উত্তরবঙ্গের আকাশে দেখা মিলল গোলক আলোর ঝলকানি! কী ওটা? খুলল রহস্যের জট

North Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: শীতের রাতে ঘটল এক আশ্চর্যকর ঘটনা! উত্তরবঙ্গের (North Bengal) আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় দেখা মিলল উল্কার ঝলকানি! এদিন হঠাৎই জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকায় অন্ধকার আকাশে আলোর গোলক ছুটে যেতে দেখা যায় উত্তর দিক থেকে দক্ষিণের দিকে। তো আবার শুধু আলো নয় এর সঙ্গে শোঁ শোঁ শব্দও শুনতে পেয়েছেন অনেকে। যা নিয়ে জল্পনা শুরু হয়েছে সকলের মধ্যে। কিন্তু আদতে এটি কী তাই নিয়ে কোনো আপডেট পাওয়া যায়নি।

ঠিক কী ঘটেছে?

রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ উল্কাপাতের বিভ্রম ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকার আকাশে। আচমকা অন্ধকার আকাশের একদিক থেকে অন্যদিকে আলোকিত একটি খণ্ডকে উড়ে যেতে দেখা যায়। বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাতেও আকাশে সেই গোলাকৃতি রহস্যজনক খণ্ড দেখা যায় বলে দাবি। সঙ্গে সঙ্গে শোনা যায় প্রবল বিস্ফোরণের মতো শব্দ এবং কম্পনও অনুভূত হয়, আর তাতেই সকলের মনে সন্দেহ জাগে কী সেই জিনিস। মুহূর্তের মধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায় সেই দৃশ্যের ছবি এবং ভিডিও

তদারকি চালাচ্ছে পুলিশ

বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সীমান্ত এলাকায় এমন রহস্যজনক আলো আকাশে দেখে অনেকেই সামরিক মিসাইল, ড্রোন ইত্যাদি বলে দাবি করতে থাকেন। আবার কারও মনে হয়, এটি কোনও বড় ধরনের বিস্ফোরণের ঘটনা। যদিও বিএসএফ, সেনার তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি, সত্যতাও স্বীকার করা হয়নি। ঘটনার পর স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অস্বাভাবিক এই দৃশ্য চাক্ষুষ করতে বহু মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন, এবং আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। কেউ কেউ উল্কাপাতের সম্ভাবনার কথাও বলেন। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে, অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এলাকাবাসীদের। জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, “খবর পাওয়া মাত্র সব থানাকে সতর্ক করা হয়েছিল। রাত পর্যন্ত কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। উল্কাপাতের ঘটনা হতে পারে।”

আরও পড়ুন: ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহে হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে হত্যা!

খুলল রহস্যের জট

স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশনের তরফে দেবাশিস সরকার বলেন, ‘যেভাবে বিস্তীর্ণ প্রান্ত থেকে এটি একই উজ্জ্বলতায় দেখা গিয়েছে তাতে এটি যে উল্কাপাতই হয়েছে সে বিষয়ে প্রাথমিকভাবে কোনও সন্দেহ নেই। চিনা রকেটের রি–এন্ট্রি নিয়ে একটি খবর ছড়াচ্ছে। তবে এটি কোনও ‘খবর’ নয় নেহাতই গুজব।” এমনকি তিনি এও দাবি করেন যে ছবিটি সম্প্রতি দেখানো হচ্ছে সেটি আজকের নয়, কয়েক মাস আগের। এদিকে এই ঘটনার পর গোটা উত্তরবঙ্গ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই অজানা ঘটনা।

1 thought on “উত্তরবঙ্গের আকাশে দেখা মিলল গোলক আলোর ঝলকানি! কী ওটা? খুলল রহস্যের জট”

Leave a Reply to phlwinnet Cancel reply