এই ১০ কারণে সেভিংস অ্যাকাউন্টেও আসতে পারে আয়কর নোটিশ

Income Tax Notice

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি নিয়মিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে থেকে লেনদেন করেন করেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। কারণ, দৈনন্দিন কিছু কিছু কাজের মধ্যেও কখনও কখনও আয়কর বিভাগ নজরদারিতে আসতে পারে। আপনি যদি মনে করেন, কোনও সেভিংস অ্যাকাউন্টে শুধুমাত্র টাকা তোলা বা টাকা জমা করলে চিন্তার কারণ নেই, তাহলে ভুল। কারণ, আপনার অ্যাকাউন্ট থেকে প্রচুর পরিমাণে অর্থ ঘনঘন জমা বা তোলা হলে আপনি আয়কর নোটিশ (Income Tax Notice) পেতে পারেন। এমনকি এমন বেশ কিছু লেনদেন রয়েছে, যেগুলি করলে আপনি আয়কর নোটিশ পাবেনই। জানতে চাইলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

ব্যাঙ্কে প্রচুর পরিমাণে নগদ অর্থ জমা

যদি আপনি একটি আর্থিক বছরে সর্বাধিক ১০ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা করেন, তাহলে ব্যাঙ্ক আয়কর দপ্তরকে জানাবে। তবে হ্যাঁ, এটি কোনও বেআইনি নয়। কিন্তু আপনাকে এই আয়ের উৎস প্রমাণ করতে হবে। উপহার কিংবা সম্পত্তি বিক্রি বা ব্যবসায়িক আয় সম্পর্কিত রশিদগুলি অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে।

ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট

যদি আপনি একটি নির্দিষ্ট বছরে নগদ ১ লক্ষ টাকার বেশি অথবা ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকার বেশি প্রদান করে থাকেন, তাহলে সেটিও আয়কর দপ্তরের নজরদারিতে আসবে। আর তারা পরীক্ষা করবে যে আপনার জীবনধারা ট্যাক্স কাঠামোর সঙ্গে মেলে কিনা।

ঘন ঘন বেশি পরিমাণে নগদ টাকা তোলা

যদি আপনার অ্যাকাউন্ট থেকে বারবার প্রচুর পরিমাণে টাকা তোলা হয় অথবা হঠাৎ করে নগদ টাকা বৃদ্ধি পায়, তাহলে ব্যাঙ্ক সে সম্পর্কে প্রশ্ন তুলতে পারে। আর বিশেষ করে যদি আপনার আয়ের সঙ্গে ব্যয় না মেলে, তাহলে অবশ্যই নোটিশ আসবে।

নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলিতে হঠাৎ লেনদেন

যদি আগে বন্ধ হয়ে যাওয়া কোনও অ্যাকাউন্ট হঠাৎ করে সক্রিয় হয়ে যায় এবং বড় ধরনের লেনদেন করেন, তাহলে ব্যাঙ্ক সেটিকে আটকে রাখতে পারে। এরকম পরিস্থিতিতে ব্যবসা বা অন্যান্য বৈধ কারণ সম্পর্কিত নথিগুলিকে নিরাপদে রাখতে হবে।

৩০ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের সম্পত্তি লেনদেন

যদি আপনি ৩০ লক্ষ টাকা কিংবা তার বেশি মূল্যের সম্পত্তি কেনাবেচা করেন, তাহলে রেজিস্টার রিপোর্ট রাখুন। কারণ, আরকর বিভাগ দেখে যে আপনি সেই টাকা কোথা থেকে পাচ্ছেন।

ব্যাঙ্কের সুদ এবং আয়কর রিটার্নের মধ্যে পার্থক্য

যদি আপনার ব্যাঙ্কে দেওয়া সুদের পরিমাণ আয়কর রিটার্নের সঙ্গে না মেলে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে আইকর নোটিশ পাবেন। সেক্ষেত্রে আপনি আপনার সুদ আবার পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন বা সবকিছু সঠিক কিনা নিশ্চিত করতে পারেন।

বিদেশে টাকা খরচ করলে আসবে নোটিশ

যদি আপনি এক বছরে ১০ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের বিদেশী লেনদেন করেন, তাহলে আপনার কাছে আয়কর নোটিশ আসতে পারে। যেমন আপনি আন্তর্জাতিক কার্ড পেমেন্ট বা ফরেক্স দিয়ে পেমেন্ট করলে নোটিশ আসবে। আসলে আপনার আয়ের থেকে ব্যয় যদি বেশি হয়, তাহলে সমস্যায় পড়বেন।

একাধিক অ্যাকাউন্ট থাকা

যদি পনার একাধিক সেভিংস অ্যাকাউন্ট থাকে। তাহলে কোনও সমস্যা নেই। কিন্তু সবগুলি সুদের পরিমাণ যোগ করে আপনার আয়কর রিটার্ন দেখানো সবথেকে গুরুত্বপূর্ণ। কারণ, সিস্টেম ছোটখাটো ভুলত্রুটিও ধরে ফেলতে পারে। তাই অবশ্যই এই ভুল করবেন না।

অন্যদের জন্য ক্রেডিট কার্ডে অর্থ প্রদান

যদি আপনি উৎসবের মরসুমে আপনার কার্ড দিয়ে অন্য কারও অর্থ প্রদান করেন এবং তারা আপনাকে নগদে সেই টাকা ফেরত দেয়, তাহলেও তা ট্র্যাক করা হতে পারে। আর একবার এই টাকা আপনার অ্যাকাউন্টে যদি জমা হয়ে যায়, তাহলে আপনি আপনার রিপোর্টিং সীমা অতিক্রম করে ফেলবেন এবং ইনকাম ট্যাক্স নোটিশ পাবেন।

আরও পড়ুনঃ বাংলায় SIR শুরুর দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের

তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, আয়কর বিভাগ প্যান ভিত্তিক অটো রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে সমস্ত বড় লেনদেন পর্যবেক্ষণ করে। তাই নোটিশ জানানোর জন্য অবশ্যই আপনার আইটিআর ফাইল করার আগে আপনার AIS এবং ফর্ম 26AS পরীক্ষা করে নিতে হবে। পাশাপাশি প্রতিটি লেনদেনের জন্য ডকুমেন্টেশন রাখতে হবে এবং অন্যদের জন্য লেনদেন করার সময় সব ট্র্যাক করে রাখতে হবে।

Leave a Comment