পরশুরাম, কী হল বিদ্যা ব্যানার্জীর? রইল এ সপ্তাহের TRP তালিকা

আবাসের টাকা কবে মিলবে?

রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার এই তিন কর্মসূচি প্রসঙ্গে আবাস যোজনার কথা তুলে ধরেছেন। আগের দফায় যেখানে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ১২ লক্ষ পরিবারকে অর্থ দিয়েছিল রাজ্য সরকার। এবার বিধানসভা ভোটের আগে আরও ১৬ লক্ষ পরিবারের কাছে পৌঁছে যাবে আবাসের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা। প্রদীপ মজুমদার বলেন, ‘‘এখনও তারিখ চূড়ান্ত হয়নি। তবে জানুয়ারি মাসেই আবাসের প্রথম কিস্তির অর্থ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে।’’ অর্থাৎ, দু’দফা মিলিয়ে ২৮ লক্ষ পরিবার পাকা বাড়ি তৈরির টাকা পাচ্ছে। তবে শুধু বাড়ি নয়, এর পাশাপাশি দোরগোড়ায় ঝকঝকে রাস্তা এবং আলোর জন্যেও জোড়া কর্মসূচি চালাচ্ছে নবান্ন।

আরও পড়ুন: ১০ বছরে মোদীর সম্পত্তি বাড়ল ৮২%, রাহুলের ১১৭! অভিষেকের কত? দেখুন হিসেব

প্রসঙ্গত, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে বুথপিছু ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। যে প্রকল্পে একেবারে পাড়ার রাস্তা, সৌরবাতি, ছোট সেতু নির্মাণ ও সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি, বড় রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য ‘পথশ্রী-৪’ শুরু হয়েছে। মোট ২০ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হয়েছে। এবার এই তিনটি কর্মসূচির ক্ষেত্রেও প্রশাসন ‘সতর্ক ও সক্রিয়’ থাকার বার্তা দিল। ইতিমধ্যেই ‘উন্নয়নের পাঁচালি’ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সেই প্রচার ঠিকঠাক হচ্ছে কি না, তার তদারকি দায়িত্ব দেওয়া হয়েছে আইপ্যাকের টিমকে। গ্রামাঞ্চলে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক প্রচারে নজরদারি চালাচ্ছে তারা।

1 thought on “আবাস থেকে পাকা রাস্তা সহ তিন কর্মসূচি নিয়ে মেগা প্ল্যান নবান্নর”

Leave a Reply to afunjogo Cancel reply