সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে টানাপোড়েন নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই ডিএ মামলার রায়ের জন্য অপেক্ষা করছে কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীরা। গত ৮ সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। তারপর বেশ কিছু সময় পেরিয়ে গেলেও কোনও অগ্রগতি নেই। এমনকি শীতকালীন ছুটির পর ৫ জানুয়ারি আদালত খুললেও ডিএ মামলা সংক্রান্ত কোনও আপডেট সামনে আসেনি। আর এ নিয়ে এবার সরব হলেন মলয় মুখোপাধ্যায় (Malay Mukhopadhyay on DA Case)।
প্রসঙ্গত জানিয়ে রাখি, সম্প্রতি ধনধান্য অডিটোরিয়ামে ডিএ ইস্যু নিয়ে বড়সড় মন্তব্য করেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বলেন যে, ডিএ দেওয়া কোনও ম্যান্ডেটরি নয়, তবুও আমরা প্রতিবছর ৮ শতাংশ হারে ডিএ দিয়ে থাকি। এ নিয়েই মুখ খুললেন সরব হয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। কী বললেন তিনি? কবে আসবে রায়?
আরও পড়ুন: পুরুলিয়াতে তুষারপাত? ভোরবেলা দেখা গেল বরফের আস্তরণ!
ডিএ নিয়ে বড় বয়ান মলয় মুখোপাধ্যায়ের
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মলয় মুখোপাধ্যায় স্পষ্ট জানান, গত ৫ তারিখ শীতকালীন ছুটি শেষ হয়ে আদালত খুলেছে। তবে বিগত তিনদিন অর্থাৎ গতকাল পর্যন্ত মহামান্য বিচারক সঞ্জয় করোল বসেননি। আজ বসলেও ডিএ মামলার রায় বের হবে না। আর এই সপ্তাহে এখন একটা দিনই বাকি রয়েছে। এই ব্যাপারটা কোনও ভাবেই আমাদের হাতে নেই। কর্মচারী সমাজ থেকে শুরু করে পেনশনভোগীরা আমাদের কাছেই প্রশ্ন করছে। কিন্তু আমরা এক্ষেত্রে কিছুই বলতে পারছি না। সবটাই আদালতের উপর নির্ভর করছে। তিন মাসের অধিক হয়ে গেল। কিন্তু এখনও পর্যন্ত রায় আসলো না।
আরও পড়ুন: শৈত্যপ্রবাহ থেকে ঘন কুয়াশা! দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সতর্কতা, আগামীকালের আবহাওয়া
এদিকে তিনি বিধানসভা নির্বাচন এবং কেন্দ্রের প্রসঙ্গ টেনে আরও বলেছেন, বেতন কমিশনের সঙ্গে ডিএ সম্পর্কিত থাকলেও ডিএ মামলার রায় এত সহজে হয়তো আসবে না। আর যেহেতু সামনে বিধানসভা নির্বাচন, তাই আশা করা যাচ্ছে নতুন অর্থবর্ষে রাজ্য সরকার নতুন বেতন কমিশন গঠন করবে এবং এক কিস্তি ডিএ দিয়ে দেবে। তবে এই রায় কবে আসবে তা এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। যেখানে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৮ শতাংশ হারে ডিএ পাচ্ছে, সেখানে রাজ্যের হার অনেকটাই কম। এই সরকার যদি আগামী নির্বাচনে জিতে যায়, তাহলে আমরা পেনশন পাবো কিনা তা নিয়ে থেকে যাচ্ছে সন্দেহ।
Barganhar plataforma, huh? Sounds Portuguese! Let’s see if I can snag a good deal here. Time to test my luck! barganhar plataforma