উল্কাবৃষ্টি, শুক্র ও বৃহস্পতির মিলন! আগস্টের বিরল মহাজাগতিক ঘটনা, দেখা যাবে ভারতেও

Cosmic Events August

সৌভিক মুখার্জী, কলকাতা: চলতি আগস্ট মাসের রাতের আকাশে ঘটতে চলেছে বিরল সব মহাজাগতিক ঘটনা (Cosmic Events August) হ্যাঁ, একদিকে নামবে উল্কাবৃষ্টির ঝড়, আবার অন্যদিকে গ্রহ-চন্দ্রের রঙ্গলীলা। সব মিলিয়ে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে মহাকাশ প্রেমীরা অপরূপ দৃশ্যের সাক্ষী থাকবে। তবে কবে দৃশ্যমান হবে সেই দৃশ্য? চলুন বিস্তারিত জেনে নিই।

উল্কাবৃষ্টির ঝলক

চলতি মাসের সবথেকে বড় আকর্ষণীয় মহাজগতিক ঘটনা হল পার্সেইড উল্কাবৃষ্টি, যাকে কিনা উল্কাদের রানী বলা হচ্ছে। সম্প্রতি NASA জানিয়েছে, আগামী 24 অক্টোবর পর্যন্ত এই উল্কা বর্ষণ চলবে, বিশেষ করে 12 ও 13 আগস্ট রাত্রিবেলা। যদিও সেই সময় 84% চাঁদের আলোর জন্য কিছুটা দৃশ্যমানতা কমতে পারে। তবে ভোররাতের আগে এই উজ্জ্বল উল্কার প্রবাহ স্পষ্টভাবে দেখা যাবে। 

ভারতের কোথা থেকে দেখা যাবে?

খবর অনুযায়ী, ভারতের লাদাখ উপত্যকা, রান অফ কচ্ছ, কর্ণাটক ও উত্তরাখণ্ডের গ্রামীণ ও পাহাড়ি এলাকাগুলি থেকে এই অপরূপ দৃশ্যের সাক্ষী থাকতে পারবে ওখানকার স্থানীয় মানুষজন। মূলত যেখানে কৃত্রিম আলোর প্রভাব কম, সেই সমস্ত স্থান থেকেই নিখুঁতভাবে এই উল্কাবৃষ্টির দৃশ্য দেখা যাবে।

উল্লেখ্য, এ বছর শুধুমাত্র উল্কাবৃষ্টি নয়, বরং একসাথে একাধিক মহাজাগতিক ঘটনা ঘটছে, যা প্রায় 20 থেকে 25 বছর পর পর দেখা যায়। এমনকি গ্রহগুলির কক্ষপথ, চাঁদের চক্র, পৃথিবীর অবস্থান এতটা নিখুঁতভাবে মিলবে, যা সচরাচর দেখা যায় না। জানা যাচ্ছে, শুক্র ও বৃহস্পতি এই দুই উজ্জ্বল গ্রহ আগামী 11 ও 12 আগস্ট সূর্যোয়ের আগে পূর্ব আকাশে মাত্র 1 ডিগ্রি দূরত্বে দেখা যেতে পারে।

Cosmic event

এর পাশাপাশি আগামী 19 ও 20 আগস্ট ঘটবে আরো এক মহাজগতিক ঘটনা। হ্যাঁ, এই সময় একটি সরু অর্ধচন্দ্র এসে জায়গা করে নেবে শুক্র ও বৃহস্পতি গ্রহের মাঝখানে। ফলে এক মনোমুগ্ধকর ত্রিঘরি সংযোজন গঠিত হবে, যা মহাকাশপ্রেমীদের জন্য সত্যিই দুর্লভ্য দৃশ্য।

শুধু এখানেই শেষ নয় ,আগামী 26 আগস্ট সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে সূর্যাস্তের পর আরো এক অদ্ভুত সুন্দর দৃশ্য দেখা যাবে। হ্যাঁ, বিজ্ঞানীরা বলছে সরু এক অর্ধচন্দ্রের পাশে একটি ছোট্ট লালচে আলোক বিন্দু দেখা যেতে পারে। আর সেটাই নাকি মঙ্গল গ্রহ। আর এটি মূলত রাত 8:15 থেকে প্রায় এক ঘন্টা পর্যন্ত দৃশ্যমান থাকবে।

আরও পড়ুনঃ সেবক-রংপো রেল প্রকল্পে বিরাট বিপর্যয়, ভেঙে পড়ল টানেলের মুখের একাংশ

মেনে চলুন টিপসগুলি

তবে এই মহাজগতির দৃশ্যগুলি দেখার জন্য অবশ্যই কিছু টিপস মানতে হবে। প্রথমত, শহরের আলো ও দূষণ থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয়ত, খালি চোখে এগুলো দেখা যাবে, কিন্তু দূরবীন বা টেলিস্কোপ থাকলে অভিজ্ঞতা আরও বেশি হবে। তৃতীয়ত, আকাশ পরিষ্কার থাকলে এই দৃশ্য আরো সুন্দর হবে।

Leave a Comment