এই কাজ না করলেই ১ জানুয়ারি থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে PAN কার্ড!

Pan Card

সৌভিক মুখার্জী, কলকাতা: আধার কার্ডের পাশাপাশি প্যান কার্ডের (Pan Card) গুরুত্ব নিয়ে নতুন কিছু বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, যে কোনও আর্থিক লেনদেন, সে ব্যাঙ্কিং থেকে শুরু করে আয়কর জমা বা অন্য কিছু, প্যান কার্ড অপরিহার্য ডকুমেন্ট। তবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই নাকি প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে যদি আপনি একটি কাজ না করেন। কী, তা জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

এই কাজ না করলেই নিষ্ক্রিয় হবে প্যান কার্ড

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে যে, নতুন বছরের ১ জানুয়ারি থেকেই পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান কার্ড অকেজো হয়ে যাবে, যদি তা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর আধার-প্যান লিঙ্ক করার ডেডলাইন দেওয়া হয়েছে। তাই যারা চলতি বছরের ১ অক্টোবরের আগে প্যান কার্ড পেয়েছেন, তাদের অবশ্যই ডিসেম্বরের শেষ দিনের মধ্যেই আধার লিঙ্ক করে নিতে হবে।

আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করলে কী হবে?

যদি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা না থাকে, তাহলে প্রথমত আপনি আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না। দ্বিতীয়ত, বকেয়া রিটার্ন পাবেন না। তৃতীয়ত, নিষ্ক্রিয় প্যান কার্ডের সাপেক্ষে আর কোনওরকম রিটার্ন আপনি পাবেন না। এমনকি প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে বেশি হারে ট্যাক্স বা কর গুনতে হবে।

কীভাবে করবেন লিঙ্ক?

আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • প্রথমে ইনকাম ট্যাক্সের ই-ফাইলিং পোর্টাল www.incometax.gov.in-এ ভিজিট করতে হবে।
  • এরপর হোমপেজের মধ্যে একটি কুইক লিঙ্ক সেকশন পাবেন। সেখানে গিয়ে আপনাকে ‘Aadhaar Link’ অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর নিজের ১০ ডিজিটের প্যান নম্বর এবং ১২ ডিজিটের আধার নম্বর ইনপুট করতে হবে।
  • এরপর আধার কার্ডে যেভাবে নাম লেখা রয়েছে, সেভাবে নাম লিখতে হবে।
  • তারপর ‘I agree to validate my Aadhaar details’ চেকবক্সে ক্লিক করে কনফার্ম করতে হবে।
  • উল্লেখ্য, যদি আপনি ৩১ ডিসেম্বরের পর আধার কার্ড-প্যান কার্ড লিঙ্ক করেন, তাহলে আপনাকে পেনাল্টি বাবদ ১০০০ টাকা জরিমানাও দিতে হবে। তবে তার আগে করলে কোনওরকম ফি দিতে হবে না।
  • এরপর প্যান নম্বর দিয়ে কনফার্ম করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেটিকে ইনপুট করতে হবে।
  • এরপর ওটিপি ভেরিফিকেশন হয়ে গেলেই ই-পে ট্যাক্স পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাবে।
  • সেখানে আপনি ২০২৫-২৬ অ্যাসেসমেন্ট ইয়ার বাছাই করতে পারবেন।
  • এরপর পেমেন্ট অপশনে ‘Fee for delay in linking PAN with Aadhaar’ অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর জরিমানা দিয়ে ‘Continue’ অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে অনলাইন নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা যে কোনও উপায়ে পেমেন্ট করে কনফার্ম করতে হবে।
  • এরপর ‘Link Aadhaar’ সেকশনে আবারও আধার নম্বর এবং আধার কার্ডে লেখা নাম লিখতে হবে।
  • এরপর মোবাইল নম্বর দিলে ৬ ডিজিটের একটি ওটিপি আসবে।
  • ওটিপিটি ইনপুট করলেই আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক হয়ে যাবে।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বাড়িতেই BLO! দাবি উড়িয়ে মমতা জানালেন ‘ফর্ম পূরণ করিনি, আর করবও না’

তবে আবারও বলে রাখি, আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার লাস্ট ডেট আগামী ৩১ ডিসেম্বর। তার পরে যদি করতে চান, তাহলে ১০০০ টাকা জরিমানা তো গুনতেই হবে, এবং যদি বেশি দেরি হয়, তাহলে প্যান কার্ড সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আধার লিঙ্ক সেরে ফেলুন।

Leave a Comment