সৌভিক মুখার্জী, কলকাতা: সংসদের ভেতরে ধ্বনি ভোটের মাধ্যমেই মাত্র 3 মিনিটে পাস হয়ে গেল নতুন আয়কর আইন (Tax Bill 2025)। হ্যাঁ, সোমবার লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুটি গুরুত্বপূর্ণ বিল যথাঃ আয়কর বিল 2025 এবং আয়কর আইন সংশোধনী বিল 2025 পেশ করেছেন। তবে সবথেকে আশ্চর্য বিষয় হল, 1961 সালের আয়কর আইন অনুযায়ী এই পরিবর্তনের বিল কোনোরকম আলোচনা ছাড়াই পাস হয়েছে।
তবে এই বিল পেশের সময় বিরোধীরা সংসদের বাইরে এসআইআর ইস্যুতে বিক্ষোভে নেমেছিল। এমনকি ভিতরে তীব্র হট্টগোলের মধ্যেই স্পিকার ধ্বনি ভোটের মাধ্যমে এই বিল পাস করে দেন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে, এত বড় আর্থিক সিদ্ধান্ত আলোচনার বাইরেই নেওয়া হচ্ছে। নোট বন্দি থেকে শুরু করে জিএসটির অভিজ্ঞতা আমাদের সবারই জানা। এবার আয়কর ব্যবস্থাতেও হঠাৎ করে পরিবর্তন আনা হচ্ছে।
কী রয়েছে এই নতুন আইনে?
বলে দিই, নতুন আয়কর বিল 2025 মূলত কর প্রক্রিয়াকে আরো সহজ ও স্বচ্ছ করার জন্যই তৈরি করা হয়েছে। আর সংশোধনী কমিটির নেতৃত্বে থাকা বিজেপি সংসদ বৈজয়ন্ত পান্ডার দেওয়া 285টি সুপারিশের বেশিরভাগই এই বিলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে মূলত সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের জন্য ছাড়ের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ইউনিফাইড পেনশন স্কিমে পুরনো এনপিএস স্কিমের কর সুবিধা প্রযোজ্য করা হয়েছে, যা 2025-এর 1 এপ্রিল থেকেই কার্যকর হয়েছে।
#FinanceMinister #NirmalaSitharaman on Monday introduced the revised #IncomeTax (No. 2) Bill, 2025 in the #LokSabha, aiming to modernise and replace the Income Tax Act of 1961. This move comes after the original bill, introduced in February 2025, was withdrawn following… pic.twitter.com/phYRx5Sgwi
— Business Today (@business_today) August 11, 2025
উল্লেখ্য, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দাবি করছেন যে, নতুন আইনটি বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী তৈরি করা। আর এই পরিকাঠামোকে আরো আধুনিক ও সহজ-সরল করবে। এতে অতীতের সমস্ত ত্রুটি সংশোধন তো হবেই। পাশাপাশি আইনটি একক এবং হালনাগাদ সংস্করণে রূপ পাবে, যা সংসদে সদস্যদের কাছে আরো সহজ সরল হয়ে উঠবে।
আরও পড়ুনঃ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে ১১০০ টাকা পতন সোনা-রুপোর দর! আজকের রেট
তবে এই বিলটি আলোচনা বিহীন অবস্থায় পাস হওয়ার পর বিরোধীরা অভিযোগ করছে যে, সরকার সংশোধনের নিয়ম মানছে না, নিজের ইচ্ছামতোই কাজ করছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার দাবি করছে, দীর্ঘ পর্যালোচনার পরই এই সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, যা আয়কর ব্যবস্থার পুরো চিত্রকেই বদলে দেবে। এখন দেখার ভবিষ্যতে এই বিল নিয়ে আলোচনা কতদুর গড়ায়।