প্রীতি পোদ্দার, কলকাতা: আরজি করের ঘটনার পর চিকিৎসক মহলের লাগাতার প্রতিবাদে খানিকটা শান্ত হয়েছিল পরিবেশ। কিন্তু এখনও অধরা নির্যাতিতার সুবিচার। এই অবস্থায় ফের থ্রেট কালচারের অভিযোগ উঠল। তবে আরজি কর নয়, খবরের শিরোনামে উঠে এল মালদা মেডিকেল কলেজ। যার জেরে এই ঘটনার প্রতিবাদে আন্দোলনমুখী একাংশ।
ঘটনাটি কী?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২১ আগস্ট, বৃহস্পতিবার সার্জিক্যাল বিভাগে কর্মরত ছিলেন এক মহিলা ইন্টার্ন। তাঁর সঙ্গে কর্মরত ছিলেন আরেক পুরুষ ইন্টার্ন। রোগী দেখা নিয়ে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়। শেষপর্যন্ত রোগীদের সামনে মহিলা ইন্টার্নকে মারধর করে ওই পুরুষ ইন্টার্ন। আর তাই নিয়ে শুরু হয় বিক্ষোভ। আন্দোলনকারীরা জানাচ্ছেন, মহিলা ইন্টার্নসহ দু’জনকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। শুধু তাই নয় অভিযুক্তরা তৃণমূল ঘনিষ্ঠ এবং কলেজের অন্য ইন্টার্ন ও ছাত্রদের ওপর প্রভাব বিস্তার ও ভয় দেখানোর চেষ্টা করে চলেছে। পাশাপাশি আন্দোলনকারীরা বলছেন, অধ্যক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ অভিযুক্তদের দ্রুত শাস্তি না দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছেন। এমতাবস্থায় বিজেপি নেত্রী তথা হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এক্স হ্যান্ডেলে ওই নির্যাতিত মহিলা ইন্টার্নের ভিডিও শেয়ার করেন।
চাঞ্চল্যকর দাবি বিজেপি নেত্রীর
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এদিন সেই ভিডিও পোস্টের ক্যাপশনে লেখেন, “আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে অভয়া ঘটনার এক বছরের মধ্যে, মালদা মেডিকেল কলেজে দায়িত্ব পালনকালে একজন মহিলা ইন্টার্ন ডাক্তার যে ভয়াবহ মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন সে সম্পর্কে তার নিজের বক্তব্য । এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেবে? নাকি অভিযুক্ত মীজানুর রহমান এর থেকে মুক্তি পাবে? এই ডাক্তার কি বাঙালি নয়? এই মেয়েটা কি বাঙালি নয়? যতদিন এই অকেজো স্বাস্থ্যমন্ত্রী/পুলিশমন্ত্রী/মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকবেন, ততদিন পশ্চিমবঙ্গে মহিলাদের কোনও নিরাপত্তা থাকবে না।”
আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে অভয় ঘটনার এক বছরের মধ্যে, মালদা মেডিকেল কলেজে দায়িত্ব পালনকালে একজন মহিলা ইন্টার্ন ডাক্তার যে ভয়াবহ মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন সে সম্পর্কে তার নিজের বক্তব্য ।
হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেবে? নাকি অভিযুক্ত মীজানুর রহমান… pic.twitter.com/yPhSFdMW8n— Locket Chatterjee (@me_locket) August 25, 2025
আরও পড়ুন: খানাকুলের ওসির বিরুদ্ধে হিন্দু মহিলার শ্লীলতাহানির অভিযোগ! বিস্ফোরক দাবি বিজেপির
চিন্তা বাড়ছে প্রশাসনের
হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে ওই মহিলা ইন্টার্ন গত ২১ আগস্ট, বৃহস্পতিবার সার্জিক্যাল বিভাগে তাঁর পুরুষ কো-ইন্টার্নের সঙ্গে কী কী হয়েছিল। বর্তমানে মালদা মেডিকেলের আবহ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে বিভাজন ও অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে। আর এই আবহে চিকিৎসক মহলে থ্রেট কালচারের পুনরাবৃত্তি হচ্ছে বলে মনে করছেন অনেকে। যদি শীঘ্রই এই পরিস্থিতি মোকাবিলা না করা যায় তাহলে রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজেও ফের অস্থিরতা দেখা দিতে পারে। পাশাপাশি অধ্যক্ষ এবং সুপারের নিরাপত্তা ঘিরেও চিন্তা বাড়ছে প্রশাসনের।