বিক্রম ব্যানার্জী, কলকাতা: উৎসবের সময় দূরপাল্লার ট্রেনের টিকিট পাওয়াটা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়ায়। ফলত, স্বাভাবিকভাবেই অতিরিক্ত অর্থ দিয়ে তৎকাল টিকিট কাটতে হয় যাত্রীদের। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতীয় রেল তৎকাল টিকিট কাটার ক্ষেত্রেও নিয়ম কিছুটা জটিল করেছে!
মূলত সে কারণেই, চাইলেই তৎকাল টিকিট পাওয়া যায় না। বা টিকিটের অর্থ দিয়ে শেষ পর্যন্ত কনফার্ম টিকিট পাওয়া যাবে কিনা তারও কোনও নিশ্চয়তা নেই। এমতাবস্থায়, সমস্যা এড়াতে কী করবেন? চলুন জেনে নেওয়া যাক কীভাবে এমারজেন্সির সময় ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া যাবে সে বিষয়ে।
চার্ট ভ্যকেন্সি থেকে কনফার্ম টিকিট পেতে পারেন
নবভারত টাইমসের রিপোর্ট অনুযায়ী, একজন যাত্রী চাইলেই IRCTC এর চার্ট ভ্যকেন্সির মাধ্যমে ট্রেনের সিট বুক করতে পারেন। সেক্ষেত্রে, চার্ট প্রস্তুত হওয়ার পরেও এক্সপ্রেস ট্রেনের যে সিটগুলি খালি থাকে তা দেখে নিয়ে নিয়ম অনুযায়ী IRCTC ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে চার্ট ভ্যকেন্সিতে থাকা খালি সিটগুলি বুক করে নিতে পারবেন যাত্রীরা। যদিও শর্ত একটাই, ফাঁকা সিটগুলির ভাড়া যেসব যাত্রীরা দিয়েছিলেন, তাঁরা যদি নির্দিষ্ট স্টেশন থেকে ট্রেনে না ওঠেন তবেই ওই সিট পাবেন অন্য যাত্রী। তাছাড়াও এমন পরিস্থিতিতে টিটির সাথে কথা বলেও ফাঁকা সিটেই কনফার্ম টিকিট পেতে পারেন আপনি।
প্রিমিয়াম তৎকাল
এমন অনেকেই রয়েছেন যাঁরা মূলত কাজের সূত্রে ভিন রাজ্যে থাকেন। তবে বাড়িতে এমারজেন্সির কারণে ট্রেন ধরে তড়িঘড়ি রাজ্যে ফিরতে হয়। এমতাবস্থায়, খুব প্রয়োজন হলে প্রিমিয়াম তৎকালের বিকল্প বেছে নিতে পারেন আপনি। সে ক্ষেত্রে, সাধারণ টিকিট অথবা তৎকালের তুলনায় প্রিমিয়াম তৎকালে অনেকটাই বেশি ভাড়া দিতে হয় যাত্রীদের। তবে হ্যাঁ, টাকা দিলে আপনার টিকিটের ব্যবস্থা করে দেবে রেল।
অবশ্যই পড়ুন: ‘আমার জানা নেই…’ রাশিয়া প্রসঙ্গে ভারত পাল্টা দিতেই ‘নির্বোধ’ বালক হয়ে উঠলেন ট্রাম্প
উল্লেখ্য, IRCTC এর অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে যদি তৎকাল টিকিট বুক করতে চান, তবে আগে থেকে যাবতীয় প্রয়োজনীয় তথ্য নিজের কাছে রাখতে হবে। পাশাপাশি, উইন্ডো খোলার পর দ্রুত লগইন করে নিতে হবে ব্যবহারকারীকে। তাছাড়াও তৎকাল টিকিট বুক করার সময় বাড়িতে অথবা অফিসে ভাল নেটওয়ার্ক কানেকশন থাকা দরকার। কেননা, প্রথম ধাপে অনলাইনে তৎকাল টিকিট বুক করার জন্য খুব একটা বেশি সময় পাওয়া যায় না!