আর সহজ হবে না PAN কার্ড তৈরি করা! এবার নিয়মে বড় বদল আনল কেন্দ্র

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বর্তমানে দেশবাসীর কাছে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে অন্যতম হল প্যান কার্ড। অনেক কাজের জন্য প্যান কার্ডের প্রয়োজন হয়। আইডি-প্রুফ থেকে শুরু করে ট্যাক্স রিটার্ন সব কিছুতেই প্যান কার্ডের প্রয়োজন বেশি। আর এই পরিস্থিতিতে প্যান কার্ড নিয়ে কড়া নিরাপত্তার খাতিরে কেন্দ্র এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে। অর্থাৎ আগের নিয়ম আর প্যান কার্ড তৈরি করা যাবে না।

পুরোনো নিয়ম আর খাটবে না

কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে জানা গিয়েছে এখন থেকে প্যান কার্ড তৈরির ক্ষেত্রে দরকার পড়বে আধার কার্ডের। অর্থাৎ, কেউ যদি প্যান কার্ড পেতে চায় তাহলে তাঁর আধার নম্বর থাকা আবশ্যক। অন্যথায়, প্যান কার্ড তৈরি করা হবে না এবং প্যান কার্ড সম্পর্কিত সরকারি কাজও করা হবে না। আর এই নয়া নিয়মটি চালু হয়েছে গত ১ জুলাই থেকে। শুধু তাই নয়, আপনার মোবাইল নম্বরটিও আপনার আধার নম্বরের সঙ্গে লিঙ্ক থাকতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। কারণ প্যান কার্ড পাওয়ার সময়, আপনাকে আধারের মাধ্যমে আপনার পরিচয় যাচাই করতে হয়।

জারি কড়া হল সময়সীমা

এই আবহে প্যান কার্ডের প্রয়োজনীয়তা যাতে সকলেই উপভোগ করতে পারে তাই শীঘ্রই সরকার প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার নির্দেশ দিয়েছেন। এমনকি সময়সীমাও বেঁধে দিয়েছে। সূত্রের খবর, চলতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে প্যান এবং আধার কার্ড লিংক করার নির্দেশ জারি করা হয়েছে।

যিনি সেই নির্দেশ অমান্য করবেন না লিঙ্ক করবেন না, তাঁর প্যান কার্ড বাতিল করা হবে। আসলে সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল কর ফাঁকি রোধ করা এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনা।

আরও পড়ুন: মুখের ছবি মিললেই দেওয়া হবে খাবার! নয়া নিয়ম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

কীভাবে প্যান কার্ডের সঙ্গে আধার লিংক করবেন?

প্রথমে ট্যাক্স ই-ফাইলিং ওয়েবসাইটে যান। হোমপেজ খুললেই সেখানে আপনি লিঙ্ক আধার অপশনটি পাবেন, এটিতে ক্লিক করে নিতে হবে। এরপর সেখানে প্যান এবং আধার উভয়ের নম্বর দিতে হবে নির্ধারিত বক্সে। এর পরে, আপনার নির্দিষ্ট মোবাইল নম্বরটি সেখানে দিতে হবে। সবশেষে “I agree to validate my Aadhaar details with UIDAI”-এ ক্লিক করে নিতে হবে। ব্যস, তাহলেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক হয়ে যাবে।

Leave a Comment